For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আরসিবির সামনে এলিমিনেটরে লখনউ, ইডেনে ঝড় তোলার ইঙ্গিত বিরাটের ব্যাটে

Google Oneindia Bengali News

আইপিএলের এলিমিনেটরে কাল ইডেনে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দিল্লি ক্যাপিটালস মুম্বই ইন্ডিয়ান্সের কাছে পরাস্ত হতেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পৌঁছে গিয়েছে শেষ চারে। লখনউ ছিল তৃতীয় স্থানে। কালকের ম্যাচে যারা হারবে তাদের এবারের আইপিএল অভিযান শেষ। জয়ী দল ২৭ মে আমেদাবাদে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

মহারণের মহড়া

কলকাতায় আসার পর আজ সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে অনুশীলন করেছে লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলের ক্রিকেটাররা অনুশীলনের ফাঁকে একে অপরের সঙ্গে মিলিতও হন। বিরাট কোহলিকে দেখা যায় লোকেশ রাহুলের সঙ্গে কথা বলতে। প্লে অফে যে তিনটি দল উঠেছে তাদের বিরুদ্ধে জয় পায়নি লোকেশ রাহুলের লখনউ। আরসিবির কাছেও হাই স্কোরিং ম্যাচে পরাস্ত হয়েছিলেন রাহুলরা। তবে লিগ পর্বের শেষ ম্য়াচগুলিতে আরসিবি ও সুপার জায়ান্টস দুই দলই জয় পেয়েছিল।

প্রথম সাক্ষাতে

প্রথম সাক্ষাতে

গত ১৯ এপ্রিল চলতি আইপিএলের ৩১তম ম্যাচে নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৮ রানে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছিল। টস জিতে ফিল্ডিং নিয়েছিল লখনউ। বিরাট কোহলি তিনে ব্যাট করতে নেমে গোল্ডেন ডাক নিয়ে ফিরেছিলেন। সেবার বিরাটকে সাজঘরে ফেরান দুষ্মন্ত চামিরা। ফাফ দু প্লেসির ৬৪ বলে অধিনায়কোচিত ৯৬ রানের দৌলতে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে আরসিবি। ২২ বলে মূল্যবান ২৬ রানের ইনিংস খেলেন বাংলার শাহবাজ আহমেদ। চামিরা ও জেসন হোল্ডার ২টি করে উইকেট নেন। জবাবে ৮ উইকেটে ১৬৩ রানের বেশি এগোতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। ক্রুণাল পাণ্ডিয়া ২৮ বলে ৪২ ও অধিনায়ক লোকেশ রাহুল করেছিলেন ২৪ বলে ৩০ রান। জশ হ্যাজলউড ২৫ রানে চারটি, হর্ষল প্যাটেল ৪৭ রান দিয়ে ২টি উইকেট নেন। মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল একটি করে উইকেট নেন। ফাফ দু প্লেসি হন ম্যাচের সেরা।

তেতে গিয়েছে আরসিবি

দিল্লি-মুম্বই ম্যাচে রোহিত শর্মাদের জয়ের জন্য প্রার্থনা করে গোটা দল একসঙ্গে টিভিতে চোখ রেখেছিল। দিল্লি হেরে যেতেই উচ্ছ্বাসে মাতে টিম আরসিবি। প্রথমবার খেতাব জেতার লক্ষ্যে প্রত্যয়ী বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু প্লেসিরা। বিরাট কোহলি নিজে বাড়তি উদ্যোগ নিয়ে গোটা দলকে তাতাচ্ছেন। সর্বোপরি বিরাট নিজেও ফর্মে ফিরে দলকে জিতিয়ে ম্যাচের সেরা হয়েছেন। এবার গন্তব্য সেই ইডেনে, যেখানেই ২০১৯ সালে তাঁর ব্যাট থেকে শেষবার এসেছিল শতরান। বিরাট কোহলির জন্যই ইডেনে এলিমিনেটর নিয়ে টিকিটের হাহাকার। বিরাট নিজেও আজ যে মেজাজে নেটে আগ্রাসী ব্যাটিং করেছেন তাতে ঝড়ের প্রহর গোনা যেতেই পারে।

জোর লড়াই দেবে লখনউ

লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং নির্ভরশীল লোকেশ রাহুল, কুইন্টন ডি ককদের উপর। রাহুল ৫৩৭, ডি কক ৫০২ ও দীপক হুডা ৪০৬ রান করেছেন। ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখেন আয়ুশ বাদোনিও। সর্বোপরি লখনউয়ের বোলাররা মোট ৯৬টি উইকেট নিয়েছেন, গড় ২৩.৮ ও ১৭.১ স্ট্রাইক রেটে। ফলে আরসিবির তারকাখচিত ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে। বিশেষ করে ইডেনের ফ্রেশ পিচ পেসারদের সহায়তা প্রদান করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্ভাব্য একাদশ

ক্রুণাল পাণ্ডিয়া চোটের কারণে খেলতে পারেননি লখনউয়ের শেষ ম্যাচে। চোট গুরুতর না হলে তিনি আরসিবির বিরুদ্ধে নামবেন। অন্যদিকে, আরসিবির হর্ষল প্যাটেলের হাত ফেটে গিয়েছিল ফিল্ডিং করার সময়। সেলাই পড়ে। তিনি অবশ্য আশাপ্রকাশ করেছিলেন প্লে অফে খেলতে পারবেন। হর্ষল একান্তই না পারলে ইডেনে নামিয়ে দেওয়া হতে পারে আকাশ দীপকে। সেক্ষেত্রে আরসিবির হয়ে বাংলার শাহবাজ ও আকাশ দীপ ইডেনে নিজেদের উজাড় করে দিতে পারেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ- ফাফ দু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল বা আকাশ দীপ, জশ হ্যাজলউড, মহম্মদ সিরাজ।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), লোকেশ রাহুল (অধিনায়ক), দীপক হুডা, ক্রুণাল পাণ্ডিয়া, আয়ুষ বাদোনি, মার্কাস স্টইনিস, জেসন হোল্ডার, আবেশ খান, দুষ্মন্ত চামিরা, মহসীন খান, রবি বিষ্ণোই।

English summary
IPL 2022 Eliminator: Royal Challengers Bangalore vs Lucknow Super Giants Preview With Stats And Predicted XI. In Their Only Meeting, RCB Defeated LSG.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X