For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: ময়াঙ্ককে নেতৃত্বে এনে কি সাফল্য পাবে পাঞ্জাব কিংস? শক্তি, দুর্বলতার সঙ্গে নজরে সম্ভাব্য একাদশ

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে নাম বদলেছে, লোগো বদলেছে। বদলেছে অধিনায়কও। কিন্তু একবারও আইপিএল খেতাব জিততে পারেনি পাঞ্জাব। আগে দলের নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। গত আইপিএল থেকে পাঞ্জাব কিংস। লোকেশ রাহুলের জায়গায় এবার অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। ২৭ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে অভিযান শুরুর আগে দেখে নেওয়া যাক, প্রস্তুতির নিরিখে কোথায় দাঁড়িয়ে পাঞ্জাব কিংস?

ইমপ্যাক্ট প্লেয়ারের অভাব

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলে পাঞ্জাব কিংসের সঙ্গে যোগ দেবেন বলে কাগিসো রাবাডা প্রথম ম্যাচে খেলতে পারবেন না। জনি বেয়ারস্টো রয়েছেন ইংল্যান্ড দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে। তাঁকেও প্রথম দুটি ম্যাচে পাওয়া যাবে না। পাঞ্জাব কিংস যদি আইপিএল ফাইনালে ওঠে তাহলেও বেয়ারস্টো থাকতে পারবেন না। কারণ, জুনের ২ তারিখ ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ শুরু। সুনীল গাভাসকর এক সাক্ষাতকারে বলেছেন, পাঞ্জাব কিংস দলে এবার ইমপ্যাক্ট প্লেয়ার নেই। তবে এর ইতিবাচক দিকও রয়েছে। প্রত্যাশার চাপ কম থাকবে। ফলে ক্রিকেটাররা অনেক খোলা মনে মাঠে নামতে পারবেন। পাঞ্জাব কিংস সেক্ষেত্রে চমকে দেওয়ার মতো কিছু করলে অবাক হওয়ার বিষয় থাকবে না। প্রাথমিকভাবে সানির মতে, পাঞ্জাব কিংসের এবারের দল চ্যাম্পিয়ন হওয়ার মতো নয়। তবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে টি ২০ ফরম্যাটে সব রাস্তাই খোলা থাকে।

ব্যাটিং শক্তি

পাঞ্জাব কিংসের ব্যাটিং শক্তি বেশ সমীহযোগ্য। ওপেনিংয়ে অধিনায়ক ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে অভিজ্ঞ শিখর ধাওয়ান। তারপর থাকছেন লিয়াম লিভিংস্টোন। জনি বেয়ারস্টো থাকাকালীন তিনিই নামবেন চারে। রানের গতি বাড়াতে থাকছেন শাহরুখ খান এবং ওডিয়ান স্মিথ কিংবা অলরাউন্ডার বেনি হাওয়েল। হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা থাকায় পাঞ্জাব কিংসের ব্যাটিং গভীরতাও বেশ ভালোই। পাওয়ার-হিটিং স্পেশ্যালিস্ট জুলিয়ান উডের পরামর্শে পাঞ্জাব কিংসের ব্যাটিং অর্ডার কতটা বিস্ফোরক হয় তা অবশ্য বোঝা যাবে আইপিএল শুরুর পরেই। পাঞ্জাব কিংসের ব্যাটিংয়ে ছয় নম্বর পজিশন নিয়ে একটা চিন্তা থাকতেই পারে। এই জায়গাটির জন্য ভাবা হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রাজ বাওয়া এবং ঘরোয়া ক্রিকেটে সফল ব্যাটার ঋষি ধাওয়ানকে। বিদেশি ব্যাটারের বিকল্পও খুব বেশি নেই। লিভিংস্টোন বা বেয়ারস্টোর বিকল্প হিসেবে উল্লেখযোগ্য নাম বলতে শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষ।

বোলিং আক্রমণ

পাঞ্জাব কিংসের বোলিং আক্রমণ অনেকাংশে নির্ভর করবে কাগিসো রাবাডার উপর। অর্শদীপ সিং, সন্দীপ শর্মার সঙ্গে বাংলার ঈশান পোড়েলও নিজেদের মেলে ধরতে পারেন। স্পিন আক্রমণ নির্ভর করবে রাহুল চাহার ও হরপ্রীত ব্রার জুটির উপরেই। চাহার লেগব্রেকে যেমন বিপক্ষ ব্যাটারদের অস্বস্তি ফেলতে পারেন, তেমনই গত বছর ব্রারের ইকনমিও (৬.০৪) ছিল বাকিদের তুলনায় ভালো জায়গায়। লিভিংস্টোনও বল হাতে কার্যকরী ভূমিকা পালন করতেই পারেন।

সম্ভাব্য একাদশ

পাঞ্জাব কিংসের হেড কোচ অনিল কুম্বলে। ব্যাটিং পরামর্শদাতা জুলিয়ান উড, বোলিং কোচ ড্যামিয়েন রাইট, সহকারী কোচ জন্টি রোডস। অলরাউন্ডার রাজ বাওয়া কিংবা বিদর্ভর বাঁহাতি ওপেনার অথর্ব তাইড়ের মতো তরুণ ক্রিকেটাররাও সুযোগের সদ্ব্যবহার করতে মুখিয়ে রয়েছেন। পূর্ণশক্তির পাঞ্জাব কিংসের প্রথম একাদশ হতে পারে এরকম- শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো (উইকেটকিপার), শাহরুখ খান, রাজ বাওয়া, ওডিয়ান স্মিথ, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং, রাহুল চাহার।

English summary
IPL 2022: Bowling Big Concern For Punjab Kings. Sunil Gavaskar Opines Punjab Kings Don't Have Impact Players.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X