For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দ্বৈরথে এগিয়ে কোন দল?

Google Oneindia Bengali News

আইপিএলের ২২তম ম্যাচে কাল নভি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাই সুপার কিংস চারটি ম্যাচেই পরাস্ত হয়েছে। আরসিবি চারটি ম্যাচের মধ্যে জিতেছে তিনটিতে, হেরেছে একটিতে। আরসিবির বিরুদ্ধে পারস্পরিক দ্বৈরথের পরিসংখ্যানই ঘুরে দাঁড়াতে বড় প্রেরণা সিএসকের।

পারস্পরিক দ্বৈরথ

পারস্পরিক দ্বৈরথ

আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি ২০ মিলিয়ে চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছে ২৯ বার। ২০১০ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি ২০ ম্যাচ-সহ মোট ১৯টিতে জিতেছে সিএসকে। ৯টিতে জিতেছে আরসিবি, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। শেষ পাঁচটি সাক্ষাতে চেন্নাই সুপার কিংস এগিয়ে ৩-২ ব্য়বধানে। গত বছরের আইপিএলে সিএসকে জিতেছিল যথাক্রমে ৬৯ রান ও ৬ উইকেটে। ২০১৯ ও ২০২০ সালে দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল। ২০২০ সালের অক্টোবরে শেষবার আরসিবি সিএসকে-কে হারাতে সক্ষম হয়। ২০১৪ থেকে ২০১৯ সাল অবধি টানা আরসিবিকে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। যদিও সাম্প্রতিক ফর্মের নিরিখে ফেভারিট হিসেবেই শুরু করবে আরসিবি।

মরণ-বাঁচন লড়াই

২০১০ সালে চেন্নাই সুপার কিংস টানা চারটি আইপিএল ম্যাচ হারলেও কখনও টুর্নামেন্ট শুরুর চারটিতেই পরাস্ত হয়নি। এবার আইপিএল ১০ দলের। ফলে আরেকটি পরাজয়ই রবীন্দ্র জাদেজার দলকে প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে দিতে পারে। ফলে আরসিবির বিরুদ্ধে প্রায় মরণ-বাঁচন ম্যাচ খেলতেই নামবে সিএসকে। সানরাইজার্সের কাছে আগের ম্যাচে পরাজয়ের পর হেড কোচ স্টিফেন ফ্লেমিং মেনে নিয়েছেন, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই প্রত্যাশিতভাবে পরিকল্পনার সঠিক প্রয়োগ করতে না পেরে টানা পরাজয় দলের আত্নবিশ্বাসে আঘাত করেছে। দীপক চাহারের অভাব প্রকট হচ্ছে পাওয়ারপ্লেতে, যেখানে প্রত্যাশামতো বিপক্ষের উইকেট ফেলতে পারছেন না বোলাররা। ৭ থেকে ১৬ ওভারে রানও উঠছে শ্লথগতিতে।

ফেভারিট আরসিবি

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিশ্চিতভাবেই পারস্পরিক দ্বৈরথের ফলাফলে উন্নতি ঘটাতে পারে। আরসিবির ব্যাটিং গভীরতা অন্যতম বড় শক্তি। বোলাররাও ছন্দেই রয়েছেন। তবে বোনের প্রয়াণের খবর পেয়ে বাড়ি ফিরে যাওয়া হর্ষল প্যাটেলকে কালকের ম্যাচে পাবেন না দু প্লেসিরা। হর্ষল ফেরার পরেও তাঁকে দিন তিনেকের নিভৃতবাসে থাকতে হবে। দুই অস্ট্রেলীয় জোরে বোলার জশ হ্যাজলউড ও জেসন বেহরেনডর্ফ অনুশীলন শুরু করেছেন। দু প্লেসি, ম্যাক্সওয়েল ও হাসারঙ্গা তিন বিদেশি প্রথম একাদশে থাকছেনই। ডেভিড উইলিও বল হাতে হতাশ করেননি। তবে কোনও বিদেশি পেসারকে নিতে হলে উইলিকে বসাতে হবে। সেক্ষেত্রে হর্ষলের স্থলাভিষিক্ত হতে পারেন সিদ্ধার্থ কৌল। মহম্মদ সিরাজের ইকনমিও সামান্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

পরিবর্তনের পথে?

চেন্নাই সুপার কিংস দলে পরিবর্তন হতেই পারে। হর্ষলের অনুপস্থিতিতে আরসিবির একাদশেও একটি জায়গাতেই পরিবর্তন হতে পারে। মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের পর ষষ্ঠ দল হিসেবে কাল ২০০তম আইপিএল ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ-

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ- রবিন উথাপ্পা, ঋতুরাজ গায়কোয়াড়, মঈন আলি, অম্বাতি রায়ুডু, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), ডোয়েইন ব্র্যাভো, ডোয়েইন প্রিটোরিয়াস, ক্রিস জর্ডন, মুকেশ চৌধুরী

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ- ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, ডেভিড উইলি, ওয়ানিন্দু হাসারঙ্গা, সিদ্ধার্থ কৌল, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।

English summary
IPL 2022: Chennai Super Kings vs Royal Challengers Bangalore Match Preview With Predicted XI. Out Of 29 Encounters, CSK Have Won 19 While RCB Have Won 9 And One Match Was Without Any Result.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X