For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: দিল্লি ক্যাপিটালস টস জিতে গুজরাত টাইটান্সকে ব্যাট করতে পাঠাল, দুই দলের একাদশে কোন কোন পরিবর্তন?

Google Oneindia Bengali News

চলতি আইপিএলের দশম ম্যাচে আজ পুনের এমসিএ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। তবে নেট রান রেটের নিরিখে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছে দিল্লি, চারে গুজরাত। টস জিতে গুজরাত টাইটান্সকে ব্যাট করতে পাঠাল দিল্লি ক্যাপিটালস।

দুই দলের একাদশে কোন কোন পরিবর্তন?

মুম্বই ইন্ডিয়ান্সকে ১০ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, গুজরাত টাইটান্স লখনউ সুপার জায়ান্টসকে নিজেদের প্রথম ম্যাচে ২ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়েছিল। আজকের ম্যাচে একটি ছক্কা মারলে আইপিএলে শততম ওভার বাউন্ডারি মারার নজির গড়বেন হার্দিক পাণ্ডিয়া। টি ২০ বিশ্বকাপ ৬ মাস দূরে। তার আগে প্রথম ম্যাচে হার্দিকের বোলিং করা শুধু গুজরাত টাইটান্সের পক্ষেই ইতিবাচক নয়, ভারতীয় দল নির্বাচনের জন্য হার্দিকের দিকে নজর রাখছেন নির্বাচকরাও।

আজকের ম্যাচে হার্দিক পাণ্ডিয়ার দিকে বিশেষভাবে নজর থাকবে। হার্দিক যেভাবে কামব্যাক করেছেন তাতে খুশি সুরেশ রায়না, ইরফান পাঠানরা। রায়না বলেছেন, হার্দিক প্রশংসনীয়ভাবে মাঠে ফিরেছেন। একজন ক্রিকেটারের মাঠে ফেরার লড়াইয়ে তাঁর পরিবার, বিশেষ করে স্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। হার্দিক যখন বোলিং করছিলেন তাঁর সহধর্মিণীর মুখে তৃপ্তির হাসি দেখা গিয়েছে। দাদা ক্রুণালও হার্দিকের সুস্থ হয়ে ওঠার পর ভূমিকা রেখেছেন, আত্মবিশ্বাস জুগিয়েছেন। হার্দিককে দেখে ফিট লাগছে, তিনি ভালো গতিতেই বল করছেন যা গুজরাত টাইটান্সের পক্ষেও ইতিবাচক দিক। ইরফান পাঠান বলেন, হার্দিক এখন বল ছাড়ার সময় খুব ঝুঁকছেন না। ফলে পিঠে যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়ে তিনি সতর্ক। এতে গতি কমলেও যদি দুই-তিন ওভার তিনি ভালো বোলিং করতে পারেন টুর্নামেন্টের শুরুর দিকে তা তাঁর আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে সহায়ক হবে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলার হিসেবেও ভালো ফল করলে তার সুফল ক্যাপ্টেন্সির ক্ষেত্রেও পড়বে। আগের মরশুমের হতাশা ঝেড়ে ফেলেই তিনি মাঠে নেমেছেন বলে মনে হচ্ছে।

দুই দলের একাদশে কোন কোন পরিবর্তন?

গুজরাত টাইটান্সের প্রথম একাদশ অপরিবর্তিত। অর্থাৎ আজও দলের বাইরে ঋদ্ধিমান সাহা, তিনে বিজয় শঙ্করই নামবেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে নামার জন্য প্রস্তুত ছিলেন লুঙ্গি এনগিডি ও মুস্তাফিজুর রহমান। যদিও বাংলাদেশের পেসারকেই আজকের ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে। আগের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন কমলেশ নাগরকোটি। মুস্তাফিজুর দিল্লি ক্যাপিটালসের হয়ে এই প্রথমবার খেলবেন।

দিল্লি ক্যাপিটালস- পৃথ্বী শ, টিম সেইফার্ট, মনদীপ সিং, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), রভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, খলিল আহমেদ, মুস্তাফিজুর রহমান

গুজরাত টাইটান্স- শুভমান গিল, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), বিজয় শঙ্কর, অভিনব মনোহর, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, বরুণ অ্যারন, লকি ফার্গুসন, মহম্মদ শামি

English summary
IPL 2022: Delhi Capitals Have Won The Toss And Elected To Field Against Gujarat Titans In Pune. Both The Teams Have Won Their First Match In IPL 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X