For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত ধোনির, চেন্নাইয়ের প্রথম একাদশ নির্বাচনে সাহসীকতার পরিচয় মাহির

IPL 2022: টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত ধোনির, চেন্নাইয়ের প্রথম একাদশ নির্বাচনে সাহসীকতার পরিচয় মাহির

Google Oneindia Bengali News

রবিবার আইপিএল-এর প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

IPL 2022: টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত ধোনির, চেন্নাইয়ের প্রথম একাদশ নির্বাচনে সাহসীকতার পরিচয় মাহির

এই ম্যাচে নামার আগে ১২ ম্যাচে গুজরাত টাইটানসের পয়েন্ট ১৮, লিগ টেবলের শীর্ষ স্থানে রয়েছে তারা। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস'কে পরাজিত করলে প্রথম দুই স্থান পাকা হয়ে যাবে গুজরাতের। অপর দিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের অবস্থান নবম স্থানে। তাদের সংগ্রহ ১২ ম্যাচে ৮ পয়েন্ট।

এ দিন টসে জিতে চেন্নাই কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, "এই উইকেট ভাল মতো ব্যবহার হওয়ার ফলে বল স্লো আসবে। আশা করি পুরো ম্যাচেই একই রকম চরিত্র থাকবে উইকেটের বা দ্বিতীয় পর্বে আরও ধীর হবে। আমাদের একাধিক পরিবর্তন রয়েছে প্রথম একাদশে।"

টসে জিতলে ধোনির মতোই ব্যাটিং করার সিদ্ধান্ত তিনি নিতেন জানিয়েছেন, সিএসকের প্রতিপক্ষ গুজরাত টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। হার্দিক বলেছেন, "আমরাও ব্যাটিং-এ করতাম। আমাদের কাছে দু'টি উপায় রয়েছে। এক, আমরা সাধারণ যেমন সকলে খেলে তেমনই খেলতে পারি আর দুই, আমাদের দেখাতে হবে যে আমরা একনম্বর দল এবং সেই মতোই খেলতে পারি, পিচের পরিস্থিতি যাই হোক আমাদের দক্ষতার পরিচয় দিতে হবে।"

চেন্নাই সুপার কিংস:

ঋতুরাজ গায়েকোয়াড, ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার, মঈন আলি, এন জগদীশন, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক এবং অধিনায়ক), প্রশান্ত সোলাঙ্কি, সিমরনজিৎ সিং, মাথেশা পাথিরানা, মুকেশ চৌধুরী

গুজরাত টাইটানস:

ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমন গিল, ম্যাথু ওয়েড, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, রবিশ্রীনিবাসন সাই কিশোর, আলজারি জোসেফ, যশ দয়াল, মহম্মদ শামি

English summary
IPL 2022: Chennai Super Kings won the toss and elected to bat first. If Gujarat manage to beat CSK then they will secure top two spot in the table.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X