
IPL 2022: আইপিএল থেকে ছিটকে গিয়ে টি ২০ বিশ্বকাপেও অনিশ্চিত দীপক চাহার, সিএসকে কাকে নেবে বিকল্প হিসেবে?
দীপক চাহারকে নিয়ে আশঙ্কাই সত্যি হলো। আইপিএলে তিনি আর খেলতে পারবেনই না, অনিশ্চিত টি ২০ বিশ্বকাপেও। চোটের কারণে আপাতত মাস চারেক তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। বল হাতেই নয়, ব্যাট হাতেই দলকে ভরসা দিয়ে থাকেন। ১৪ কোটি টাকায় তাঁকে নিলাম থেকে দলে ফিরিয়েছিল সিএসকে। ফলে চাহারের ছিটকে যাওয়া রবীন্দ্র জাদেজার দলের কাছেও বড় ধাক্কা।

চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং দলের ব্যর্থতার কারণ বিশ্লেষণ করতে গিয়ে জানিয়েছিলেন, দীপক চাহার, অ্যাডাম মিলনেকে তাঁরা মিস করছেন। দীপক চাহার কোয়াড্রিসেপস টিয়ারের কারণে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রয়েছেন। সেখানে তাঁর রিহ্যাব চলছে। চোটের ধাক্কা যেভাবে তিনি কাটিয়ে উঠছিলেন তাতে মনে করা হচ্ছিল, চলতি আইপিএলের মাঝামাঝিই তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে নামতে পারবেন। এনসিএ-র নেটে ফিটনেসের উন্নতিও পরিলক্ষিত হচ্ছিল। কিন্তু ফের তিনি চোটের কবলে পড়েছেন, এবার পিঠের চোট। এই ব্যাক ইনজুরি তাঁকে আইপিএল থেকে ছিটকে তো দিয়েছেই, অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপেও তাঁর খেলতে পারার সম্ভাবনা কম।

স্ক্যানের যে রিপোর্ট এসেছে তাতে এই পিঠের চোটের কারণে চাহারকে অন্তত চার মাস মাঠের বাইরে থাকতে হবে। পিঠের চোটের কারণে দীর্ঘদিন বোলিং করতে পারেননি হার্দিক পাণ্ডিয়াও। টি ২০ বিশ্বকাপে নামেমাত্র বোলিং করলেও পুরো চার ওভার করতে পারেননি। যেটা করতে পারছেন চলতি আইপিএলে। ফলে ব্যাক ইনজুরির কারণে চাহারও স্বাভাবিক ছন্দে কতদিনে ফিরতে পারেন সেটা দেখার। তবে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে তাঁর মতো অলরাউন্ডারকে না পাওয়া গেলে সেটা ভারতীয় দলের কাছে ধাক্কা হবে।

দীপক চাহার ছিটকে যাওয়ায় তাঁর বিকল্পের সন্ধানেও নেমে পড়তে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। এমনিতেই পাঁচটি ম্যাচে মাত্র ১টিতে জয়লাভ করেছে গতবারের চ্যাম্পিয়নরা। প্রথম চারটি ম্যাচেই পরাস্ত হয়েছিল। চেন্নাই সুপার কিংসের ভক্তদের দাবি, দলে নেওয়া হোক অভিজ্ঞ ইশান্ত শর্মাকে। যদিও সিএসকে কাকে নেবে তা এখনও স্পষ্ট নয়। তবে চাহারের মতোই শর্মা স্টাম্প টু স্টাম্প বল করতে পারেন। আইপিএলে ১০৪টি ম্যাচে ইশান্ত শর্মার ৮৪টি উইকেট রয়েছে। সেরা বোলিং ১২ রানের বিনিময়ে ৫ উইকেট। ইকনমি আটের নীচে। গত বছরের আইপিএলে ইশান্ত তিনটি ম্যাচ খেলে ১টি উইকেট পান। ২০২০ সালে ১টি ম্যাচ খেলে কোনও উইকেট পাননি। ২০১৯ সালে ১৩ ম্যাচে ১৩টি উইকেট দখল করেন। ইশান্তের সেরা আইপিএল মরশুম গিয়েছে ২০১৩ সালে, সেবার ১৬ ম্যাচে ১৫টি উইকেট তুলে নিয়েছিলেন। এবারের নিলামে ইশান্ত ছিলেন অবিক্রিত।