For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ চেন্নাই সুপার কিংসের, দুই দলেই পরিবর্তন

Google Oneindia Bengali News

আইপিএলের ম্যাচে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস প্রথম জয়ের সন্ধানে নামতে চলেছে। আইপিএলের ইতিহাসে প্রথমবার এবারই প্রথম দুটি ম্যাচে টানা পরাজয় দিয়ে অভিযান শুরু করেছে গতবারের চ্যাম্পিয়নরা। পাঞ্জাব কিংস প্রথম ম্যাচে দারুণ জয়ের পর কেকেআরের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে। আজ ময়াঙ্ক আগরওয়ালের দলও জয়ের সরণিতে ফিরতে চাইবে। টস জিতে ফিল্ডিং নিয়েছে সিএসকে।

টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ চেন্নাই সুপার কিংসের

পাঞ্জাব কিংস আজ জনি বেয়ারস্টোকে দলে নেয়নি। বৈভব অরোরা ও জিতেশ শর্মা আজ প্রথম একাদশে এসেছেন। জিতেশ উইকেটকিপিং করবেন। চেন্নাই সুপার কিংসে একটি পরিবর্তন। তুষার দেশপাণ্ডের জায়গায় ক্রিস জর্ডন। পাঞ্জাব কিংসের অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল বলেন, দেখে মনে হচ্ছে আজ ব্যাটিং সহায়ক উইকেটই রয়েছে। বড় রান তুলে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করাই লক্ষ্য থাকবে।

পাঞ্জাব কিংস দলে আজ সন্দীপ শর্মাকে না ফিরিয়ে নেওয়া হয়েছে বৈভব অরোরাকে। বৈভব আগে কেকেআরে থাকলেও আইপিএল এখনও অবধি খেলেননি। আজই প্রথম ম্যাচ খেলবেন। হিমাচল প্রদেশের এই বোলারের ইনস্যুইঙ্গারগুলি মারাত্মক। ২০২০-২১ মরশুমের সৈয়দ মুস্তাক আলি টি ২০-র কোয়ার্টার ফাইনালে তিনি তামিলনাড়ুর টপ অর্ডারে ভাঙন ধরিয়েছিলেন। যদিও শাহরুখ খানের বিধ্বংসী ব্যাটিংয়ে হেরে গিয়েছিল হিমাচল। আজ সেই দুই ক্রিকেটারই একই দলে।

টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ চেন্নাই সুপার কিংসের

পাঞ্জাব কিংসের অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল বলেন, দেখে মনে হচ্ছে আজ ব্যাটিং সহায়ক উইকেটই রয়েছে। বড় রান তুলে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করাই লক্ষ্য থাকবে। পাঞ্জাব কিংস দলে আজ সন্দীপ শর্মাকে না ফিরিয়ে নেওয়া হয়েছে বৈভব অরোরাকে। বৈভব আগে কেকেআরে থাকলেও আইপিএল এখনও অবধি খেলেননি। আজই প্রথম ম্যাচ খেলবেন। হিমাচল প্রদেশের এই বোলারের ইনস্যুইঙ্গারগুলি মারাত্মক। ২০২০-২১ মরশুমের সৈয়দ মুস্তাক আলি টি ২০-র কোয়ার্টার ফাইনালে তিনি তামিলনাড়ুর টপ অর্ডারে ভাঙন ধরিয়েছিলেন। যদিও শাহরুখ খানের বিধ্বংসী ব্যাটিংয়ে হেরে গিয়েছিল হিমাচল। আজ সেই দুই ক্রিকেটারই একই দলে।

আইপিএলে এখনও অবধি চেন্নাই ও পাঞ্জাব পরস্পরের বিরুদ্ধে ২৫টি ম্যাচ খেলেছে। তার মধ্যে চেন্নাই সুপার কিংসই জিতেছে ১৫টিতে, পাঞ্জাবের জয় ১০টিতে। ২০১৮ সাল থেকে ৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ৫টিতেই জিতেছে সিএসকে। ২০২০ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস দুবারই হারিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব (অধুনা পাঞ্জাব কিংস)-কে। গত মরশুমে প্রথম সাক্ষাতে চেন্নাই সুপার কিংস জেতে ৬ উইকেটে। ফিরতি সাক্ষাতে ৬ উইকেটেই ধোনিদের হারিয়েছিল লোকেশ রাহুলের নেত্বত্বাধীন পাঞ্জাব কিংস। এবার দুই দলেই নতুন অধিনায়ক।

পাঞ্জাব কিংস- শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওডিয়ান স্মিথ, রাহুল চাহার, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, বৈভব অরোরা

চেন্নাই সুপার কিংস- ঋতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, মঈন আলি, শিবম দুবে, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), ডোয়েইন ব্র্যাভো, ডোয়েইন প্রিটোরিয়াস, অ্যাডাম মিলনে, ক্রিস জর্ডন, মুকেশ চৌধুরী

English summary
IPL 2022: Chennai Super Kings Have Won The Toss And Elected To Bowl Against Punjab Kings. MS Dhoni Is Playing 350th T20 Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X