For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: ফাফ-বিরাট জুটির সঙ্গে কার্তিকের বিধ্বংসী ব্যাটিংয়ে পাঞ্জাবের বিরুদ্ধে আরসিবি রানের পাহাড়ে

Google Oneindia Bengali News

ফাফ দু প্লেসি গতকাল নিজের ইনস্টাগ্রামে বিরাট কোহলির সঙ্গে নিজের ছবি পোস্ট করে লিখেছিলেন, ১০ বছরের বেশি আমরা আলাদা দলে ছিলাম, একে অপরের বিরুদ্ধে খেলেছি। এখন একই দলে থাকতে পেরে ভালো লাগছে। গ্রেট ক্রিকেটারের সঙ্গে পিচে যত বেশি পারি সময় কাটাতে মুখিয়ে রয়েছি। সেই ইচ্ছাপূরণই আজ হলো প্রত্যয়ী আরসিবি অধিনায়কের। বর্তমান ও প্রাক্তন অধিনায়ক চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই গড়লেন শতরানের পার্টনারশিপ। সেই সঙ্গে দীনেশ কার্তিকের বিস্ফোরক ব্যাটিংয়ে পাঞ্জাব কিংসের সামনে জয়ের জন্য ২০৬ রানের লক্ষ্যমাত্রা রাখল আরসিবি।

 পাঞ্জাবের বিরুদ্ধে আরসিবি রানের পাহাড়ে

গত বছর আইপিএলে অল্পের জন্য অরেঞ্জ ক্যাপ পাননি দু প্লেসি। ১৬ ম্যাচে ৬৩৩ রান করেছিলেন, সর্বাধিক অপরাজিত ৯৫। ৬টি অর্ধশতরান করেছিলেন। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে গত মাসের ১২ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে দু প্লেসি খেলেছিলেন ৫৪ বলে ১০১ রানের ইনিংস। তার আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে খেলেছিলেন ৫৫ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস। দুরন্ত ফর্ম ধরে রেখে এদিনও যেভাবে খেলছিলেন তাতে শতরান আসতেই পারতো। যদিও দলের স্বার্থে আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে অর্শদীপ সিংয়ের বলে শাহরুখ খানের অনবদ্য ক্যাচ আরসিবি অধিনায়ককে সাজঘরে ফেরাল। দু প্লেসি তিনটি চার ও সাতটি ছয়ের সাহায্যে করলেন ৫৭ বলে ৮৮। অর্ধশতরান পূর্ণ করেছিলেন ৪১ বলে।

 পাঞ্জাবের বিরুদ্ধে আরসিবি রানের পাহাড়ে

টস হেরে ব্যাট করতে নেমে এদিন শুরুটা ভালোই হয় আরসিবির। সপ্তম ওভারের শেষ বলে ৫০ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন অনুজ রাওয়াত। ২টি চার ও স্টেপ আউট করে একটি ছক্কার সাহায্যে তিনি করেন ২০ বলে ২১, তাঁর ব্যাটিংয়েও আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। এরপর বিরাট ও দু প্লেসির জুটিতে ওঠে ঝোড়ো ১১৮ রান। বিরাট-দু প্লেসির জুটিতে শতরান পূর্ণ হয় মাত্র ৫১ বলে। এদিন তিন হাজার আইপিএল রানের মাইলস্টোনও পেরিয়ে যান দু প্লেসি।

 পাঞ্জাবের বিরুদ্ধে আরসিবি রানের পাহাড়ে

১০ ওভারে আরসিবির স্কোর ছিল ১ উইকেটে ৭০। সেখান থেকে রানের পাহাড় গড়লেন বিরাট, দু প্লেসি ও দীনেশ কার্তিক। শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করলেন প্রাক্তন নাইট অধিনায়ক ডিকে। আরসিবি ২০ ওভারে তুলল ২ উইকেটে ২০৫ রান। নিজের ২০০তম আইপিএল ইনিংসে ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪১ রানে অপরাজিত রইলেন বিরাট।

কার্তিক তিনটি করে চার ও ছয় মেরে ১৪ বলে ৩২ রানে অপরাজিত রইলেন। রাহুল চাহার ৪ ওভারে ২২ রান দিয়ে ১টি এবং অর্শদীপ সিং ৪ ওভারে ৩১ রানের বিনিময়ে ১টি উইকেট পান। হরপ্রীত ব্রার তিন ওভারে ৩৮, ওডিয়ান স্মিথ ৪ ওভারে ৫২, লিয়াম লিভিংস্টোন ১ ওভারে ১৪, সন্দীপ শর্মা ৪ ওভারে ৩৭ রান দিয়ে কোনও উইকেট পাননি। ১৫ ওভারের শেষে আরসিবির স্কোর ছিল ১ উইকেটে ১৪২। ডেথ ওভারের বোলিংই লড়াই থেকে কার্যত ছিটকে দিল পাঞ্জাবকে।

English summary
IPL 2022: RCB Captain Faf du Plessis Hits Blazing Fifty As RCB Set The Target Of 206 Runs For Punjab Kings. Virat Has Scored 41 Not Out In His 200th IPL Innings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X