For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: জাদেজা এলেও দুই ক্রিকেটারকে নিয়ে সংশয়ে চেন্নাই সুপার কিংস, ধোনিদের সূচি ফোকাসে

Google Oneindia Bengali News

আইপিএলের পঞ্চদশ সংস্করণ শুরু ২৬ মার্চ। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবার নামবে খেতাব দখলে রাখার লক্ষ্যে। কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েই গতবার আইপিএল চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস। এবার উদ্বোধনী ম্যাচও সিএসকে বনান কেকেআর। তবে দুই তারকাকে পাওয়া নিয়ে সংশয়ে চেন্নাই সুপার কিংস।

জাদেজা এলেও দুই ক্রিকেটারকে নিয়ে সংশয়ে চেন্নাই সুপার কিংস

অলরাউন্ডার দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড়়ের ফিটনেস রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। চাহারের হ্যামস্ট্রিং টিয়ার রয়েছে। এই চোট তাঁকে অন্তত ৮ সপ্তাহ মাঠের বাইরে রাখতে পারে। আর তেমনটা হলে বেশিরভাগ ম্যাচেই চাহারকে না পাওয়ার জোরালো সম্ভাবনা। ঋতুরাজ গায়কোয়াড়়ের কব্জির চোটও এখন কী পরিস্থিতিতে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। চেন্নাই সুপার কিংসও এখনও ঠিকভাবে বলতে পারছে না এই দুই ক্রিকেটারকে কবে থেকে পাওয়া যাবে।

এই পরিস্থিতিতে ইরফান পাঠান মনে করছেন, চাহারের অনুপস্থিতিতে ধোনির বড় বাজি হয়ে উঠতে পারেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রাজবর্ধন হাঙ্গরগেকর। তিনি যেমন পেস বোলিং করতে পারেন, তেমনই বড় শট খেলতেও পারদর্শী। তেমনটা দেখাও গিয়েছে সুরাটে চেন্নাই সুপার কিংসের শিবির চলাকালীন। ধোনির পরামর্শে নিজেকে সমৃদ্ধ করছেন রাজবর্ধন। সুরাটের স্টেডিয়ামে অবলীলায় ছক্কা হাঁকাতেও তাঁকে দেখা গিয়েছে। তিনি প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন কিনা সেদিকেই তাকিয়ে সকলে। ধোনি, রায়ুডু, উথাপ্পা এবং শিবম দুবের দিকেও নজর রাখতে বলেছেন পাঠান। এদিকে, কেকেআর ম্যাচে যদি গত আইপিএলের সর্বাধিক রান সংগ্রহকারী ঋতুরাজ গায়কোয়াড় না খেলতে পারেন নিঃসন্দেহে সেটা ধোনির দলের কাছে বড় ধাক্কা হবে।

রবীন্দ্র জাদেজা দারুণ ফর্মে রয়েছেন। প্রথম পছন্দ হিসেবে রিটেনশন লিস্টে তাঁকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ শেষ হতেই তিনি চেন্নাই সুপার কিংস দলের সঙ্গে যোগ দিয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক কবে সিএসকে কার বিরুদ্ধে খেলবে: ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ৩১ মার্চ লখনউ সুপার জায়ান্টস (সন্ধ্যা সাড়ে ৭টা). ৩ এপ্রিল পাঞ্জাব কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ৯ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ (বিকেল সাড়ে ৩টে), ১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৭ এপ্রিল গুজরাত টাইটান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ২১ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ২৫ এপ্রিল পাঞ্জাব কিংস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১ মে সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধ্যা সাড়ে ৭টা), ৪ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (সন্ধ্যা সাড়ে ৭টা), ৮ মে দিল্লি ক্যাপিটালস (সন্ধ্যা সাড়ে ৭টা), ১২ মে মুম্বই ইন্ডিয়ান্স (সন্ধ্যা সাড়ে ৭টা), ১৫ মে গুজরাত টাইটান্স (বিকেল সাড়ে ৩টে), রাজস্থান রয়্যালস (সন্ধ্যা সাড়ে ৭টা)।

English summary
IPL 2022 Fixture Of Chennai Super Kings. Ravindra Jadeja Joins MS Dhoni-Led Squad After The Conclusion Of Ind vs SL Test Series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X