For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলে CSK vs KKR, পারস্পরিক দ্বৈরথে এগিয়ে কারা?

  • |
Google Oneindia Bengali News

পঞ্চদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচে আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। গত বছর মহেন্দ্র সিং ধোনির সিএসকে ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন কেকেআরকে হারিয়ে চতুর্থ আইপিএল খেতাব জিতেছিল। এবার দুই দলেই নতুন অধিনায়ক। দুই দলেই অনেক নতুন ক্রিকেটার। আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি ২০-র পরিসংখ্যান অনুযায়ী চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পারস্পরিক দ্বৈরথে অনেকটাই এগিয়ে রয়েছে।

পারস্পরিক দ্বৈরথে এগিয়ে চেন্নাই

আইপিএলে গত বছর প্রথম সাক্ষাতে মুম্বইয়ে কলকাতা নাইট রাইডার্সকে ১৮ রানে হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংস। ফিরতি সাক্ষাতে আবু ধাবিতে চেন্নাই সুপার কিংস ২ উইকেটে জয়লাভ করে। আইপিএল ফাইনালে দুবাইয়ে সিএসকে ২৭ রানে নাইট-বধ সেরে খেতাব জিতেছিল। আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ একত্রে ধরলে ২৮টি পারস্পরিক সাক্ষাতে চেন্নাই সুপার কিংস জেতে ১৮টি ম্যাচে, কেকেআর ৯টিতে, একটি ম্যাচ পরিত্যক্ত (২০০৯ সালের আইপিএলে কেপটাউনে) হয়েছিল। আইপিএলে যে ২৫টি খেলা সম্পূর্ণ হয়েছে তার মধ্যে চেন্নাইয়ের জয় ১৭টিতে, কেকেআরের ৮টিতে।

শেষ পাঁচে ১টিতে জয় কেকেআরের

২০১৫ সাল থেকে শেষ ১২টি সাক্ষাতে ৯টিতে এবং শেষ পাঁচটি সাক্ষাতে চারবার জিতেছে চেন্নাই সুপার কিংস। একবার কলকাতা নাইট রাইডার্স। ২০২০ সালের আইপিএলে প্রথম সাক্ষাতে কেকেআর ধোনিদের হারিয়েছিল ১০ রানে। ওই বছরই ফিরতি সাক্ষাতে ৬ উইকেটে জেতে সিএসকে। তারপর থেকে আর কেকেআর সিএসকে-র বিরুদ্ধে জয় পায়নি। চেন্নাই সুপার কিংসের কেকেআরের বিরুদ্ধে সর্বাধিক স্কোর ২২০, কেকেআরের ২০২। কেকেআর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সবচেয়ে কম ম্যাচ খেলেছে।

সেরা পারফর্মাররা

সেরা পারফর্মাররা

দুই দলের পারস্পরিক সাক্ষাতে উইকেট দখলের নিরিখে এগিয়ে রয়েছেন সুনীল নারিন। নারিন নিয়েছেন ২০টি উইকেট। তারপরেই পীযূষ চাওলা, কেকেআরের হয়ে তিনি চেন্নাইয়ের বিরুদ্ধে ১০টি উইকেট নিয়েছেন। কেকেআরের আন্দ্রে রাসেল নিয়েছেন ৮ উইকেট। ব্যাটারদের মধ্যে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় চেন্নাই সুপার কিংসের হয়ে কেকেআরের বিরুদ্ধে সুরেশ রায়না ৬১০ রান করে প্রথম স্থানে রয়েছেন। কেকেআরের আন্দ্রে রাসেলের রয়েছে ২৮৪ রান।

আরও রেকর্ড

আরও রেকর্ড

চেন্নাই বনাম কলকাতা ম্যাচে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ডটি রয়েছে ফাফ দু প্লেসির দখলে, যিনি এ বছর আরসিবির অধিনায়ক। প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক কেকেআরের বিরুদ্ধে অপরাজিত ৯৫ রান করেছিলেন। কেকেআরের মনবিন্দর বিসলা চেন্নাইয়ের বিরুদ্ধে করেন সর্বাধিক ৯২ রান। এবার দুই নতুন অধিনায়কের নেতৃত্বে দুই দলের কারা ওয়াংখেড়েতে জ্বলে ওঠেন বা শেষ হাসি হাসেন, তার জন্য কিছুক্ষণের অপেক্ষা। এবারই প্রথম আইপিএলে মহেন্দ্র সিং ধোনি নামবেন সাধারণ উইকেটকিপার-ব্যাটা হিসেবে। স্বাভাবিকভাবেই তাঁর দিকে থাকবে বিশেষ নজর।

English summary
IPL 2022: Chennai Super Kings Have A Better Head To Head Record Against Kolkata Knight Riders. CSK Defeated KKR In All Their 3 Meetings Last Season.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X