For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: রাজস্থান বনাম দিল্লি ম্যাচও পুনের পরিবর্তে মুম্বইয়ে, আইপিএলে পারস্পরিক দ্বৈরথে এগিয়ে কারা?

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের ৩৪তম ম্যাচে কাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচটিও পুনের এমসিএ স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লি শিবিরে করোনা সংক্রমণের জেরে তা মুম্বইয়ে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। শিবিরে করোনা থাবা বসালেও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় তাতিয়ে দিয়েছে ঋষভ পন্থের দলকে। তবে রাজস্থান রয়্যালস দিল্লিকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতেই প্রস্তুত থাকবে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে তিনে রয়েছে সঞ্জু স্যামসনের দল। ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে দিল্লি ক্যাপিটালস।

পারস্পরিক দ্বৈরথে

পারস্পরিক দ্বৈরথে

আইপিএলে দিল্লি ও রাজস্থান পরস্পরের বিরুদ্ধে ২৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে। তার মধ্যে দুই দলই জিতেছে ১২টি করে ম্যাচ। ২০১৮ সাল থেকে টানা পাঁচটি ম্যাচে হারার পর দিল্লির বিরুদ্ধে গত বছরের আইপিএলেই প্রথম জয়ের স্বাদ পায় রাজস্থান। মুম্বইয়ে সেই ম্যাচটি সঞ্জুরা জিতেছিলেন ৩ উইকেটে। যদিও আবু ধাবিতে ফিরতি সাক্ষাতে ৩৩ রানে জয়লাভ করে ঋষভ পন্থের দল। তার আগে অবশ্য ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা সাতটি ম্যাচে দিল্লিকে পরাস্ত করেছিল রাজস্থান। ২০১৮ সালের আইপিএলে প্রথম সাক্ষাতে রাজস্থান জেতে, পরের ম্যাচটি জেতে দিল্লি।

রাজস্থানের শক্তি

রাজস্থানের শক্তি

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৩২টি ম্যাচে টস জিতে পরে ব্যাট করা দল জিতেছে ১৮টি ম্যাচে, ১৪টিতে জিতেছে প্রথমে ব্যাট করা দল। তবে রাজস্থান রয়্যালসের চারটি জয়ের চারটিই প্রথমে ব্য়াট করে। এর পিছনে বড় অবদান জস বাটলারের। ইতিমধ্যেই দুটি শতরান-সহ তিনি ৩৭৫ রান করে সর্বাধিক রান সংগ্রহকারী, গড় ৭৫, স্ট্রাইক রেট ১৫৬.৯০। পাঞ্জাব কিংসকে কম রানে বেঁধে ফেলে সহজে জয় ছিনিয়ে নেওয়ার পর কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলরা বাটলারকে কতটা শান্ত রাখতে রাখেন তার উপর নির্ভর করবে ম্যাচের ভাগ্য। ফিনিশারের ভূমিকায় রাজস্থানের বড় অস্ত্র শিমরন হেটমায়ারও। রাজস্থান এখনও অবধি মোট যা রান করেছে তার ৫৭ শতাংশই বাটলার আর হেটমায়ারের সম্মিলিত অবদান। হেটমায়ারের স্ট্রাইক রেট ১৭৯.৮৩, যা নিয়ে পন্থদের সতর্ক থাকতেই হবে।

দিল্লি চ্যালেঞ্জ

দিল্লি চ্যালেঞ্জ

যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিন জুটির পাশাপাশি দিল্লি ক্যাপিটালসকে সামলাতে হবে ওবেদ ম্যাককয়ের বোলিং। যিনি অভিষেক ম্যাচেই নজরকাড়া পারফরম্যান্স উপহার দিয়ে দলকে জিতিয়েছেন। চাহাল এখনও অবধি ১৭টি উইকেট দখল করে টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারী। দিল্লি ক্যাপিটালসকে হারালে গুজরাত টাইটান্সকে সরিয়ে শীর্ষে যাওয়ার হাতছানি রয়েছে রয়্যালসের সামনে। তা নিশ্চিত করতে দিল্লি ক্যাপিটালসে পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নারের বিস্ফোরক ওপেনিং জুটিকে দ্রুত ভাঙাই লক্ষ্য থাকবে সঞ্জুদের। ঋষভ পন্থ, রভম্যান পাওয়েলরাও ঝোড়ো ইনিংস খেলে ম্যাচে ফারাক গড়ে দিতে পারেন। স্পিনারদের পাশাপাশি দিল্লির দুই পেসার খলিল আহমেদ ও মুস্তাফিজুর রহমানও পন্থের নির্ভরযোগ্য দুই অস্ত্র।

সম্ভাব্য একাদশ

সম্ভাব্য একাদশ

দুই দলই উইনিং কম্বিনেশনই ধরে রাখতে চাইবে। টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাওয়ার দৌড়ে যে তারকা স্পিনাররা রয়েছেন, তাঁদের চারজনকেই দুই দলে দেখা যাবে। একদিকে কুলদীপ-অক্ষর, অন্যদিকে অশ্বিন-চাহাল কারা শেষ হাসি হাসেন সেদিকে নজর থাকবে।

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, খলিল আহমেদ

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, করুণ নায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।

English summary
IPL 2022: Delhi Captials vs Rajasthan Royals Preview With Stats, Head To Head Records And Probable XI. Out Of 24 Matches, Both The Teams Have Same Number Of Games Against Each Other.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X