For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে টস জিতে ব্যাটিং নিল গুজরাত টাইটান্স, তাতেও কেন সন্তুষ্ট পাঞ্জাব কিংস?

Google Oneindia Bengali News

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত টাইটান্স ও পাঞ্জাব কিংস। এবারের আইপিএলে প্রথম সাক্ষাতে শেষ বলে পাঞ্জাবের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল গুজরাত। প্লে অফে কার্যত পৌঁছেই গিয়েছে আইপিএলে নবাগত এই দল। আজ জিতলে সরকারিভাবে প্লে অফের টিকিট পাবে টাইটান্স। পাঞ্জাব কিংস জিতলে পয়েন্টের নিরিখে ধরে ফেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাত টাইটান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।

হার্দিকের সাহসী সিদ্ধান্ত

পিচ রিপোর্ট দেওয়ার সময় দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ জানান, উইকেটে ঘাস রয়েছে। বল ব্যাটে আসবে, স্ট্রোকপ্লে ভালোই হবে। সহজ হবে রান তাড়া করাই। মাঠের একদিকে বাউন্ডারি বড়, অন্যদিকে ছোট। ফলে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন কার্যকরী হবে। আইপিএলে প্রথম দল হিসেবে টস জিতে ব্যাট নিয়েছিল গুজরাত টাইটান্সই। এবার রাতের ম্যাচেও প্রথম দল হিসেবে টস জিতে ব্যাট করার মতো সাহসী সিদ্ধান্ত নিলেন হার্দিক পাণ্ডিয়া। তিনি নিশ্চিত, এই ম্যাচে শিশির প্রভাব ফেলবে না। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে বোলিং করছেন না হার্দিক। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি বল করার মতো জায়গায় রয়েছি। কিন্তু আগামী দিনে যেহেতু প্রচুর ম্য়াচ রয়েছে তাই তাড়াহুড়ো করছি না। তাছাড়া আমাদের দলের যা বোলিং শক্তি তাতে আমার বল করার দরকারও পড়ছে না। আইপিএলের গুরুত্ব অবশ্যই রয়েছে, তবে দেশের হয়ে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকাটাও জরুরি।

আরসিবিকে টপকানোর হাতছানি

আরসিবিকে টপকানোর হাতছানি

চলতি আইপিএলে ১০টি ম্যাচের মধ্যে এই নিয়ে ৮ বার টস হারল পাঞ্জাব কিংস। যদিও অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল জানিয়েছেন, তিনি টস জিতলে ফিল্ডিং নিতেন। ফলে গুজরাত টস জিতে ব্যাটিং নেওয়ায় পাঞ্জাবের পরিকল্পনা ধাক্কা খায়নি। দুই দলই এদিন খেলতে নামছে প্রথম একাদশে পরিবর্তন না এনেই। আজ যদি পাঞ্জাব কিংস জেতে তাহলে তাদের ১০ ম্যাচে ১০ পয়েন্ট হবে। সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও ১০ পয়েন্ট। তবে পাঁচে থাকা আরসিবির নেট রান রেট মাইনাস (-)০.৫৮৮, আটে থাকা পাঞ্জাবের মাইনাস (-)০.৪৭০। ফলে জিতলে আরসিবিকে পয়েন্ট তালিকায় পিছনে ফেলতে পারবে পাঞ্জাব।

প্রথম সাক্ষাতে

প্রথম সাক্ষাতে

এই মাঠে এখনও অবধি ১৪টি ম্যাচ খেলা হয়েছে। রান তাড়া করে ম্যাচ জয় নিশ্চিত করা গিয়েছে আটটি ক্ষেত্রে। ৬ বার প্রথমে ব্যাট করা দল জিতেছে। মুম্বইয়ের ব্র্যাবোর্নে দুই দলের একমাত্র সাক্ষাতে টস জিতে ফিল্ডিং নিয়েছিল গুজরাত টাইটান্স। ২০ ওভারে পাঞ্জাব কিংস ৯ উইকেটে ১৮৯ রান তোলে। ২৭ বলে সর্বাধিক ৬৪ রান করেছিলেন লিয়াম লিভিংস্টোন। রশিদ খান ৩ উইকেট দখল করেন। জবাবে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাত টাইটান্স। শুভমান গিল ৫৯ বলে সর্বাধিক ৯৬ রান করেন। ৩ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন আইসম্যান রাহুল তেওয়াটিয়া। শেষ ওভারে ১৯ এবং শেষ দুই বলে দরকার ছিল ১২ রান। জোড়া ছক্কা হাঁকিয়ে বাজিমাত করেন তেওয়াটিয়া। ম্যাচের সেরা হয়েছিলেন গিল।

দুই দল

দুই দল

গুজরাত টাইটান্স- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুদর্শন, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, মহম্মদ শামি, প্রদীপ সাঙ্গওয়ান

পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষ, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), ঋষি ধাওয়ান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং, সন্দীপ শর্মা

English summary
IPL 2022: Gujarat Titans Have Won The Toss And Decided To Bat Against Punjab Kings. In Their Only Meeting, GT Beat PBKS By 6 Wickets In A Last Ball Thriller.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X