For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: বোল্ট-চাহালের সঙ্গেই অনবদ্য কুলদীপ! স্টইনিসকে পরে নামিয়ে রাজস্থানের কাছে ভরাডুবি লখনউয়ের

Google Oneindia Bengali News

আইপিএলে আজ কুলদীপদের দিন। দিল্লি ক্যাপিটালসকে কেকেআরের বিরুদ্ধে জিতিয়েছিলেন অভিজ্ঞ কুলদীপ যাদব। আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসকে জেতালেন কুলদীপ সেন। শেষ ওভারে স্নায়ুর লড়াইয়ে মাথা ঠাণ্ডা রেখে। বিধ্বংসী মেজাজে থাকা মার্কাস স্টইনিসের বিরুদ্ধে টানা তিনটি ডট বল! পঞ্চম বলে চার মারলেও তখন ম্যাচ পকেটে পুরে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নিশ্চিত করে ফেলেছে রাজস্থান রয়্যালস। শেষ বলে স্টইনিস ছয় মারলেও রাজস্থান জিতল ৩ রানে। ১৭ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন মার্কাস স্টইনিস। ৪ ওভারে ৪১ রান দিয়ে চার উইকেট নিলেন যুজবেন্দ্র চাহাল।

স্টইনিসকে পরে নামিয়ে রাজস্থানের কাছে ভরাডুবি লখনউয়ের

মার্কাস স্টইনিসকে ব্যাটিং অর্ডারে আটে না নামালে অবশ্য এই ম্যাচ জিততেও পারতেন লোকেশ রাহুলরা। শেষ ৩ ওভারে দরকার ছিল ৪৯, শেষ ২ ওভারে ৩৪। শেষ ওভারে স্টইনিস-ঝড়ের পরেও দরকার ছিল ১৫। লখনউ হারল ৩ রানে। জয়ের জন্য ১৬৬ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারে ট্রেন্ট বোল্টের প্রথম দুই বলেই দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনউ সুপার জায়ান্ট। শূন্য রানে আউট হন অধিনায়ক লোকেশ রাহুল ও কৃষ্ণাপ্পা গৌতম। জেসন হোল্ডার প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হন ১৪ বলে ৮ রান করে। ৩.৩ ওভারে ১৪ রানে তিন উইকেট হারানোর পর অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেন দীপক হুডা ও কুইন্টন ডি কক।

৯.১ ওভারে হুডাকে কুলদীপ সেন বোল্ড করে দেন, তিনি করেন ২৪ বলে ২৫। ৫২ রানে চতুর্থ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটটি পড়ে ১২তম ওভারের শেষ বলে ৭৪ রানের মাথায়। আয়ুষ বাদোনি ৭ বলে ৫ রান করে যুজবেন্দ্র চাহালের প্রথম শিকার হন।

স্টইনিসকে পরে নামিয়ে রাজস্থানের কাছে ভরাডুবি লখনউয়ের

এরপর ১৬তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে চাহাল তুলে নেন কুইন্টন ডি কক (৩২ বলে ৩৯) ও ক্রুণাল পাণ্ডিয়া (১৫ বলে ২২)-এর উইকেট। এদিন আইপিএলে চাহাল ১৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করলেন। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মার্কাস স্টইনিসকে নামানো হয় আটে। দুষ্মন্ত চামিরাকে নিয়ে তিনি মরিয়া লড়াই চালালেও তা লখনউ সুপার জায়ান্টসকে জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না। ১৮তম ওভারে যুজবেন্দ্র চাহাল ১৫ রান দেন। তবে স্টইনিস-চামিরার জুটি ভেঙে। দলের ১২৬ রানের মাথায় ৭ বলে ১৩ করে লেগ বিফোর হন চামিরা। পরের বলে অবশ্য আবেশ খান ছক্কা হাঁকান। ১৯তম ওভারে প্রসিদ্ধ কৃষ্ণ বল করতে আসেন, মার্কাস স্টইনিসের দাপটে ওঠে ১৯ রান, দুটি ছক্কা ও একটি চার মারেন অজি অলরাউন্ডার। ফলে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫। চাহালের চার উইকেটের পাশাপাশি ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট নেন। কুলদীপ সেন চার ওভারে ৩৫ রান দিয়ে এবং প্রসিদ্ধ কৃষ্ণ ৪ ওভারে ৩৫ রান দিয়ে একটি করে উইকেট নেন। অশ্বিন ৪ ওভারে ২০ রান দিয়ে কোনও উইকেট পাননি। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাজস্থান এখন এক নম্বর দল। কেকেআর নেমে গেল দ্বিতীয় স্থানে। নেট রান রেটে এগিয়ে সঞ্জুরা।

স্টইনিসকে পরে নামিয়ে রাজস্থানের কাছে ভরাডুবি লখনউয়ের

এদিন টস জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। ৩৬ বলে ৫৯ রানে অপরাজিত থেকে শিমরন হেটমায়ার দলকে পৌঁছে দেন ৬ উইকেটে ১৬৫ রানে। ২৩ বলে ২৮ রান করে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে রিটায়ার্ড আউট হন রবিচন্দ্রন অশ্বিন। ২৯ বলে ২৯ করেন দেবদত্ত পাড়িক্কল। কৃষ্ণাপ্পা গৌতম ও জেসন হোল্ডার দুটি করে এবং আবেশ খান একটি উইকেট পান।

English summary
IPL 2022 Rajasthan Royals Beat Lucknow Super Giants To Claim The Top Spot Of Points Table. Yuzvendra Chahal Bags 4 Wickets, Boult Gets Two.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X