For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনার থাবা চওড়া, উপসর্গ নিয়ে হাসপাতালে আক্রান্ত মিচেল মার্শ

Google Oneindia Bengali News

আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনার থাবা চওড়া হচ্ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা উপসর্গ থাকায় মিচেল মার্শকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মার্শের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছিল। যদিও প্রথম আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ আসে। তবে তাঁর করোনার উপসর্গ ছিল। দ্বিতীয় আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ আসার পর মার্শকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মিচেল মার্শ

চোট সারিয়ে মাঠে ফিরে এবারের আইপিএলে আরসিবির বিরুদ্ধে একটি ম্যাচেই খেলেছেন মার্শ। তবে একেবারেই চেনা ছন্দে ছিলেন না। সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালসের পাঁচজন করোনা আক্রান্ত। ফলে অনিশ্চয়তার মুখে বুধবারের পাঞ্জাব কিংস ম্যাচ। সূত্রের খবর, দিল্লি ক্যাপিটালসের পাঁচজন করোনা আক্রান্ত। ফলে অনিশ্চয়তার মুখে রবিবারের পাঞ্জাব কিংস ম্যাচ। দিল্লি ক্যাপিটালসের তরফে রাত ৯টা ৪৬ মিনিটে টুইট করে মার্শকে হাসপাতালে ভর্তি করানোর কথা জানানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছে দিল্লি ক্যাপিটালসের মেডিক্যাল টিম। দিল্লি ক্যাপিটালস শিবিরে যে সাপোর্ট স্টাফ-সহ আরও কয়েকজন করোনা আক্রান্ত সে কথাও জানানো হয়েছে। তবে সকলেই উপসর্গহীন। তাঁদের শারীরিক অবস্থার দিকেও ফ্র্যাঞ্চাইজির তরফে নজর রাখা হচ্ছে। দিল্লি ক্যাপিটালস টুইটে আরও জানিয়েছে, জৈব সুরক্ষা বলয়ে থাকা সকলেই নিজেদের ঘরে আইসোলেশনে থাকবেন এবং তাঁদের নিয়মিত করোনা পরীক্ষা চলবে।

বুধবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলতে আজই পুনে যাওয়ার কথা ছিল। কিন্তু দলে একের পর এক করোনা আক্রান্ত হতেই সকলকেই নিজেদের ঘরে থাকতে বলা হয়েছে। আইপিএল কর্তৃপক্ষও এখনও জানায়নি যে বুধবারের ম্যাচ হবে কিনা। শুক্রবার রাজস্থান রয়্যালসের সঙ্গে ম্যাচ রয়েছে ঋষভ পন্থদের। আইপিএলের নিয়ম অনুযায়ী যদি কোনও দল সাত ভারতীয় ও এক পরিবর্ত ক্রিকেটার নামানোর মতো পরিস্থিতিতে থাকে তাহলে খেলা হবে। আর তা না হলে সিদ্ধান্ত নেবে আইপিএল। যাঁরা করোনা আক্রান্ত তাঁদের সাতদিন নিভৃতবাসে থাকতে হবে। দুটি আরটি-পিসিআর পরীক্ষার রিপোর্ট ২৪ ঘণ্টার ব্যবধানে নেগেটিভ এলে তবেই তাঁরা বায়ো বাবলে যেতে পারবেন।

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মিচেল মার্শ

আরসিবি ম্যাচের আগের দিনই ফিজিও প্যাট্রিক ফারহাতের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপরই আইপিএলের তরফে নির্দেশ দেওয়া হয় সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং ম্যাচের শেষে প্রতিপক্ষ দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা যাবে না। স্বাভাবিকভাবেই সেদিন প্রথা মেনে দুই দলের কেউই একে অপরের সঙ্গে হাত মেলাননি। ফারহাতের পর এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হন। যেহেতু মার্শের চোট ছিল তাই তাঁর রিহ্যাব চলছিল ফারহাতের তত্ত্বাবধানেই। গত বছরও বিভিন্ন দলে করোনা সংক্রমণ ছড়ানোয় আইপিএল স্থগিত রাখা হয়েছিল। দিল্লি ক্যাপিটালসে অমিত মিশ্র করোনা আক্রান্ত হন। এবারও আইপিএলের জৈব সুরক্ষা বলয় ভেদ করে ঢুকে পড়ল করোনা। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে গত বছর লিগ পর্যায় শীর্ষস্থানে থেকে শেষ করা দিল্লি।

English summary
IPL 2022: Delhi Capitals Allrounder Mitchell Marsh Has Tested Positive For Covid-19. Marsh Has Been Hospitalised With Covid-19 Symptoms.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X