For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: ইডেনে প্লে অফের টিকিটের ব্যাপক কালোবাজারি, গ্রেফতারির পরেও দর বাড়ছে টি ২০ মেজাজে!

Google Oneindia Bengali News

তিন বছর পর ইডেনে বসছে আইপিএলের আসর। তাও আবার যে সে ম্যাচ নয়। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ ক্রিকেটের নন্দনকাননে। চলতি আইপিএলের প্রথম চারটি দল খেলবে কাল ও বুধবার। বিরাট কোহলিদের আরসিবি আজই পা রেখেছে কলকাতায়। আরসিবি প্লে অফে ওঠায় বুধবারের ম্যাচের টিকিটেরই বিপুল চাহিদা।

দেদার কালোবাজারি

দেদার কালোবাজারি

ইডেনের ১০০ শতাংশ দর্শকাসনে ক্রিকেটপ্রেমীরা বসে খেলা দেখতে পারবেন। এই আবহে টিকিটের কালোবাজারিও তুঙ্গে। ময়দানের পরিচিত বটতলা টিকিটের কালোবাজারির জন্য বিখ্যাত হলেও এবার অন্য জায়গা বেছে নিয়েছে কালোবাজারি চক্রের সঙ্গে যুক্তরা। শহিদ মিনার থেকে ইডেনের দিকে যাওয়ার সময় দেখা গেল সেখান থেকেই শুরু কালোবাজারি। চলছে মহমেডান ক্লাবের সামনে, রেড রোডে, কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের কাছেও। কমপ্লিমেন্টারি টিকিট, অর্থাৎ যে টিকিটে দাম লেখা নেই, সেই টিকিটের দর উঠছে ১৫০০, ১৮০০ এমনকী ২ হাজার টাকা পর্যন্ত। আরসিবির ম্যাচের টিকিটের দর উঠছে আরও বেশি। মজার কথা হলো, সবাই সব দেখছেন। তবে অভিযোগ, পুলিশকর্মীরা সব জেনেও কোনও পদক্ষেপ করছেন না। করছেন। সোশ্যাল মিডিয়ায় তা কলকাতা পুলিশ জানাচ্ছেও। তারপরও চলছে কালোবাজারি।

গ্রেফতারিতেও হুঁশ নেই

আজ সন্ধ্যা নাগাদ গতকালের একটি তথ্য জানিয়েছে কলকাতা পুলিশ। লেখা হয়েছে, "সোর্স মারফত খবর ছিল আগে থেকেই। সেইমতো গতকাল সন্ধ্যা ৬টা নাগাদ ময়দান থানা এলাকায় আমাদের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখার অফিসাররা তল্লাশি চালিয়ে হদিশ পান একটি চক্রের যারা ইডেন গার্ডেনসে অয়োজিত আইপিএল ম্যাচের টিকিটের কালোবাজারি চালাচ্ছিল। মোট পঞ্চাশটি টিকিট বাজেয়াপ্ত করা হয়, গ্রেফতার করা হয় চক্রের পাঁচজন সদস্যকে - যথাক্রমে ডায়মন্ড হারবার ও নদিয়ার বাসিন্দা সৌম্যদীপ মন্ডল এবং দীপঙ্কর দাস, টালিগঞ্জের বাসিন্দা স্বাগত চাঁদ, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা অয়ন মাইতি এবং শান্তিপুরের বাসিন্দা রাহুল বিশ্বাস। উদ্ধার হওয়া টিকিটগুলি চড়া দামে বিক্রি করছিল এই চক্র। ধৃতরা আপাতত পুলিশি হেফাজতে।" ধৃতদের ছবিও দেওয়া হয়েছে। কিন্তু তারপরও কীভাবে কালোবাজারি চলছে, যারা করছে তারা কোন কারণে নির্ভীক হয়ে উঠল তার সদুত্তর মেলেনি।

গুজরাতের বাংলা-প্রেম

টিকিটের জন্য সিএবিতেও হাজির অনেক প্রত্যাশীরা। ব্যস্ততার মধ্যেই আবেদন-নিবেদন সামলাতে হচ্ছে সিএবি কর্তাদের। এরই মধ্যে কলকাতায় এসে পৌঁছানোর পর আজই প্রথম অনুশীলন করল আইপিএলের দলগুলি। গুজরাত টাইটান্স ও রাজস্থান রয়্যালস আজ সন্ধ্যায় ইডেনের দুই দিকে অনুশীলন করেছে। অনুশীলনে যাওয়ার আগে গুজরাত টাইটান্স সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখেছে, প্র্যাকটিসে চলো রে। ইডেনের যাবতীয় ব্যবস্থাপনা ঘুরে দেখে গিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

এসে গেলেন কোহলিরা

এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হতে আজ বিকেলে শহরে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলিরা। কাল আরসিবি অনুশীলন করবে। বিরাটদের প্লে অফ নিশ্চিত হতেই প্রথম কোয়ালিফায়ারের চেয়ে এলিমিনেটরের টিকিটের চাহিদা বেড়েছে কয়েক গুণ।

English summary
IPL 2022: Five Members Of An IPL Ticket Black Marketing Racket Were Arrested By Kolkata Police. A Total Of 50 Tickets For IPL Matches Being Held At Eden Gardens Were Recovered From Them.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X