For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: দিল্লি ক্যাপিটালসের পাখির চোখ লখনউ ও কলকাতা ম্যাচ, কোন তিন তারকাকে নিয়ে দল হবে শক্তিশালী?

Google Oneindia Bengali News

গুজরাত টাইটান্সের কাছে পরাজয়ের পরই আগামী দুটি ম্যাচ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিল দিল্লি ক্যাপিটালস। ৭ তারিখ ঋষভ পন্থের দল খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ১০ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ। তিন বিদেশি ধাপে ধাপে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন বলে গতকালের ম্যাচের পর জানিয়েছেন দিল্লির হেড কোচ রিকি পন্টিং।

কোন তিন তারকাকে নিয়ে শক্তিশালী হবে দিল্লি ক্যাপিটালস?

পন্টিং জানান, লখনউ সুপার জায়ান্টস ম্যাচের জন্য বিবেচিত হবেন ডেভিড ওয়ার্নার ও আনরিখ নরকিয়া। উল্লেখ্য, হিপ ইনজুরির কারণে টি ২০ বিশ্বকাপের পর থেকে আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি দক্ষিণ আফ্রিকার তারকা পেসারকে। দেশের হয়ে না খেললেও তিনি দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগ দিয়েছিলেন। সেখানেই চলছে রিহ্যাব। পন্টিং জানিয়েছেন, গতকালই অনুশীলনে ১০০ শতাংশ উজাড় করে দিয়ে বোলিং করেছেন নরকিয়া। তিনি পুরোমাত্রায় চার-পাঁচ ওভারের স্পেল করতে পারছেন কিনা সেটা দেখে নেওয়া হবে। তারপর ক্রিকেট সাউথ আফ্রিকা থেকে সবুজ সঙ্কেত এলেই তিনি খেলার জন্য তৈরি থাকবেন। আমাদের পরের ম্যাচ ৭ এপ্রিল, যা সময় রয়েছে তাতে নরকিয়া লখনউ ম্যাচে খেলতে পারবেন বলেই আশা রাখি।

কোন তিন তারকাকে নিয়ে শক্তিশালী হবে দিল্লি ক্যাপিটালস?

ডেভিড ওয়ার্নার মুম্বই পৌঁছে গিয়েছেন। আজ নিভৃতবাসের মেয়াদ শেষ হচ্ছে মিচেল মার্শের। তিনিও পাকিস্তান সফর থেকে ছিটকে যেতেই ভারতে চলে এসেছিলেন দিল্লি ক্যাপিটালসের ফিজিও, ট্রেনারদের তত্ত্বাবধানে রিহ্যাব চালানোর জন্য। পন্টিং জানিয়েছেন, পাকিস্তানে মার্শের হিপ ফ্লেক্সর স্ট্রেইন হয়েছিল। এখানে তাঁর চিকিৎসা চলছে। ম্যাচ ফিট হওয়ার আগে ট্রেনিং সেশনে তাঁকে দেখে নেওয়া হবে। আশা করি, ১০ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স ম্যাচের জন্য মিচেল মার্শকে পাওয়া যাবে। ডেভিড ওয়ার্নার শেন ওয়ার্নের শেষকৃত্যে যোগ দিয়ে ভারতে এসেছেন। তিনি অবশ্য লখনউ সুপার জায়ান্টস ম্যাচে নামার জন্য প্রস্তুত থাকবেন বলে জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের হেড কোচ।

কোন তিন তারকাকে নিয়ে শক্তিশালী হবে দিল্লি ক্যাপিটালস?

গতকাল পুনেয় গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর দিকে উইকেট হারানোকেই পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করছেন পন্টিং। ৫ ওভারের মধ্যেই ৩৪ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচেও পাওয়ারপ্লে-র ৬ ওভারের মধ্যেই তিনটি উইকেট হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে ললিত যাদব ও অক্ষর প্যাটেল জেতাতে পারলেও গতকাল পরাস্ত হয়েছে পন্থের দল। যদিও দিল্লি অধিনায়ক ম্যাচের শেষে জানিয়েছেন, রান তোলা যেতেই পারতো। মাঝের ওভারগুলিতেও উইকেট হারিয়ে রান ওঠার গতি কমাকে তিনি দায়ী করেছিলেন। পন্টিংও মনে করছেন, আস্কিং রেট আয়ত্তের মধ্যেই ছিল। পরাজয়ের কারণ কিছুটা প্যানিক হয়ে যাওয়াও। দুই ম্যাচে পুল শট মেরে আউট হন পৃথ্বী শ। এ ব্যাপারে তাঁর সঙ্গে পন্টিং কথা বলবেন। তবে তিন বিদেশি এলে অন্য চেহারায় দিল্লি ক্যাপিটালসকে দেখা যাবে তা বলাই যায়।

English summary
IPL 2022: Delhi Capitals Head Coach Ricky Ponting Expects Anrich Nortje And David Warner To Be Available For LSG Match. He Also Says Mitchell Marsh Will Be Ready For Selection Against Kolkata Knight Riders On April 10.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X