For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL Auction 2022: নিলাম শেষে কেমন হল চেন্নাই সুপার কিংসের দল, উল্লেখযোগ্য ভাবে দলে নেই মিঃ আইপিএল

নিলাম শেষে কেমন হল চেন্নাই সুপার কিংসের দল, উল্লেখযোগ্য ভাবে দলে নেই মিঃ আইপিএল

Google Oneindia Bengali News

আইপিএল-এর পঞ্চদশ সংস্করণের জন্য দল গুছিয়ে নিল চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি সহ চার জন ক্রিকেটারকে ধরে রাখা চেন্নাই সুপার কিংস আইপিএল-এর মেগা নিলাম থেকে মোট ২১ জন ক্রিকেটারকে তুলে নিল। চেন্নাইয়ের ২৫ জনের স্কোয়াডে বিদেশি সংখ্যা ৮।

IPL Auction 2022: নিলাম শেষে কেমন হল চেন্নাই সুপার কিংসের দল, উল্লেখযোগ্য ভাবে দলে নেই মিঃ আইপিএল

বেঙ্গালুরুতে আয়োজিত এই নিলামে চেন্নাই যেই ক্রিকেটারদের নিলাম থেকে তুলেছে তাঁদের অনেকেই গত মরসুমে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন। ২০২১ আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে।

২০১০ সালে প্রথম বার ধোনির নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল চেন্নাইয়ের এই ফ্রাঞ্চাইজিটি। এর পরের বছর দ্বিতীয় খেতাব জিতেছিল চেন্নাই ২০১১ সালে তারা খেতাব ধরে রাখে। দীর্ঘ ছয় বছর পর ২০১৮ সালে ফের আইপিএল জেতে চেন্নাই সুপার কিংস। শেষ বার গত বছর জিতেছিল তারা। ২০১৫ সালে স্পট ফিক্সিং-এর দায়ে অভিযুক্ত দোষী সাব্যস্ত হওয়ার ফলে দুই বছরের জন্য বিশ্ব ক্রিকেটের গ্ল্যামারাস টি-২০ লিগ থেকে নির্বাসিত হয় চেন্নাই। সিএসকে ছাড়াও এই একই অভিযোগে নির্বাসিত হয়েছিল রাজস্থান রয়্যালস।

৯০ কোটি টাকার মধ্যে চার জন ক্রিকেটারকে ধরে রাখতে প্রথমে ৪২ কোটি টাকা খরচ করে ফেলে চেন্নাইয়ের ফ্রাঞ্চাইজিটি। ১৬ কোটি টাকার বিনিময়ে তারা ধরে রাখে রবীন্দ্র জাডেজাকে, দীর্ঘ দিনের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখতে ১২ কোটি টাকা খরচ করে সিএসকে। ৮ কোটি টাকার বিনিময়ে তাঁরা ধরে রাখে মইন আলিকে, তরুণ ওপেনার ঋতুরাজ গায়েকোয়াড়কে দলে নিতে চেন্নাইয়ের খরচ হয় ৬ কোটি টাকা।

ফলে অবশিষ্ট ৪৮ কোটি টাকা পকেটে নিয়ে আইপিএল-এর নিলামে নেমেছিল সিএসকে। এক নজরে দেখি নিন কাদের কত টাকার বিনিময় দলে নিল চেন্নাই সুপার কিংস।

৪.৪০ কোটি টাকার বিনিময়ে ডোয়েন ব্র্যাভোকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। রবীন উথাপ্পাকে দলে নিতে চেন্নাইকে খরচ করে ২ কোটি টাকা। ৬.৭৫ কোটি টাকা অম্বতি রায়াডুকে দলে নেয় সিএসকে। অবিশ্বাস্য ১৪ কোটি টাকা পর্যন্ত দর তুলে দীপক চাহারকে ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস। ২০ লক্ষ টাকায় চেন্নাইয়ের দলেই রয়েছে যান কে এম আসিফ। একই মূল্যে সিএসকে সই করায় তুষার দেশপান্ডেকে। ৪ কোটি টাকায় অলরাউন্ডার শিভম দুবেকে তুলে নেয় সিএসকে। ৭০ লক্ষ টাকায় সিএসকে-র দলে সুযোগ পান মহেশ ঠিকসাহানে। ১.৫০ কোটি টাকায় অনূর্ধ্ব-১৯ আইপিএল-এ নজর টানা রাজবর্ধন হাঙ্গারগেকরকে সই করায় চেন্নাই। ২০ লক্ষ টাকায় তারা দলে নেয় সিমারজিত সিংকে। ১ কোটি টাকায় চেন্নাই পেয়ে যায় ডেভন কনওয়েকে। ডোয়েন প্রিটরিয়াসকে চেন্নাই সই করায় ৫০ লক্ষ টাকায়। মিচেল স্যান্টনার আগামী মরসুমে চেন্নাইয়ের জার্সিতে খেলবেন ১.৯০ কোটি টাকায়। একই দামে তারা তুলে নেয় অ্যাডাম মিলনেকে। ২০ লক্ষ টাকায় চেন্নাই সই করায় শুভ্রাংশু সেনাপতিকে। একই দামে পেয়ে যায় মুকেশ চৌধুরিকে। প্রশান্ত সোলাঙ্কির জন্য ১.২০ কোটি টাকা খরচ করে চেন্নাই। ২০ লক্ষ টাকায় চেন্নাইয়ে খেলবেন সি হরি নিশান্ত। একই দামে খেলবেন এন জগদীশন। ৩.৬ কোটি টাকায় চেন্নাইয়ের জার্সিতে দেখা যাবে ক্রিস জর্ডানকে। কে ভগত বর্মাকে চেন্নাই নেয় ২০ লক্ষ টাকায়।

English summary
Chennai Super Kings have chosen 21 remaining players from IPL Auction 2022. Most of the players played for CSK before. They tried to hold their core team intact. This is the main reason why CSK bought Deepak chahar for 14 cr.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X