For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালসের বড় সমস্যা কোনটি? দুর্বলতা ঢাকতে পন্থের দল কতটা শক্তিশালী?

Google Oneindia Bengali News

আইপিএলে গত বছর গ্রুপশীর্ষে থেকে প্লে অফে পৌঁছেছিল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। কিন্তু ফাইনালে উঠতে পারেনি। এবারও আইপিএল নিলাম থেকে শক্তিশালী দল গড়েছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি। অনেকেই মনে করছেন, এবারও পন্থরা খেতাব জয়ের অন্যতম দাবিদার। তবে শুরুর দিকে বেশ কয়েকজন তারকাকে পাবে না দিল্লি ক্যাপিটালস।

ব্যাটিং বিভাগ

অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার প্রথম দুটি এবং মিচেল মার্শ প্রথম তিনটি ম্যাচে দিল্লি ক্যাপিটালসের হয়ে নামতে পারবেন না। শেন ওয়ার্নের শেষকৃত্যে যোগ দিয়ে ভারতে আসবেন ওয়ার্নার। মার্শ আসবেন পাকিস্তান সফর সেরে। তাঁরা এসে গেলে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং শক্তি অনেকটাই বেড়ে যাবে। সেক্ষেত্রে ওপেন করবেন ওয়ার্নার ও পৃথ্বী শ, তিনে মিচেল মার্শ, চারে ঋষভ পন্থ। ওয়ার্নারের বিকল্প হিসেবে টিম সেইফার্ট রয়েছেন। তবে মার্শের অনুপস্থিতিতে কোনও ভারতীয় ব্যাটারের উপরেই আস্থা রাখতে হবে দিল্লি ক্যাপিটালসকে। ললিত যাদব পাঁচে ব্যাট করতে পারেন, অফ স্পিন বোলিংও করতে পারেন। এ ছাড়াও রয়েছেন সরফরাজ খান, রিপল প্যাটেল, ললিত যাদব, মনদীপ সিং, কে এস ভরত, যশ ঢুলের মতো ক্রিকেটাররা। ভারতীয় ব্যাটার বেশি রেখে দুজন বিদেশি সিমার খেলাতে পারবে দিল্লি ক্যাপিটালস। ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে রভম্যান পাওয়েল, শার্দুল ঠাকুরকে।

বোলিং শক্তি

লুঙ্গি এনগিডি এবং মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচে খেলতে পারবেন না দেশের হয়ে খেলার জন্য। আনরিখ নরকিয়া দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে যোগ দিলেও তিনিও ফিটনেসজনিত কারণে প্রথম কয়েকটি ম্যাচে নাও খেলতে পারেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে সাত বিদেশির মধ্যে মাত্র দুজনকেই পেতে পারে দিল্লি ক্যাপিটালস। নরকিয়া বেশিরভাগ ম্যাচে খেলতে না পারলে এনগিডি ও মুস্তাফিজুরেই আস্থা রাখতে হবে পন্থকে। এনগিডির পেস অনেক বেশি, মুস্তাফিজুর ডেথ ওভারে কার্যকরী। শার্দুল ঠাকুরের ব্যাটের হাত ভালো, ফলে তৃতীয় সিমারের দৌড়ে তিনিই এগিয়ে। চেতন সাকারিয়া ও খলিল আহমেদও রয়েছেন। প্রথম ম্যাচে তাঁদের নামানো হতেই পারে। স্পিন বিভাগে ভরসা অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব।

নজর থাকবে

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক যশ ঢুলের দিকে থাকবে বিশেষ নজর। তিনি দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে শতরান, দ্বিশতরান হাঁকিয়ে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভালো বোলিং করা বাঁহাতি স্পিনার ভিকি অস্টওয়ালও রয়েছেন সুযোগের অপেক্ষায়। তাঁদের দিকে থাকবে বিশেষ নজর।

সম্ভাব্য একাদশ

মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ রিকি পন্টিং। সহকারী কোচ হিসেবে নিয়োজিত হয়েছেন শেন ওয়াটসন। প্রবীণ আমরে ও অজিত আগরকারও সহকারী কোচের ভূমিকা পালন করবেন। ফাস্ট বোলিং কোচ জেমস হোপস। পূর্ণশক্তির দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), সরফরাজ খান, রভম্যান পাওয়েল, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, আনরিখ নরকিয়া, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া।

English summary
IPL 2022: Delhi Capitals Have Strong Squad But Pant's Team Will Miss Some Players In First Few Games. Yash Dhull And Vicky Ostwal Waiting For Big Opportunity.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X