IPL 2022: ধোনিকে নিয়ে ট্রেন্ডিং 'ডেফিনিটলি নট'! সিএসকের হয়ে এবারই শেষ ম্যাচ না খেলার কোন ইঙ্গিতগুলি স্পষ্ট?
আইপিএলে আজই অভিযান শেষ করবে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এরই মধ্যে বিগত কয়েক বছরের মতো জল্পনা তুঙ্গে, আজই মহেন্দ্র সিং ধোনিকে শেষবার আইপিএল খেলতে দেখা যাবে কিনা! সমর্থকরা মনে প্রাণে চাইছেন, আগামী বছরও খেলুন ধোনি। কিন্তু কী করবেন সিএসকে অধিনায়ক? তবে ধোনির মনে কী চলছে তার আগাম আভাস ধাপে ধাপে অবসরের সময়ও পাওয়া যায়নি। তেমনটা হবে কি আইপিএলের ক্ষেত্রেও?

চেন্নাইয়ের মুখ ধোনিই
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস আইপিএল খেতাব জিতেছে চারবার। তবে খেতাব দখলে রাখার স্বপ্ন এবার চূর্ণ হয়েছে। প্রথমদিকে রবীন্দ্র জাদেজার নেতৃত্বে একের পর এক ব্যর্থতাতেই খাদের কিনারায় চলে গিয়েছিল দল। মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বের ভার নিয়ে দলকে জেতালেও শেষ চারে ওঠা যায়নি। তবে তারই মধ্যে ধোনিকে চেনা ছন্দে পাওয়া গিয়েছে ব্যাট হাতে। দলের জয়ে অবদানও রেখেছেন।

মাহি আছেন আগের মতোই
লক্ষ লক্ষ সিএসকে ও ধোনি-ভক্তদের মতোই প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর মনে করেন, এটাই ক্রিকেটার ধোনির শেষ আইপিএল নয়। কেন না মাঠে এখনও ধোনির মধ্যে সাফল্যের খিদে, তাগিদ একইরকমভাবে বর্তমান। স্টার স্পোর্টসের ক্রিকেট লাইভ অনুষ্ঠানে গাভাসকর বলেন, ধোনি কীভাবে এবারের মরশুমটা খেলেছেন সেটা সকলে ভাবুন। তাঁর মধ্যে একই রকমের উদ্যম রয়েছে। যখন কেউ নিজের ভবিষ্যৎ সম্পর্কে সংশয়ী থাকেন, তখন মাঠে তাগিদ কম পরিলক্ষিত হয়। তবে ধোনি যেভাবে দ্রুত দৌড়ে উইকেটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছেন, এই রানিং বিট্যুইন দ্য উইকেটসের ধরন দেখেই বোঝা যাচ্ছে, তাঁর মধ্যে খিদে, তাগিদ এতটুকু কমেনি।

আজ শেষ ম্যাচ হলে
গাভাসকর আরও বলেন, ধোনি এখনও দারুণ ফিট। দারুণ ক্ষিপ্রতার সঙ্গে এক বা দুই রান নিচ্ছেন। এতেই স্পষ্ট, ডেফিনিটলি নট! উল্লেখ্য, এর আগে ধোনির অবসর ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, ডেফিনিটলি নট! সেই কথা যেমন গাভাসকর উল্লেখ করলেন, তেমনই তা টুইটারে ট্রেন্ডিংও হয়েছে। তবে ধোনি যদি সত্যিই শেষ ম্যাচ আজ খেলেন তাহলে গাভাসকরের একটি বিশেষ চাহিদা রয়েছে। গাভাসকর বলেন, ধোনি বলেছেন সিএসকের হলুদ জার্সিতে তাঁকে দেখা যাবে আগামী বছর। তবে ক্রিকেটার না সাপোর্ট স্টাফ, কোন ভূমিকায় তা এখনও জানাননি। যদি সিএসকের হয়ে আজ ধোনি শেষ ম্যাচ খেলেন তবে চাইব, ব্যাটিং অর্ডারে নিজেকে তুলে এনে স্মরণীয় একটি ইনিংস খেলুন। অনেকটা ২০১১ সালের ২ এপ্রিল যেভাবে ছক্কা হাঁকিয়ে ভারতকে তিনি বিশ্বকাপ জিতিয়েছিলেন।

আগামী বছরের প্রত্যাশা
কয়েক মাস আগে ধোনি বলেছেন, চেন্নাইয়ের মানুষ তাঁর খেলা শেষবার মাঠে বসে দেখার সুযোগ পাবেন। অবশ্য এ কথা ধোনি যখন বলেছিলেন, তখনও ঠিক হয়নি যে চেন্নাইয়ে এবার আইপিএলের ম্যাচ হবে না। যদিও আগামী বছর হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আইপিএল হবে, ফলে চেন্নাইয়ে সুপার কিংস হোম ম্যাচ খেলার সুযোগ পাবে। কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেন, ধোনি যদি এবারই শেষবার আইপিএল খেলার বিষয়ে মনস্থির করতেন, তাহলে রবীন্দ্র জাদেজা নেতৃত্ব ছাড়ার পর ফের তিনি তা গ্রহণ করতেন। ধোনি এখনও যথেষ্ট ফিট। এবারও সব ম্যাচ খেলেছেন। আগামী বছর যদি সব ম্যাচ নাও খেলেন কয়েকটা নিশ্চিতভাবেই খেলবেন। চেন্নাইয়ের স্টেডিয়ামে ধোনি শেষবার খেলার প্রতিশ্রুতি রক্ষা করবেন।
Coming together as a pride for the last day of practice! Watch the wholesome vibe of the camp filled with pawsitivity! 📹➡️#RRvCSK #Yellove #WhistlePodu 🦁💛 pic.twitter.com/jdNGwMN3hW
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2022
Sulthana! 🔥 Mahi Bhai en guard!#Yellove #WhistlePodu 🦁💛 pic.twitter.com/0obk7gJPDc
— Chennai Super Kings (@ChennaiIPL) May 20, 2022
" Definitely Not " Trending 💛🔥@MSDhoni #IPL2022 #WhistlePodu pic.twitter.com/k5kdEuz8Ih
— DHONI Trends™ 🦁 (@TrendsDhoni) May 20, 2022