For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: গোয়েঙ্কার শহরে রাহুলদের ডু অর ডাই ম্যাচ! আরসিবি দ্বৈরথের আগে গম্ভীর যেন 'চক দে'-র শাহরুখ

Google Oneindia Bengali News

আইপিএলের এলিমিনেটরে আজ ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের সবচেয়ে দামি দলটির মালিকানা আবার আরপিএসজি গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কার, যিনি বাংলা তথা কলকাতার শিল্পপতি। লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর। যাঁর নেতৃত্বে দু-বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। স্বাভাবিকভাবেই আজ থাকছে কলকাতা কানেকশন।

প্রস্তুত লখনউ

প্লে অফে ওঠার পর প্রথম দল হিসেবে কলকাতায় পা রেখেছিল লখনউ সুপার জায়ান্টস। বৃষ্টির কারণে অনুশীলন কিছুটা ব্যাহত হয়। তবে আবহাওয়ার উন্নতি হতেই ইডেন এবং সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে মহারণের প্রস্তুতি নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। একটা সময় অবধি মনে হচ্ছিল লখনউ গুজরাতের সঙ্গে প্রথম কোয়ালিফায়ার খেলবে। কিন্তু শেষ অবধি রাজস্থান রয়্যালস তাদের টপকে দ্বিতীয় স্থান দখল করে।

মধুর প্রতিশোধের লক্ষ্যে

প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও যেমন একটা সুযোগ থাকে, এলিমিনেটেরের ক্ষেত্রে সেটা নেই। রাজস্থান রয়্যালসের কাছে ২৪ রানে হেরে গিয়েছিল লখনউ। ফলে লিগের শেষ ম্যাচে কেকেআরকে ২ রানে হারালেও নেট রান রেট সামান্য কম থাকায় এলিমিনেটর খেলতে হচ্ছে লখনউকে। ১৪ ম্যাচে রাজস্থান ও লখনউ দুই দলই ১৮ পয়েন্ট করে পায়। রাজস্থানের নেট রান রেট ছিল ০.২৯৮, লখনউয়ের ০.২৫১। রাজস্থান রয়্যালস প্রথম কোয়ালিফায়ারে হেরে গিয়েছে। আবার এবারের আইপিএলে একমাত্র সাক্ষাতে আরসিবির কাছে হেরে গিয়েছিল লখনউ। আজ যদি ইডেনে সেই পরাজয়ের মধুর প্রতিশোধ লোকেশ রাহুলের দল নিতে পারে তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ারে ফের তারা মুখোমুখি হবে রাজস্থানের। আজকের ম্যাচে যে হারবে সে ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।

উজ্জীবিত করলেন গম্ভীর

বিরাট কোহলি যেমন নিজে গোটা দলকে উজ্জীবিত করছেন, লখনউ সুপার জায়ান্টসের ক্ষেত্রে সেই ভূমিকায় দেখা গিয়েছে মেন্টর গৌতম গম্ভীরকে। কেকেআরের হয়ে খেলার ফলে ইডেনকে হাতের তালুর মতো চেনেন। সেই মতোই লখনউ পরিকল্পনা সাজাচ্ছে। ইডেনে নেট প্র্যাকটিসের পর গম্ভীরকে দেখা গিয়েছে টিম হাডলে পেপ টক দিতে। বৃষ্টির জন্য প্রস্তুতিতে ব্যাঘাত ঘটলেও তা খুব একটা চিন্তার কারণও নয় লখনউয়ের কাছে। গম্ভীর গোটা দলকে উজ্জীবিত করতে গিয়ে বলেন, এটা শুধু প্রতিভাবান ও দক্ষ ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দল নয়। এটা এমন দল যারা চাপকে আত্মস্থ করে নিতে পারে। আমরা সকলে একসঙ্গে থেকে ভালো ক্রিকেট খেলেছি। একই পথ ধরে সকলে এগিয়েছি। সেই রাস্তা থেকে আমাদের সরানো প্রতিপক্ষ দলের পক্ষে কঠিনই হবে। যে পথ ধরে দল এগিয়েছে, দাপটের সঙ্গে সেই পথ ধরে প্লে অফে এগিয়ে যাওয়ার কথাও দলের সকলকে বলেছেন গম্ভীর। যেভাবে গম্ভীর গোটা দলকে তাতালেন তা দেখে চক দে ইন্ডিয়া ছবিতে শাহরুখ খানের ভূমিকার সঙ্গে অনেকে মিল পাচ্ছেন।

হাড্ডাহাড্ডি লড়াই

হাড্ডাহাড্ডি লড়াই

লখনউ সুপার জায়ান্টসের ওপেনিং জুটি আগের ম্যাচে ভাঙতে পারেনি কেকেআর। ৭০ বলে অপরাজিত ১৪০ রানে ইনিংস খেলেন কুইন্টন ডি কক। লোকেশ রাহুল করেন ৫১ বলে অপরাজিত ৬৮। বল হাতে তিন উইকেট নিয়েছিলেন মহসীন খান। ইতিমধ্যেই যাঁর বোলিং প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে। ঝোড়ো ব্যাটিংয়ে ফারাক গড়ে দিতে পারেন দীপক হুডাও। সবমিলিয়ে বিনা যুদ্ধে যে এতটুকু জমি আরসিবিকে লখনউ ছাড়়বে না তা স্পষ্ট।

English summary
IPL 2022: Gautam Gambhir Has Pumped Up Lucknow Super Giants By His Chak De Style Pep Talk. Former KKR Captain Is Sharing All His Experience And He Is Confident That LSG Will Do Well In The Playoffs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X