For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: শ্রেয়স আইয়ারই নাইটদের বড় ভরসা, একনজরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ক্রীড়াসূচি

Google Oneindia Bengali News

পঞ্চদশ আইপিএল শুরু হচ্ছে ২৬ মার্চ মুম্বইয়ে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার-আপ কলকাতা নাইট রাইডার্স। মহেন্দ্র সিং ধোনির দলকে কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। নাইটদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একে একে মুম্বই পৌঁছে গিয়েছেন আন্দ্রে রাসেল, চামিকা করুণারত্নেরাও। অপেক্ষা চলছে শ্রেয়সের জন্য।

শ্রেয়সের অপেক্ষায়

শ্রেয়স আইয়ারের টিম হোটেলে পৌঁছানোর প্রতীক্ষায় প্রহর গুনছে নাইট শিবির। শ্রেয়স তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছে, বাস্কেটবল খেলার মুহূর্ত। ক্রিকেট মাঠে দুরন্ত ছন্দে থাকা শ্রেয়স আইপিএলের বায়ো বাবলে প্রবেশের আগে কয়েকটা দিন হাল্কা মেজাজে কাটাচ্ছেন। টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটে শ্রেয়স বিধ্বংসী ফর্মে থাকার প্রমাণ দিয়েছেন। কেকেআর চাইছে অধিনায়কের সেই ফর্ম অব্যাহত থাকুক আসন্ন আইপিএলে। শ্রীলঙ্কা তো টি ২০ সিরিজে শ্রেয়সকে আউটই করতে পারেনি, তিন ম্যাচে তাঁর রান ছিল যথাক্রমে অপরাজিত ৫৭, অপরাজিত ৭৪ ও অপরাজিত ৭৩। গোলাপি বলের টেস্টেও দুই ইনিংসে অর্ধশতরান করেছেন শ্রেয়স।

নাইটদের শক্তি

কেকেআরের এবারের অন্যতম শক্তি হতে চলেছে শ্রেয়স আইয়ারের নেতৃত্ব। ২০১৯ সালে শ্রেয়সের নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস আইপিএল প্লে অফে উঠেছিল। ২০২০ সালে তাঁর নেতৃত্বেই দিল্লি রানার-আপ হয়। গত বছর কেকেআরে থাকা ভেঙ্কটেশ আইয়ার, প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা এবারের দলেও রয়েছেন। চক্রবর্তী ও নারিন ভারতীয় পিচে প্রতিপক্ষদের বেকায়দায় ফেলার যথেষ্ট ক্ষমতা রাখেন।

কেকেআরের দুর্বলতা

নাইটদের দুর্বলতা প্রকট হতে পারে মিডল অর্ডারে। শ্রেয়স আইয়ার, নীতীশ রানা রয়েছেন। অজিঙ্ক রাহানের ফর্ম আহামরি নয়, তিনি যে সব ম্যাচে প্রথম একাদশে থাকবেন সেটাও নয়। অ্যালেক্স হেলসের জায়গায় অ্যারন ফিঞ্চকে নিয়েছে কেকেআর। তাঁর সঙ্গে কে ওপেন করবেন সেটা নিয়ে জল্পনা চলছে। রাহানেকেও ওপেনারের ভূমিকায় দেখা যেতেই পারে। মিডল অর্ডারে রিঙ্কু সিং, অভিজিৎ তোমর, প্রথম সিংরা কতটা ভরসা দিতে পারেন সেটা দেখা যাবে আইপিএলে। বোলিং বিভাগে টিম সাউদি, মহম্মদ নবিরা তাঁদের সেরা সময় পেরিয়ে এসেছেন। সবচেয়ে বড় সমস্যা হবে দলে ভারসাম্য রাখতে কেকেআর কোন চার বিদেশিকে খেলাবে? অনেক নামি তারকাকেই বাইরে থাকতে হতে পারে।

কাদের বিরুদ্ধে কবে ম্যাচ

কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ খেলবে ২৬ মার্চ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। এরপর তাদের ম্যাচ কাদের বিরুদ্ধে রয়েছে তা দেখা যাক- ৩০ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধ্যা সাড়ে ৭টা), ১ এপ্রিল পাঞ্জাব কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ৬ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ১০ এপ্রিল দিল্লি ক্যাপিটালস (বিকেল সাড়ে ৩টে), ১৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৮ এপ্রিল রাজস্থান রয়্যালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ২৩ এপ্রিল গুজরাত টাইটান্স (বিকেল সাড়ে ৩টে), ২৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ২ মে রাজস্থান রয়্যালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ৭ মে লখনউ সুপার জায়ান্টস (সন্ধ্যা সাড়ে ৭টা), ৯ মে মুম্বই ইন্ডিয়ান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৪ মে সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৮ মে লখনউ সুপার জায়ান্টস (সন্ধ্যা সাড়ে ৭টা)।

English summary
IPL 2022: Fixture, Strength And Weakness Of Shreyas Iyer-Led Kolkata Knight Riders. KKR Will Face Chennai Super Kings In The Opening Game Of The 15th IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X