For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: হার্দিককে টি ২০ বিশ্বকাপের দলে চান হরভজন, রোহিতের সঙ্গে কোথায় মিল খুঁজে পেলেন?

Google Oneindia Bengali News

আইপিএলে একমাত্র অপরাজেয় দল গুজরাত টাইটান্স আজ সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে। গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া আজ ২টি ক্যাচ ধরতে পারলে টি ২০ ক্রিকেটে শততম ক্যাচটি ধরবেন। একটি ছক্কা মারলে আইপিএলে তাঁর ওভার বাউন্ডারির সংখ্যা দাঁড়াবে একশো। দুটি চার মারলে টি ২০ ক্রিকেটে তিনি শততম বাউন্ডারি মারার নজির স্পর্শ করবেন। যেভাবে তিনি সামনে থেকে গুজরাত টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন তাতে উচ্ছ্বসিত হরভজন সিং।

রোহিতের সঙ্গে হার্দিকের কোথায় মিল খুঁজে পেলেন ভাজ্জি?

চলতি আইপিএলে এখনও অবধি সব কটি ম্যাচেই জয়লাভ করেছে হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স। আইপিএলে নবাগত দুই দলের দ্বৈরথে মুম্বইয়ের ওয়াংখেড়েতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুজরাত টাইটান্স জিতেছিল ২ বল বাকি থাকতে পাঁচ উইকেটে। ৪ ওভারে ৩৭ দিয়ে হার্দিক কোনও উইকেট পাননি। চারে নেমে পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি করেন ২৮ বলে ৩৩। দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হার্দিক বোলিং ওপেন করেন। দিল্লির বিরুদ্ধে চার ওভারে ২২ রানের বিনিময়ে তিনি নেন ১টি উইকেট। পুনেতে এই ম্যাচে গুজরাত প্রথমে ব্যাট করেছিল, চারটি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ৩১ রান করেন হার্দিক। টাইটান্স জিতেছিল ১৪ রানে। ব্র্যাবোর্নে আগের ম্যাচে পাঞ্জাব কিংসকে টাইটান্স হারায় ৬ উইকেটে। হার্দিক ৪ ওভারে ৩৬ রান দিয়ে ১টি উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৮ বলে ২৭ রান করেন, পাঁচটি চারের সাহায্যে।

রোহিতের সঙ্গে হার্দিকের কোথায় মিল খুঁজে পেলেন ভাজ্জি?

নভেম্বরেই টি ২০ বিশ্বকাপ। তার আগে টি ২০ ম্যাচে চার ওভারের কোটা পূর্ণ করতে পারা হার্দিকের জাতীয় দলে কামব্যাকের দাবি জোরালো করার পক্ষেও বড় বার্তা। অধিনায়ক হিসেবেও 'ক্যাপ্টেন কুল' ইমেজ ধরে রাখতে যথেষ্ট সফল হার্দিক। আইপিএলে অধিনায়কত্ব করা রোহিত শর্মার ক্রিকেটীয় কেরিয়ারে ইতিবাচক প্রভাব ফেলেছিল। হরভজন সিং মনে করেন দলকে নেতৃত্ব দিতে গিয়ে ব্যক্তি ও ক্রিকেটার হিসেবেও নিজেকে উন্নত করতে পারবেন হার্দিক। বাবার স্বপ্নপূরণে হার্দিক যেভাবে কঠোর পরিশ্রম করেছেন, যে দায়বদ্ধতা দেখিয়ে চলেছেন তার প্রশংসা করে ভাজ্জি উদীয়মান প্রতিভাদের কাছে হার্দিক যে একজন রোল মডেল সে কথাও উল্লেখ করেন। হরভজন বলেন, হার্দিকের বাবার স্বপ্ন ছিল তাঁর ছেলে দেশের হয়ে খেলবে। সেই স্বপ্নপূরণ করার জন্য হার্দিক যে কঠোর পরিশ্রম ও দায়বদ্ধতার পরিচয় রেখেছেন তা অনুপ্রেরণাযোগ্য। অধ্যবসায় থাকলে কত কিছু অর্জন করা যায় তা দেখিয়েছেন হার্দিক। একেবারে নীচ থেকে উপরে উঠে ছাপ রাখার ক্ষেত্রে কী করণীয় তা হার্দিককে দেখেই শেখা যায়।

রোহিতের সঙ্গে হার্দিকের কোথায় মিল খুঁজে পেলেন ভাজ্জি?

স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে হরভজন বলেন, দেখে মনে হচ্ছে হার্দিক অধিনায়কত্ব উপভোগ করছেন এবং সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ব্যাট হাতে কার্যকরী ভূমিকা পালন করছেন, বোলিংও শুরু করেছেন যা ভারতীয় দলের ক্ষেত্রেও ভালো লক্ষণ। হার্দিক যদি বল হাতে নিজের কোটা পূর্ণ করতে পারেন তাহলে তার চেয়ে ভালো, ইতিবাচক বিষয় কিছু হতেই পারে না। কেন না, হার্দিক নিজেও জাতীয় দলে কামব্যাকের লক্ষ্যে এগোচ্ছেন, অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে তাঁর মতো একজন ক্রিকেটারও দরকার। হরভজনের বিশ্বাস, দলকে নেতৃত্ব প্রদানে হার্দিক আরও ভালো ক্রিকেটার হয়ে উঠবেন। আরও ভালো অধিনায়ক, আরও ভালো মানুষও হয়ে উঠতে পারবেন। যেমনটা রোহিত শর্মার ক্ষেত্রে হয়েছিল।

English summary
IPL 2022: Harbhajan Says Hardik Is A Role Model For Those Who Dream To Achieve Something Big In Life. Hardik Pandya-Led Gujarat Titans Have All The Matches In The Ongoing IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X