For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: মুম্বই ম্যাচেই কি হার্দিককে ছাপিয়ে যাবেন রাহুল? লখনউ ক্যাপ্টেনকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তনরা

Google Oneindia Bengali News

চলতি আইপিএলের ৩৭তম ম্যাচে আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টস। সাতটি ম্যাচের সাতটিতেই হেরে আইপিএল এখন নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে। তবে পাঁচবারের চ্যাম্পিয়নদের হারাতে পারলেই আজ প্রথম চারে ঢুকে পড়বে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। নজর থাকবে রাহুলের দিকেও, তাঁকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তনরা।

চলতি আইপিএলে

চলতি আইপিএলে

আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় এখন তিনে রয়েছেন লোকেশ রাহুল। ৭ ম্যাচে তিনি করেছেন ২৬৫ রান। সর্বাধিক অপরাজিত ১০৩। গড় ৪৪.১৬, স্ট্রাইক রেট ১৪১.৭১। একটি শতরান ও অর্ধশতরান করেছেন, ২ বার শূন্য রানে আউট হয়েছেন। মেরেছেন ২১টি চার ও ১১টি ছয়। আজ ৩১ রান করলেই তিনি এই তালিকায় হার্দিক পাণ্ডিয়া (৬ ম্যাচে ২৯৫)-কে পিছনে ফেলে উঠে আসবেন ২ নম্বরে। ৭ ম্যাচে ৪৯১ রান করে শীর্ষে রয়েছেন রাজস্থান রয়্যালস ওপেনার জস বাটলার। আজ জিতলে রাহুলের লখনউয়ের পয়েন্ট হবে ৮ ম্যাচে ১০। সেক্ষেত্রে নেট রান রেটে আরসিবিকে পিছনে ফেলতে সক্ষম হবে এলএসজি (LSG)।

শাস্ত্রীর প্রশংসা

শাস্ত্রীর প্রশংসা

ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এখনই বলে দিচ্ছেন, এবারের আইপিএলে হায়েস্ট রান গেটার হিসেবে কমলা টুপি হয় জস বাটলার, নয়তো লোকেশ রাহুলের দখলেই থাকবে। দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বই রাহুলের সেরাটা বের করে আনছে বলে অভিমত শাস্ত্রীর। তিনি স্টার স্পোর্টসে ক্রিকেট লাইভ অনুষ্ঠানে বলেছেন, সলিড অল-রাউন্ড গেম খেলছেন রাহুল। তাঁর টেকনিক ভালো হওয়ায় সবরকমের শট খেলতে পারেন। তাঁর টেম্পারামেন্টও অসাধারণ। সেই সঙ্গে রয়েছে উপস্থিত বুদ্ধি। আইপিএলের নতুন দলের অধিনায়ক হওয়া তাঁর সেরাটা বের করে আনছে। টুর্নামেন্টের শুরুর আগেও বলেছিলাম, কমলা টুপি রাহুল পাবেন। কেন না ওপেনারদের সুযোগটাই বেশি থাকে। জস বাটলার বা রাহুলই পাবেন অরেঞ্জ ক্যাপ। যখন ওপেনার বিস্ফোরক ফর্মে থাকেন তখন সেই দলও ভালো খেলতে থাকে। পরের দিকে যাঁরা নামেন তাঁদের পক্ষে বিপক্ষের ততটা ক্ষতি করা সহজ নয়। ফলে ওপেনাররা জ্বলে উঠলেই অর্ধেক কাজ সারা হয়ে যায়।

উচ্ছ্বসিত সানি

উচ্ছ্বসিত সানি

রাহুলকে নিয়ে উচ্ছ্বসিত সুনীল গাভাসকরও। যেভাবে রাহুল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অপরাজিত ১০৩ রানের ইনিংসটি খেলেছেন তা মুগ্ধ করেছে সানিকে। তিনি বলেন, যেভাবে ওই ইনিংসটিকে রাহুল এগিয়ে নিয়ে গিয়েছেন তা অনবদ্য। ক্রমাগত টেম্পো বাড়িয়ে গিয়েছেন। যেভাবে তিনি প্রথম গিয়ার থেকে দ্বিতীয় বা তৃতীয় গিয়ারে নিজের খেলাকে উন্নীত করেছেন এবং শেষের দিকে পঞ্চম গিয়ারে নিয়ে গিয়েছিলেন তা অসাধারণ।

কেপির বিশ্লেষণ

কেপির বিশ্লেষণ

লোকেশ রাহুলের প্রশংসা করেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনও। রাহুলের মতো ডায়নামিক প্লেয়ার আগামী কয়েক বছরেও সাফল্য পাবেন বলে নিশ্চিত কেপি। তিনি বলেন, সব সময়ই নতুন ফ্র্যাঞ্চাইজিতে প্রত্যাশার চাপ থাকে। সেখানে এক ফ্র্যাঞ্চাইজি থেকে অন্যত্র গিয়েও ধারাবাহিকভাবে রান করে যাওয়া মোটেই সহজ নয়। যখন বেশি অর্থ দিয়ে কাউকে কোনও দল কেনে তার সঙ্গে প্রত্যাশার চাপও বাড়ে। রাহুল সাফল্য পাচ্ছেন তার কারণ তাঁর ভালো টেকনিক, সঠিক মাইন্ডসেট এবং অবশ্যই নিজেকে শান্ত রাখতে পারার দক্ষতা। রাহুলের উপস্থিত বুদ্ধির প্রশংসা করে কেপি আরও বলেন, তাঁর বয়সের নিরিখে অনেক বেশি পরিণত রাহুল। যেভাবে কেএল রাহুল রান করছেন, তাঁর দল ভালো খেলছে, সেটা ধরে রাখাতেই ফোকাস করতে হবে। তিনি বড় রান পাচ্ছেন, সবমিলিয়ে যেটা তিনি করছেন তা নিঃসন্দেহে তাঁকে গর্বিত করবে।

English summary
IPL 2022: Gavaskar, Shastri And Pietersen Impressed With LSG Captain KL Rahul's Performance. Rahul Has Scored 265 Runs In The 7 Matches In The Ongoing IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X