For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শক্তি বাড়িয়ে নামছে পাঞ্জাব কিংস, জাদেজা-ধোনিদের রণকৌশলে বদল আসছে?

Google Oneindia Bengali News

রবিবাসরীয় আইপিএলের আসরে কাল মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সুপার কিংসের প্রতিপক্ষ কিংস। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবারই প্রথম আইপিএলে নিজেদের প্রথম দুটি ম্যাচেই পরাস্ত হয়েছে। অন্যদিকে, পাঞ্জাব কিংস আরসিবিকে হারিয়ে অভিযান শুরু করলেও মুখ থুবড়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। দুই দলই কাল জয় পেতে মরিয়া থাকবে।

পারস্পরিক দ্বৈরথে

পারস্পরিক দ্বৈরথে

পারস্পরিক দ্বৈরথের নিরিখে চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এগিয়েই রয়েছে। আইপিএলে চেন্নাই ও পাঞ্জাব পরস্পরের বিরুদ্ধে খেলেছে ২৫টি ম্যাচে। তার মধ্যে চেন্নাই সুপার কিংসই জিতেছে ১৫টিতে। শুধু তাই নয়, ২০১৮ সাল থেকে ধরলে পাঞ্জাবের বিরুদ্ধে ৮টি ম্যাচের মধ্যে ৫টিতেই জিতেছে সিএসকে। ২০২০ সালের আইপিএলে সিএসকে দুবারই পাঞ্জাব কিংসকে হারিয়েছিল। গত মরশুমে প্রথম সাক্ষাতে চেন্নাই সুপার কিংস জিতেছিল ৬ উইকেটে। ফিরতি সাক্ষাতে ৬ উইকেটেই ধোনিদের হারিয়েছিল লোকেশ রাহুলের নেত্বত্বাধীন পাঞ্জাব কিংস। এবার দুই দলেই নতুন অধিনায়ক। ময়াঙ্ক আগরওয়ালদের পাওয়ারহিটিংয়ের বিরুদ্ধে ফের বড় পরীক্ষা চেন্নাই সুপার কিংস বোলিংয়ের।

চেন্নাইয়ের চিন্তা

চেন্নাইয়ের চিন্তা

ক্রিস জর্ডন অসুস্থ। অ্যাডাম মিলনের চোটের কারণে আগের ম্যাচে ছিলেন না, তাঁর অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং। সিএসকের পেস আক্রমণে ভরসা ডোয়েইন ব্র্যাভো ও ডোয়েইন প্রিটোরিয়াস। দীপক চাহারের অনুপস্থিতিতে তুষার দেশপাণ্ডে ও মুকেশ চৌধুরীদের খেলিয়ে ২১০ তুলেও জিততে পারেনি সিএসকে। শিবম দুবের বোলিংয়ে জেতা ম্যাচ লখনউয়ের হাতে তুলে দিতে হয়েছে। ফলে পাঞ্জাবের পাওয়ারহিটারদের সামলাতে বোলিং শক্তি নিশ্চিতভাবেই শক্তিশালী করতে হবে চেন্নাই সুপার কিংসকে। মিলনে ফিরলে তিনি আসবেন তুষার বা মুকেশের জায়গাতেই।

ঘুরে দাঁড়ানোর লড়াই

ঘুরে দাঁড়ানোর লড়াই

পাঞ্জাব কিংসের বোলাররাও ২ ম্যাচে ৬টির বেশি উইকেট ফেলতে পারেননি। কাগিসো রাবাডা, রাহুল চাহাররাই হতে পারেন ময়াঙ্কের অস্ত্র। রাজ বাওয়ার জায়গায় প্রথম একাদশে আসতে পারেন সন্দীপ শর্মা। পাঞ্জাব কিংস এই ম্যাচে পাচ্ছে জনি বেয়ারস্টোকে। বেয়ারস্টো সম্ভবত খেলবেন ওডিয়ান স্মিথের জায়গায়।

প্রথম একাদশ কেমন?

পাঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ- শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহার, সন্দীপ শর্মা, অর্শদীপ সিং

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- ঋতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, মঈন আলি, শিবম দুবে, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), ডোয়েইন ব্র্যাভো, ডোয়েইন প্রিটোরিয়াস, অ্যাডাম মিলনে, তুষার দেশপাণ্ডে বা মুকেশ চৌধুরী

English summary
IPL 2022: Chennai Super Kings Will Face Punjab Kings In Search Of First Win With Better Head To Head Record. CSK Have Won 15 Out Of 25 Games Against The Kings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X