For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: দিল্লি ক্যাপিটালসে কীভাবে বাড়ল কুলদীপের আত্মবিশ্বাস? পন্থের মধ্যে কেন দেখছেন ধোনির ছায়া?

Google Oneindia Bengali News

আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে কামব্যাকের স্বপ্ন দেখছেন কুলদীপ যাদব। টি ২০ বিশ্বকাপ খেলতে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমানে উঠতে পারবেন কিনা তা বলবে সময়। তবে দিল্লি ক্যাপিটালসে গিয়ে সেখানকার পরিবেশ মুগ্ধ করেছে কুলদীপকে। উপভোগ করছেন মতপ্রকাশের স্বাধীনতা। সেই সঙ্গে প্রশংসা করলেন ক্যাপিটালস ক্যাপ্টেন ঋষভ পন্থের।

পন্থে ধোনির ছায়া

পন্থে ধোনির ছায়া

ঋষভ পন্থ প্রসঙ্গে কুলদীপ বলেন, আমি ঋষভ পন্থের মধ্যে মহেন্দ্র সিং ধোনির ছায়া লক্ষ্য করতে পারছি। ধোনির মতোই উইকেটের পিছনে দাঁড়িয়ে তিনি সকলকে গাইড করছেন। সেই সঙ্গে চাপের মধ্যেও সকলকে শান্ত থাকার বার্তা দিচ্ছেন। ডিসি পডকাস্টে কুলদীপ আরও বলেন, একজন স্পিনারের সাফল্যের পিছনে উইকেটকিপারের বড় অবদান থাকে। ফলে চলতি আইপিএলে আমার পারফরম্যান্সে অবদান রয়েছে ঋষভেরও। আমাদের মধ্যে বোঝাপড়াও ভালো তৈরি হয়ে গিয়েছে।

উপভোগ করছেন খোলা হাওয়া

উপভোগ করছেন খোলা হাওয়া

২০১৪ থেকে ২০২১ অবধি কলকাতা নাইট রাইডার্সে কাটিয়েছিলেন কুলদীপ। সেখানে যেভাবে কুলদীপকে বসিয়ে রাখা হতো তাতে কুলদীপ নিজে যেমন অসন্তোষ প্রকাশ করেছিলেন, তেমনই সরব হয়েছিলেন তাঁর কোচ। দিল্লি ক্যাপিটালসের খোলা হাওয়া তাই উপভোগ করছেন ২৭ বছরের এই স্পিনার। তিনি বলেন, যখন নিজের মনের ভাব প্রকাশের স্বাধীনতা থাকবে, তখন সব কিছুই উপভোগ্য হয়ে যায়। চলতি আইপিএলে এখনও অবধি ১৩টি উইকেট ঝুলিতে পুরেছেন কুলদীপ। রয়েছেন যুজবেন্দ্র চাহালের পিছনেই। ৫২টি আইপিএল ম্যাচে তাঁর উইকেটের সংখ্যা ৫৩। কেকেআর ম্যাচে চারটি, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনটি, লখনউ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২টি করে উইকেট নিয়েছেন। আরসিবি ও গুজরাত টাইটান্স ম্যাচে পেয়েছেন ১টি করে উইকেট। একমাত্র রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই ৪০ রান খরচ করে কোনও উইকেট পাননি।

পন্টিং বাড়িয়েছেন আত্মবিশ্বাস

পন্টিং বাড়িয়েছেন আত্মবিশ্বাস

কুলদীপ আরও জানিয়েছেন, প্রথম প্র্যাকটিস সেশনেই হেড কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কথা হয়েছে। তিনি আমার বোলিং দেখে সন্তুষ্ট ছিলেন। ভালো বোলিং করানোয় তিনি যে আমাকে ১৪টি ম্যাচে খেলাতে চান সে কথাও জানিয়ে দেন। সেই কথোপকথনও তাঁকে অনুপ্রাণিত করে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বলে দাবি কুলদীপের। এবারের আইপিএলে কুলদীপের সেরা পারফরম্যান্স এসেছিল তাঁর পুরানো দলের বিরুদ্ধেই। কেকেআর ম্যাচে নিয়েছিলেন ৩৫ রানের বিনিময়ে ৪টি উইকেট। আগামী বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফিরতি সাক্ষাতেও বল হাতে জ্বলে উঠতে চান কুলদীপ।

ওয়াটসনকেও কৃতিত্ব

ওয়াটসনকেও কৃতিত্ব

তাঁর সাফল্যের নেপথ্যে সহকারী কোচ শেন ওয়াটসনের অবদানের কথাও উল্লেখ করেছেন কুলদীপ। তিনি বলেন, শেন ওয়াটসনও অনেক সাহায্য করছেন। তিন-চারটি সেশন তাঁর সঙ্গে কাটিয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। খেলার সময় মানসিক গঠন কেমন থাকা উচিত, সেটা ওয়াটসনের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি। এই দলে যোগদানের আগে নানা অভিজ্ঞতার কথা তাঁর সঙ্গে ভাগ করে নিয়েছি।

English summary
IPL 2022: Delhi Capitals Spinner Kuldeep Yadav Says Rishabh Pant Is Showing Few Glimpses Of Dhoni. Kuldeep Is Enjoying His New Found Freedom Of Expression In DC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X