For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: আইপিএলের নিয়মে একাধিক রদবদল বিসিসিআইয়ের, বিধি ভাঙলে জরিমানা-সহ নির্বাসন!

Google Oneindia Bengali News

আইপিএলের পঞ্চদশ সংস্করণ শুরু হচ্ছে ২৬ মার্চ মুম্বইয়ে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে। দুই দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবারের আইপিএলের জন্য নিয়মেও বেশ কয়েকটি রদবদল এনেছে বিসিসিআই। কড়া হচ্ছে জৈব সুরক্ষা বলয় সংক্রান্ত নিয়মগুলিও। ইতিমধ্যেই বোর্ডের তরফে সেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে ফ্র্যাঞ্চাইজিদের কাছে।

নিয়মে বদল

নিয়মে বদল

সবচেয়ে উল্লেখযোগ্য যে দুটি পরিবর্তন এবার আইপিএলে আসছে তা হলো, কোনও ক্যাচ হলে দুই ব্যাটার যদি ক্রস করেন তাহলে যে নতুন ব্যাটার খেলতে নামবেন তিনি থাকেন নন-স্ট্রাইকিং এন্ডে। কিন্তু এবার আইপিএলে সেই নিয়ম বদলে যাচ্ছে। ব্যাটারদের মধ্যে ক্রস হলেও যে ব্যাটার নামবেন তাঁকেই পরের বলটি খেলতে হবে। আগের বলে নন-স্ট্রাইকিং এন্ডে থাকা ব্যাটার পরের বলেও একই প্রান্তে থাকবেন। এমসিসি এই নিয়ম বদল এনেছে, আন্তর্জাতিক ক্রিকেটে তা চালু হবে আগামী অক্টোবরে। কিন্তু বিসিসিআই তা চালু করে দিচ্ছে আসন্ন আইপিএলেই।

বাড়ছে ডিআরএস

বাড়ছে ডিআরএস

২০১৮ সালে ইনিংস প্রতি দুই দলই একটি করে ডিআরএস নিতে পারত। সেই সংখ্যা এবার থেকে বাড়িয়ে ২ করা হচ্ছে। এমসিসি যে মাঁকড়ীয় আউট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তাও প্রযোজ্য হবে আইপিএলে। বলের উজ্জ্বলভাব ধরে রাখতে লালা ব্যবহার করা যাবে না। করোনা পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেটাই বজায় থাকবে।

করোনা সংক্রমণের জেরে

করোনা সংক্রমণের জেরে

ভারতে করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে বিগত কয়েক মাসের চেয়ে। তবে বিগ ব্যাশ লিগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কোনও গা-ছাড়া ভাব দেখাচ্ছে না বিসিসিআই। এমনিতে কোনও দল যদি নির্ধারিত দিনে করোনা সংক্রমণের জন্য দল নামাতে না পারে তাহলে প্রতিপক্ষ দল পুরো পয়েন্ট পায়। কিন্তু আইপিএলে তা হবে না। যদি দেখা যায় কোনও দলের হাতে ১২ জনের কম ক্রিকেটার রয়েছে, সেক্ষেত্রে ১১ জনকে নামানো হলে তাঁদের মধ্যে ৭ ভারতীয় ক্রিকেটার থাকা বাধ্যতামূলক। একজন পরিবর্ত ক্রিকেটার নেওয়া যেতে পারে। মাঠে দল নামানোর পরিস্থিতি যদি না থাকে তাহলে সেই ম্যাচ পরে কোনও দিন আয়োজন করা হবে। সেটাও না হলে বিষয়টি পাঠানো হবে আইপিএলের টেকনিক্যাল কমিটির কাছে, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে।

নির্বাসনের খাঁড়া

নির্বাসনের খাঁড়া

জৈব সুরক্ষা বলয়েও থাকছে কড়াকড়ি। ক্রিকেটার, অফিসিয়াল বা ম্যাচ অফিসিয়ালদের নিয়মে বলা হয়েছে, যদি কেউ জৈব সুরক্ষা বলয়ের বিধি প্রথমবার ভাঙেন তাঁকে ৭ দিনের বাধ্যতামূলক নিভৃতবাসে যেতে হবে। যে ম্যাচগুলিতে তাঁরা থাকবেন না তাঁর জন্য কোনও অর্থ তাঁরা পাবেন না। দ্বিতীয়বার নিয়ম ভাঙলে এক ম্যাচ নির্বাসিত হতে হবে। তৃতীয়বার একই অপরাধ করলে পাঠিয়ে দেওয়া হবে নির্বাসনে। আইপিএল বায়ো বাবল থেকে বের করে দেওয়া হবে এবং সেজন্য কোনও পরিবর্তও নিতে পারবে না কোনও দল। প্রথমবার অপরাধের ক্ষেত্রে সতর্ক করা হবে, দ্বিতীয় অপরাধের ক্ষেত্রে ৭৫ হাজার টাকা জরিমানা করা হবে এবং স্টেডিয়াম ও ট্রেনিংয়ের জায়গায় প্রবেশে নিষেধাজ্ঞা লাগু থাকবে। টিম হোটেলে থাকা পরিবারের অন্য কেউ নিয়ম ভাঙলে সেই সদস্যের সঙ্গে ক্রিকেটার, অফিসিয়াল বা ম্যাচ অফিসিয়ালদের সাতদিনের নিভৃতবাসে যেতে হবে। দ্বিতীয়বার অপরাধের ক্ষেত্রে পরিবারের সদস্যকে বায়ো বাবল থেকে বের করে দেওয়া হবে এবং ক্রিকেটার বা আধিকারিকদের আরও ৭ দিনের কোয়ারান্টিনে চলে যেতে হবে।

English summary
IPL 2022: BCCI Decided To Change A Couple Of Rules For 15th IPL Including Bio Bubble. Number Of Unsuccessful Reviews Increased From One To Two Per Innings In The Upcoming Season.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X