For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: ময়াঙ্কের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী পাঞ্জাব কিংসের জার্সি উন্মোচিত, কবে কাদের বিরুদ্ধে লড়াই?

Google Oneindia Bengali News

আইপিএলে নতুন অধিনায়কের নেতৃত্বে নতুনভাবে অভিযান শুরু করতে চলেছে আত্মবিশ্বাসী পাঞ্জাব কিংস। ভারতের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলার পরই টিম হোটেলে যোগ দিয়েছিলেন ময়াঙ্ক আগরওয়াল। গতকাল তিনি অনুশীলনে নামতেই সতীর্থরা উষ্ণ অভ্যর্থনা জানালেন পাঞ্জাব কিংস অধিনায়ককে। এরই মধ্যে আজ প্রকাশ করা হলো পাঞ্জাব কিংসের টিম জার্সি।

নতুন দায়িত্বে

কর্নাটক দলের সতীর্থ লোকেশ রাহুলের অনুপস্থিতিতে পাঞ্জাব কিংসকে আগে নেতৃত্ব দিয়েছেন ওপেনার ময়াঙ্ক। তবে পাকাপাকিভাবে এবারই প্রথম আইপিএল দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন। রাহুল চলে গিয়েছেন লখনউ সুপার জায়ান্টসে। ১২ কোটি টাকার বিনিময়ে ময়াঙ্ককে আইপিএলের আগেই ধরে রেখেছিল পাঞ্জাব কিংস। সবকিছু ঠিকঠাক চললে শিখর ধাওয়ানই ওপেন করবেন ময়াঙ্কের সঙ্গে।

আত্মবিশ্বাসী ময়াঙ্ক

আইপিএলে পাঞ্জাব একবারও চ্যাম্পিয়ন হয়নি। প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেতে নিলাম থেকে বেশ ভালোই দল গড়েছে পাঞ্জাব কিংস। শিখর ধাওয়ান, কাগিসো রাবাডা, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খানদের দলে নিয়েছে পাঞ্জাব কিংস। যেভাবে দল গঠন করা হয়েছে তার ভারসাম্য সন্তুষ্ট করছে বিশেষজ্ঞদেরও। ময়াঙ্ক বলেন, ২০১৮ সাল থেকে এই দলে রয়েছি। এই দারুণ দলের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত। এবার নেতৃত্বদানের সুযোগ পেয়েও ভালো লাগছে। আমি কর্তব্যপালনে নিষ্ঠা দেখিয়েই চলব, তবে আশা করি আমাদের দলে যে সব প্রতিভা রয়েছেন, তাতে আমার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণ প্রতিভাবানরা রয়েছেন। প্রত্যেকে সুযোগের সদ্ব্যবহার করতে বদ্ধপরিকর। নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নিয়ে ট্রফি জয় নিশ্চিত সকলে নিজেদের উজাড় করে দেবেন বলেও জানিয়েছেন পাঞ্জাব কিংস অধিনায়ক।

তিন বছরের রেকর্ড

তিন বছরের রেকর্ড

বিগত তিনটি মরশুমে দারুণ ছন্দে ছিলেন ময়াঙ্ক। ২০১৯ সালে ১৩ ম্যাচে ৩৩২ (স্ট্রাইক রেট ১৪১.৮৮), ২০২০ সালে ১১ ম্যাচে ৪২৪ (স্ট্রাইক রেট ১৫৬.৪৫) এবং ২০২১ সালে ১২ ম্যাচে ৪৪১ (স্ট্রাইক রেট ১৪০.৪৪ এবং গড় ৪০.০৯) রান করেন ময়াঙ্ক। টি ২০ বিশ্বকাপের বছরে জাতীয় দলে জায়গা ধরে রাখতে ময়াঙ্ক নিশ্চিতভাবেই আইপিএলের মঞ্চটিকে ব্যবহার করতে মুখিয়ে থাকবেন।

পাঞ্জাব কিংসের ম্যাচ

আইপিএলে পাঞ্জাব কিংস কবে কার বিরুদ্ধে খেলবে একনজরে দেখে নেওয়া যাক: ২৭ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধ্যা সাড়ে ৭টা), ১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ৩ এপ্রিল চেন্নাই সুপার কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ৮ এপ্রিল গুজরাত টাইটান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৩ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৭ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ (বিকেল সাড়ে ৩টে), ২০ এপ্রিল দিল্লি ক্যাপিটালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ২৫ এপ্রিল চেন্নাই সুপার কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ২৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টস (সন্ধ্যা সাড়ে ৭টা), ৩ মে গুজরাত টাইটান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ৭ মে রাজস্থান রয়্যালস (বিকেল সাড়ে ৩টে), ১৩ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৬ মে দিল্লি ক্যাপিটালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ২২ মে সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধ্যা সাড়ে ৭টা)।

English summary
IPL 2022: Fixture Of Punjab Kings. Captain Mayank Agarwal Gets A Rousing Welcome As He Joins Team's Training Session.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X