For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: ধোনি-কার্স্টেন কীভাবে ফেরালেন এগারোর বিশ্বজয়ের স্মৃতি? MSD-র ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিত গাভাসকরের

Google Oneindia Bengali News

চলতি আইপিএলে দুবারই গুজরাত টাইটান্সের কাছে হারল চেন্নাই সুপার কিংস। প্রথম সাক্ষাতে হার্দিক পাণ্ডিয়ার দল রবীন্দ্র জাদেজার নেতৃত্বাধীন সুপার কিংসকে হারিয়েছিল ১ বল বাকি থাকতে ৩ উইকেটে। গতকাল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই গুজরাতের কাছে পরাস্ত হলো ৭ উইকেটে, ৫ বল বাকি থাকতে। আর এরপরই স্টেডিয়াম ছাড়ার সময় ফিরল ২০১১ সালের বিশ্বকাপ জয়ের স্মৃতি।

এক ফ্রেমে ধোনি-কার্স্টেন

২০১১ সালে ভারত ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জিতেছিল। মহেন্দ্র সিং ধোনি ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ছক্কা হাঁকিয়ে নিশ্চিত করেন বিশ্বজয়। সেই দলেরই কোচ ছিলেন গ্যারি কার্স্টেন। সে বছরের বিশ্বকাপ দলে থাকা আশিস নেহরা এখন গুজরাত টাইটান্সের কোচ। মেন্টরের ভূমিকায় রয়েছেন কার্স্টেন। এ বছরের আইপিএলের আগে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দিয়েছিলেন ধোনি। কিন্তু দলের ব্যর্থতায় জাদেজা ক্যাপ্টেন্সি ছাড়লে ফের দলকে নেতৃত্ব দিচ্ছেন ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক।

ওয়াংখেড়েতে ফিরল বিশ্বজয়ের স্মৃতি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চেন্নাই সুপার কিংসের পোস্ট করা ভিডিও। যাতে একই ফ্রেমে দেখা গিয়েছে ধোনি ও কার্স্টেনকে। সেখানে ছিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া এবং আশিস নেহরাও। স্বাভাবিকভাবেই ভারতের বিশ্বকাপজয়ী দলের কোচ ও অধিনায়ককে দীর্ঘদিন বাদে একসঙ্গে দেখতে পেয়ে আপ্লুত ক্রিকেটপ্রেমীরা। বিশ্বজয়ী দলের কোচ ও অধিনায়কের রিইউনিয়নের এই ভিডিও ইতিমধ্যে ভাইরালও হয়েছে। বিষয়টি অন্য মাত্রা পেয়েছে গুজরাত ও চেন্নাইয়ের দ্বৈরথ গতকাল ছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামেই। যেখানেই ভারত ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল ধোনির ক্যাপ্টেন্সি ও কার্স্টেনের কোচিংয়ে।

ধোনিকে নিয়ে জল্পনা

গতকাল ব্যাট হাতে সফল হননি ধোনি। মহম্মদ শামির বলে আউট হন ১০ বলে সাত রান করে। কোনও চার বা ছয় মারতে পারেননি। উইকেটের পিছনেও এই ম্যাচে কোনও শিকার নেই। চলতি আইপিএলে গতবারের চ্যাম্পিয়ন সিএসকে শেষ ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই ধোনিকে নিয়ে জল্পনা চলছেই। কিছুদিন আগে ধোনি বলেছিলেন, নিশ্চিতভাবেই আগামী বছর তাঁকে হলুদ জার্সিতে দেখা যাবে। তবে এই জার্সি না অন্য হলুদ জার্সি তা আলাদা বিষয় বলেই রহস্য জিইয়ে রাখেন মাহি। সুনীল গাভাসকর নিশ্চিত, ধোনি আগামী বছরেও চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতেই থাকবেন। ক্রিকেটার হিসেবে না থাকলে মেন্টর হিসেবে নিশ্চিতভাবেই।

সিএসকেতেই থাকবেন ধোনি, নিশ্চিত সানি

সিএসকেতেই থাকবেন ধোনি, নিশ্চিত সানি

৭ জুলাই ৪১ বছর পূর্ণ হচ্ছে ধোনির। স্টার স্পোর্টসে গাভাসকর বলেন, ধোনি বোঝাতে চেয়েছেন তাঁকে হলুদ জার্সিতেই দেখা যাবে। তবে সেটা প্লেয়ার ইউনিফর্ম না অন্য কোনও হলুদ জার্সি কিনা সেটা দেখতে হবে। তবে আমি মনে করি, মেন্টর হিসেবেও ধোনি থাকবেন। চেন্নাই সুপার কিংস ছেড়ে যাওয়ার ভাবনা থাকলে তিনি অধিনায়কত্ব ফের নিতে রাজি হতেন না। অনেক সময় ব্যর্থতা থেকেই সাফল্যের চেয়ে বেশি কিছু শেখা যায়। জাদেজার দুর্ভাগ্যজনক চোট পাওয়ার আগে তিনি ক্যাপ্টেন্সি নেন, আগ্রহ না থাকলে তিনি জাদেজাকে অভিজ্ঞতা বাড়াতে আরও কিছু ম্যাচ দিয়ে দিতেন। ফলে আমি নিশ্চিত, ধোনি হলুদ জার্সিতেই সামনের মরশুমেও থাকবেন। সে ব্যাপারে কোনও সংশয় নেই। উল্লেখ্য, ধোনির উত্তরসূরী হিসেবে ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাপ্টেন্সি ছাড়ার সওয়াল করেছেন বীরেন্দ্র শেহওয়াগ। আবার ধোনি বলেছেন, তিনি ক্রিকেট ছাড়ার আগে চেন্নাইয়ের মানুষ তাঁর খেলা মাঠে বসে দেখতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর চেন্নাইয়ে হোম ম্যাচ খেলবে সিএসকে।

English summary
IPL 2022: Dhoni's Meeting With Kirsten And Nehra Reminded Fans Of 2011 World Cup Win. Sunil Gavaskar Says If Dhoni Wasn't Keen On Continuing, He Wouldn't Have Taken CSK Captaincy Back.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X