For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: চাহালের পাঁচে রাজস্থানের কামাল, অনবদ্য অভিষেক ওবেদের, হারের হ্যাটট্রিক কেকেআরের

Google Oneindia Bengali News

আইপিএলের ১৫তম বর্ষপূর্তিতে রুদ্ধশ্বাস ম্যাচ। শেষ ওভারে জিততে কলকাতা নাইট রাইডার্সের দরকার ছিল ১১। অভিষেক ম্যাচে শেষ ওভার করতে গিয়ে দ্বিতীয় ও চতুর্থ বলে শেল্ডন জ্যাকসন ও উমেশ যাদবের উইকেট তুলে নিয়ে রাজস্থান রয়্যালসের ৭ রানে জয় নিশ্চিত করলেন ওবেদ ম্যাককয়। রাজস্থান রয়্যালসের ৫ উইকেটে ২১৭ রানের জবাবে কেকেআর ২ বল বাকি থাকতে থামল ২১০ রানে।

৯ বলে ২১ করেন উমেশ। চাহাল চার ওভারে ৪০ রান দিয়ে নিলেন ৫ উইকেট। ম্যাককয়ের দুটি শিকার, ৩.৪ ওভারে ৪১ রানের বিনিময়ে। রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ৩৮ ও প্রসিদ্ধ কৃষ্ণ ৪৩ রান দিয়ে একটি করে উইকেট নেন। টুর্নামেন্টে এখনও অবধি সর্বাধিক রান তাড়া করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় কলকাতা নাইট রাইডার্স। প্রথম ওভারের প্রথম বলেই রান আউট হন সুনীল নারিন। এরপর নাইটদের শক্ত ভিতে দাঁড় করান অ্যারন ফিঞ্চ ও শ্রেয়স আইয়ার।

চাহালের হ্যাটট্রিক-সহ ৫ উইকেটে কেকেআরের হারের হ্যাটট্রিক

৮.৫ ওভারে অ্যারন ফিঞ্চ ও অধিনায়ক শ্রেয়স আইয়ারের জুটিতে ওঠে ১০৭ রান। ৫.৪ ওভারে ৫০ রান পূর্ণ করেছিল কেকেআর, পাওয়ারপ্লের ৬ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৫৭। ৭ ওভারে স্ট্র্যাটেজিক টাইম আউটে তা গিয়ে দাঁড়ায় ১ উইকেটে ৭৪ রানে। ৮.৪ ওভারের মাথায় কেকেআরের ১০০ রান পূর্ণ হয়। ২৫ বলে ১৫তম আইপিএল অর্ধশতরান পেয়ে যান ফিঞ্চ। কেকেআরের হয়ে দ্বিতীয় ম্যাচেই দুরন্ত হাফ সেঞ্চুরি। ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৮ বলে ৫৮ করে ফিঞ্চ প্রসিদ্ধ কৃষ্ণর বলে আউট হন। ১৩.৪ ওভারে নীতীশ রানা আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে যুজবেন্দ্র চাহালের শিকার হন ব্যক্তিগত ১১ বলে ১৮ রানে।

চাহালের হ্যাটট্রিক-সহ ৫ উইকেটে কেকেআরের হারের হ্যাটট্রিক

১৪৮ রানের মাথায় পড়ে তৃতীয় উইকেট। ১৪তম ওভারের চতুর্থ বলে অশ্বিনের ক্যারম বল ছিটকে দেয় আন্দ্রে রাসেলের স্টাম্প। ১ বলে ০ করে আউট হন রাসেল, দলের ১৪৯ রানের মাথায়। ১৫তম ওভারের দ্বিতীয় বলে শ্রেয়স আইয়ারের ক্যাচ ফেলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। এর ফায়দা নেন শ্রেয়স, কেকেআর এই ওভারে তোলে ১৫। শ্রেয়স এদিন অর্ধশতরান পূর্ণ করেন ৩২ বলে। ১৬তম ওভারে ট্রেন্ট বোল্ট ১১ রান দেওয়ায় শেষ চার ওভারে ৪০ দরকার ছিল কেকেআরের। ১৭তম ওভারে রাজস্থান রয়্যালসকে ম্যাচে ফেরান যুজবেন্দ্র চাহাল।

অনবদ্য হ্যাটট্রিক-সহ চার উইকেট তুলে নিয়ে। প্রথম বলেই চাহালের গুগলিতে ঠকে স্টাম্প আউট হন ভেঙ্কটেশ আইয়ার (৭ বলে ৬)। ১৭৮ রানে পড়েছিল পঞ্চম উইকেট। ১৮০ রানে পড়ে বাকি তিনটি উইকেট। এই ওভারের চতুর্থ বলেই শ্রেয়স আইয়ার লেগ বিফোর হন। রিভিউ নিয়েও রক্ষা পাননি। ৫১ বলে ৮৫ রানের ইনিংসে রয়েছে সাতটি চার ও চারটি ছয়।পঞ্চম বলে শিবম মাভি চাহালের এই ওভারের তৃতীয় তথা ম্যাচের চতুর্থ শিকার হন। শেষ বলে প্যাট কামিন্স কট বিহাইন্ড হতেই চাহালের হ্যাটট্রিক এবং প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট দখল। আইপিএলে এটি ২১তম হ্যাটট্রিক। রাজস্থান রয়্যালসের পঞ্চম বোলার হিসেবে চাহালের হ্যাটট্রিক, এর আগে রাজস্থানের হয়ে হ্যাটট্রিক রয়েছে অজিত চান্দিলা, প্রবীণ তাম্বে, শেন ওয়াটসন ও শ্রেয়স গোপালের।

চাহালের হ্যাটট্রিক-সহ ৫ উইকেটে কেকেআরের হারের হ্যাটট্রিক

যদিও ট্রেন্ট বোল্টের ওভারে উমেশ যাদবের ব্যাটে অবিশ্বাস্য ঝড় ফের কেকেআরের জয়ের আশা জাগায়। বোল্ট এই ওভারে দেন ২০ রান। শেষ ২ ওভারে নাইটদের দরকার হয়ে পড়ে ১৮। ১৯তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ দেন ৭ রান। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৭ রান তোলে রাজস্থান রয়্যালস। ৯টি চারও ৫টি ছয়ের সাহায্যে ৬১ বলে ১০৩ রান করেন জস বাটলার। সঞ্জু স্যামসন ১৯ বলে ৩৮ রান করেন। শিমরন হেটমায়ার অপরাজিত থাকেন ১৩ বলে ২৬ রানে। সুনীল নারিন নিজের ১৫০তম আইপিএল ম্যাচে ৪ ওভারে ২১ রান দিয়ে ২টি উইকেট নেন। প্যাট কামিন্স, আন্দ্রে রাসেল ও শিবম মাভি একটি করে উইকেট দখল করেন। এদিনের জয়ের সুবাদে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো রাজস্থান। হারের হ্য়াটট্রিকে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয়েই রইল কেকেআর।

English summary
IPL 2022: Rajasthan Royals Beat Kolkata Knight Riders By 7 Runs With 2 Balls Remaining. Yuzvendra Chahal Bags 5 Wickets With Hattrick.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X