For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: রাজস্থান রয়্যালসের তুরুপের তাস অশ্বিন! ইডেনে প্রথম কোয়ালিফায়ারে কারা ফেভারিট?

Google Oneindia Bengali News

আইপিএলের প্লে অফ পর্বের খেলা শুরু হচ্ছে কাল থেকে ইডেনে। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্য়ালস। যারা জিতবে তারা পৌঁছে যাবে ফাইনালে। পরাজিত দল পাবে আরেকটি সুযোগ, দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হবে এলিমিনেটরে জয়ীদের বিরুদ্ধে। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার গ্রেম সোয়ান আশাবাদী, রাজস্থান রয়্যালই জয় পাবে ই়ডেনে। রবিচন্দ্রন অশ্বিনকে যেভাবে সঞ্জু স্যামসনরা ব্যবহার করছেন তাতে সন্তুষ্ট হরভজন সিং।

চলতি আইপিএলে

চলতি আইপিএলে

চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারিয়েছিল গুজরাত টাইটান্স। মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পঞ্চদশ আইপিএলের ২৪তম ম্যাচে রাজস্থান রয়্যালস টস জিতে গুজরাত টাইটান্সকে ব্যাট করতে পাঠায়। হার্দিক পাণ্ডিয়ার ৫২ বলে অপরাজিত ৮৭ রানের দৌলতে গুজরাত টাইটান্স তুলেছিল ১৯২ রান। জবাবে ৯ উইকেটে ১৫৫ রানের বেশি এগোতে পারেনি রাজস্থান। জস বাটলার ২৪ বলে ৫৪ করেন। যশ দয়াল ও লকি ফার্গুসন তিনটি করে উইকেট নেন। হার্দিক বল হাতে ১৮ রানের বিনিময়ে ১ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন।

অশ্বিনকে নিয়ে ভাজ্জি

অশ্বিনকে নিয়ে ভাজ্জি

রাজস্থান রয়্যালসে এবারই প্রথম খেলছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সেরা অফ স্পিনার বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলকে ভরসা জুগিয়েছেন। স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে হরভজন সিং বলেন, অশ্বিনের অলরাউন্ড দক্ষতার দারুণভাবে সদ্ব্যবহার করেছে রাজস্থান রয়্যালস, এই ভরসা রাখার জন্য তাদের প্রশংসা করতেই হবে। এই প্রথম কোনও ফ্র্যাঞ্চাইজি এত ভালোভাবে অশ্বিনকে ব্যবহার করছে। এর আগে অশ্বিনের ব্যাটিং দক্ষতার উপর কোনও দল আস্থা দেখায়নি। কিন্তু রাজস্থান রয়্যালস তাঁকে ব্যাটিং অর্ডারে তুলে এনেছে। অশ্বিন ব্যাট হাতেও দলকে জিতিয়েছেন। এ কথা মানতে দ্বিধা নেই অশ্বিনের দক্ষতা সম্পর্কে এই ফ্র্যাঞ্চাইজি খুব ভালোভাবে ওয়াকিবহাল। অশ্বিনও যেভাবে আস্থার মর্যাদা দিয়েছেন তা প্রশংসনীয়।

বাটলারকে পরামর্শ

বাটলারকে পরামর্শ

রাজস্থান রয়্যালসের সাফল্যের পিছনে জস বাটলারের বিস্ফোরক ব্যাটিংয়ের অবদান রয়েছে। তবে কয়েকটি ম্যাচে বড় রান পাচ্ছেন না রাজস্থান রয়্যালস ওপেনার। কোয়ালিফায়ারে অবশ্য তাঁকে ফের ছন্দ ফিরে পাওয়ার পরামর্শ দিয়েছেন ভাজ্জি। তিনি বলেন, কলকাতার পিচের সঙ্গে মানিয়ে নিতে হবে বাটলারকে। মহারাষ্ট্রের পিচগুলিতে খেলা যত হয়েছে তত তা মন্থর হয়েছে। ইডেন গার্ডেন্সে ফ্রেশ উইকেটে খেলা হবে। ফলে শুধু বাটলারই নন, সব ব্যাটারদেরই আগে পিচের সঙ্গে মানিয়ে নিতে হবে। বাটলারের ক্ষেত্রে বলব, প্রথমেই তিনি ব্যাটিংয়ের সেরা পর্যায়ে পৌঁছে যাওয়ায় পরের দিকে সেই ধারাবাহিকতা ধরে রাখতে অসুবিধা হচ্ছে। কিন্তু তিনি অসাধারণ প্লেয়ার। ব্যাটিংয়ের প্রাথমিক বিষয়গুলি ঠিক রাখলেই তিনি আবার ফর্ম ফিরে পাবেন।

ফেভারিট রাজস্থান!

ফেভারিট রাজস্থান!

এবারের আইপিএলে গুজরাত টাইটান্সের কাছে রাজস্থান রয়্যালস হারলেও ইডেনে অবশ্য গ্রেম সোয়ান সঞ্জু স্যামসনদেরই এগিয়ে রাখছেন। সোয়ান বলেন, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস প্রথম কোয়ালিফায়ার জিতবে। পয়েন্ট তালিকার প্রথম ও দ্বিতীয় দল হলো গুজরাত ও রাজস্থান। আমার ধারণা, এই দুই দলই ফাইনাল খেলবে।

English summary
IPL 2022: Harbhajan Says Rajasthan Royals Utilised The True Potential Of Ashwin's All-Round Abilities. Graeme Swann Predicts Rajasthan Royals Will Beat Gujarat Titans In Qualifier 1.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X