For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: বিরাট কোহলি গাভাসকরের পরামর্শ মেনে কি রানে ফিরবেন? গুজরাত ম্যাচে টস জিতে ব্যাটিং আরসিবির

Google Oneindia Bengali News

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্য়াচে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচ জিতলে শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি প্লে অফ নিশ্চিত করে ফেলবে হার্দিক পাণ্ডিয়ার দল। ফাফ দু প্লেসির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর জিতলে পয়েন্ট তালিকায় এক ধাপ উঠে চলে আসবে চতুর্থ স্থানে। এবারের আইপিএলে প্রথমবার টস জিতে কোনও দল ব্যাটিং নিল। শততম ম্যাচে টস হারলেন হার্দিক পাণ্ডিয়া। টস জিতে ব্যাটিং নিল আরসিবি।

বিরাটকে সানির পরামর্শ

বিরাটকে সানির পরামর্শ

এই ম্যাচে নজর বিরাট কোহলির দিকেও। ভারত তথা আরসিবির প্রাক্তন অধিনায়ককে ফর্মে ফেরাতে এবার ব্যাট হাতে নিলেন সুনীল গাভাসকর। কোহলির ব্যর্থতা দেখে আগে তিনি বারবার বিরাটকে পরামর্শ দিয়েছিলেন সচিন তেন্ডুলকরের সঙ্গে কথা বলার জন্য। চলতি আইপিএলে বিরাট সচিন ও ব্রায়ান লারার সঙ্গে কথোপকথনে নিজের ব্যাটিং নিয়ে আলোচনা করেছেন সেটা স্পষ্ট নয়। তবে চেনা ছন্দে না থাকা কোহলির ব্যাটিংয়ে কিছু খামতি লক্ষ্য করেছেন সানি। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, আমার চেয়ে বিরাট দ্বিগুণেরও বেশি শতরানের মালিক। তবে আমি তাঁকে দুটি কথা বলতে পারি অন্তত ধারাভাষ্যের সময় তাঁর যেটুকু আমার নজরে এসেছে। বিরাট যখন ব্যাট নামাচ্ছেন তখন তা ব্যাটের মুখ থাকছে মিড অনের দিকে, এতে কানায় লেগে ক্যাচ যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেওয়ালের পাশে দাঁড়িয়ে ব্যাকলিফট অনুশীলন করার প্রয়োজন রয়েছে। ব্যাটটাকে সোজা নামাতে হবে, এতে বল ব্যাটের মাঝে লাগবে। দেওয়ালের পাশে এ কারণেই তাতে ব্য়াট সোজা না নামাতে পারলে তা দেওয়ালে আটকে যাবে। পাশাপাশি লম্বা বোলারদের সামলাতে বিরাটের দুই পায়ের মধ্যে ব্যবধান কয়েক ইঞ্চি কমাতে হবে। এমন স্টান্স নিলে ব্যাট করার সময় বিরাটের উচ্চতাও কিছুটা বাড়বে, তাতে বেশি ঝুঁকতে হবে না। ফলে সহজেই সামলানো যাবে দীর্ঘদেহী বোলারদের।

টস জিতে ব্যাটিং

চলতি আইপিএলে আজকের আগে একমাত্র গুজরাত টাইটান্সই টস জিতে ব্যাটিং নিয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। আজও দিনে ম্যাচ হওয়ায় টস জিতে ব্যাটিং নিলেন বলে জানিয়েছেন ফাফ দু প্লেসি। ব্যাটিং বিপর্যয় ও টানা হারের ধাক্কা সামলে আজকের ম্যাচে তাঁর দল ঘুরে দাঁড়াবে বলে আত্নবিশ্বাসী আরসিবি অধিনায়ক। একইসঙ্গে গরমও প্রথমে ব্যাটিংয়ের অন্যতম কারণ বলে জানিয়েছেন তিনি। দু-একটা খারাপ পারফরম্যান্সেই কোনও দল খারাপ হয়ে যায় না বলে মন্তব্য দু প্লেসির। হার্দিকও টস জিতলে ব্যাটিং নিতেন বলেই জানিয়েছেন। উইকেটের চরিত্র বিশেষ বদলাবে না বলেও মনে হচ্ছে তাঁর। ব্যাটিংয়ের খামতি মিটিয়েই তাঁর দল মাঠে নামছে বলে দাবি হার্দিকের।

বড় রানের সম্ভাবনা

ব্র্যাবোর্নের মাঠে গড় স্কোর ২০৩। আজকের ম্যাচে পিচে ঘাস নেই। দিনে খেলা বলে স্যুইংও ফ্যাক্টর হবে না। ব্যাটিং উইকেটে বড় রান উঠবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ম্য়াথু হেডেন। গুজরাত দলে দুটি পরিবর্তন। যশ দয়াল ও অভিনব মনোহরের জায়গায় প্রদীপ সাঙ্গওয়ান ও সাই সুদর্শন খেলছেন। প্রদীপ সাঙ্গওয়ান ২০১৮ সালের পর ফের আইপিএল খেলছেন। সেবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন তিনি। আরসিবি দলে সুযশ প্রভুদেশাইয়ের জায়গায় খেলছেন মহীপাল লোমরর। টসের পর প্রথমে সঞ্চালককে ফাফ দু প্লেসি বলেন দলে পরিবর্তন নেই। পরে ভুল শুধরে বলেন, একটি পরিবর্তন হয়েছে।

একনজরে একাদশ

রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরর, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ ও জশ হ্যাজলউড

গুজরাত টাইটান্স- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), সাই সুদর্শন, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, প্রদীপ সাঙ্গওয়ান, আলজারি জোসেফ, লকি ফার্গুসন, মহম্মদ শামি

English summary
Gavaskar's Batting Tips For Kohli RCB Have Won The Toss And Elected To Bat Against GT. Sunil Gavaskar Shares Special Batting Tips For Out Of Form Virat Kohli.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X