For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: মুখোমুখি সাক্ষাতে কোথায় দাঁড়িয়ে রাজস্থান-গুজরাত, পরিসংখ্যানের বিচারে ফাইনালে ফেভারিট কোন দল

IPL 2022: মুখোমুখি সাক্ষাৎকারে কোথায় দাঁড়িতে রাজস্থান-গুজরাত, পরিসংখ্যানের বিচারে ফাইনালে ফেভারিট কোন দল

Google Oneindia Bengali News

আইপিএল ২০২২-এর ফাইনালে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং গুজরাত টাইটানস। টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই হয়তো ভাবেননি এই দুই দল শেষ পর্যন্ত খেতাবি লড়াইয়ে টিকে থাকবে। তবে, যে ভাবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাত টাইটানস এবং সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস ফাইনাল ম্যাচে জায়গা করে নিয়েছে তাতে দুই শিবিরের শক্তির প্রকাশ পায়। এই দুই দল একে অপরের বিরুদ্ধে দু'বার মুখোমুখি হয়েছে এবং দু'টিতেই জয় পেয়েছে গুজরাত টাইটানস।

প্রথম সাক্ষাৎ:

প্রথম সাক্ষাৎ:

আইপিএল-এ এবারই প্রথম আত্মপ্রকাশ হয়েছে গুজরাত টাইটানসের। প্রথম মরসুমেই তাক লাগানো পারফরম্যান্স উপহার দিয়েছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন আইপিএল-এর এই নতুন দল। তবে পারফরম্যান্সের বিচারে বড় বড় দলকে মাত দিয়েছে গুজরাত। প্রথম বার এই দুই দল মুখোমুখি হয়েছে লিগের ম্যাচে। ওই ম্যাচে ৩৭ রানে পরাজিত করেছিল গুজরাত টাইটানস। হার্দিক পান্ডিয়া অপরাজিত ৮৭ রানের ইনিংস খেলে এই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছিলেন। বল হাতে একটি উইকেটও পেয়েছিলেন গুজরাতের অধিনায়ক হার্দিক। যশ দয়াল এবং লকি ফার্গুসন তিনটি করে উইকেট পেয়েছিলেন এই ম্যাচে।

দ্বিতীয় সাক্ষাৎ:

দ্বিতীয় সাক্ষাৎ:


দ্বিতীয় বার এই দুই দল মুখোমুখি হয়েছিল প্রথম কোয়ালিফায়ারে। ওই ম্যাচে ইডেন গার্ডেন্সে ৭ উইকেটে রাজস্থান রয়্যালসকে পরাজিত করে গুজরাত টাইটানস। প্রথমে ব্যাটিং করে রাজস্থান রয়্যালস তোলে ১৮৮/৬। জবাবে ১৯.৩ ওভারে ১৯১/৩ রান তুলে ফাইনালে জায়গা করে নেয় আইপিএল-এর নবতম সংযোজিত দুই দলের মধ্যে অন্যতম গুজরাত।

ফাইনাল ম্যাচে ফেভারিট:

ফাইনাল ম্যাচে ফেভারিট:

ভবিষ্যৎবাণী কখনওই পুরোপুরি মিলিয়ে দেওয়া যায় না এবং এণন বহু ম্যাচ রয়েছে, যার ভবিষ্যৎবাণী করা সম্ভবও নয়। কিন্তু কৌতুহলি মন জানতে চায় কে জিততে পারে, কী বলছে পরিসংখ্যান। শুধু পরিসংখ্যান এবং সামপ্রতিক পারফরম্যান্সের উপর নির্ভর করলে বিশ্লেষণ করলে খেতাব জয়ের ক্ষেত্রে ফেভারিট আইপিএল-এ সদ্যজাত গুজরাত টাইটানস। এই দুই দলের বিগত সাক্ষাতের পরিসংখ্যানেও এগিয়ে হার্দিকের দল। তবে, রাজস্থানকে এই ম্যাচে সব রকম প্রতিকূলতার মধ্যেও লড়াইয়ে রাখবে এক এবং অদ্বিতীয় জস বাটলরারের বিধ্বংসী ফর্ম। কমলা টুপি দখলে করে নেওয়া বাটলারেরর ব্যাট প্রত্যাশা মতো কথা বললে খালি হাতে ফিরতে হতেই পারে গুজরাতকে। শেষ ম্যাচেই অপরাজিত শতরান পান জস। তবে, মনে রাখতে হবে ফাইনাল ম্যাচ সম্পূর্ণ আলাদা, এখানে লড়াই হবে খেতাব জয়ের জন্য। ফলে এই ম্যাচে কেউই এগিয়ে নয়, কেউই পিছিয়ে নয়। যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচের ভাগ্য বদলে যেতে পারে।

আইপিএল ফাইনালের সময়সূচি:

আইপিএল ফাইনালের সময়সূচি:

আইপিএল-এর সাধারণ সময়সূচি সাড়ে ৭'টায় এই ম্যাচ শুরু হবে না। রাত ৮'টায় শুরু হবে এই ম্যাচ এবং তার আধা ঘণ্টা আগে হবে টস।

English summary
IPL 2022 Final, GUJ vs RR: Rajasthan Royals Head-to-Head Record against Gujrat Titans. GUJ vs RR Match Prediction: Who Will Win IPL Final Match Between Rajasthan Royals vs Gujrat Titans.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X