For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জের, বদল হতে পারে আইপিএল নিলামের স্থান, কাল

করোনার জের, বদল হতে পারে আইপিএল নিলামের স্থান, কাল

Google Oneindia Bengali News

মুম্বই : আইপিএল নিলামের জন্য বিকল্প জায়গা খুঁজছে বোর্ড। আগে ঠিক করা হয়েছিল বেঙ্গালুরুতে হবে নিলাম। জানা গিয়েছিল ১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে এই মেগা নিলামের আয়োজন করা হবে। এই তারিখ বদল হতে পারে সঙ্গে স্থান পরিবর্তন করার কথা ভাবছে বিসিসিআই। করোনার জেরেই এই পরিবর্তনের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছে বিসিসিআই।

করোনার জের, বদল হতে পারে আইপিএল নিলামের স্থান, কাল

দেশ জুড়ে ফের বাড়ছে করোনা। দেশের বিভিন্ন স্থানে নানা কোভিড বিধি চালু হয়েছে। এই নিষেধাজ্ঞার জন্য এখন হোটেল পাওয়া মুশকিল হয়ে গিয়েছে। হোটেল পরিবর্তন হলে, নিলামের তারিখও বদল হওয়ার সম্ভাবনা বেশি। জানা গিয়েছে, বোর্ড এখনও বেঙ্গালুরুতে কোনও হোটেল বুক করেনি। সূত্রের খবর বোর্ড যে দুটি হোটেল তাদের মেগা নিলামের জন্য বুক করার কথা ভেবেছে সেগুলির মালিকরাই আপাতত অপেক্ষা করতে বলেছেন। কারণ, পুরো বিষয়টাই এখন নির্ভর করছে সংশ্লিষ্ট স্থানের করোনা পরিস্থিতির উপর। বিভিন্ন স্থানের ভিন্ন ভাবে করোনা বাগে আনার জন্য বিধি আরোপ করা হচ্ছে। তা ঘন ঘন পরিবর্তনও হচ্ছে। সেই কারণেই হোটেল মালিকরা বোর্ডকে অপেক্ষা করতে বলেছে বলে খবর। কেন বেঙ্গালুরু থেকে নিলামের স্থান পরিবর্তন হতে পারে? জানা গিয়েছে কর্ণাটক সরকার করোনার জন্য নয়া নিয়ম জারি করবে। সেখানে, বড় ধরনের অনুষ্ঠান নিষিদ্ধ করা হবে। আর আইপিএলের নিলামের মতো মেগা ইভেন্ট তাই বাধার মুখে পড়তে বাধ্য। এমন পরিস্থিতিতে পরে হোটেল ও বোর্ড উভয়েরই সমস্যা হতে পারে। তাই নিলামের স্থান, কাল পরিবর্তন হতে পারে।

IND vs SA: মাঠের বাইরে থেকেই অধিনায়কের কাজ করছেন বিরাট, রইল ভিডিওIND vs SA: মাঠের বাইরে থেকেই অধিনায়কের কাজ করছেন বিরাট, রইল ভিডিও

বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, "কিছু জিনিস আমাদের হাতের বাইরে এবং আমাদের অপেক্ষা করা উচিত। যদি আমাদের কাছে বিধিনিষেধ সম্পর্কে কোনও তথ্য থাকে তবে বুকিং এর কোনও সমস্যা হবে না। আমরা পরিস্থিতি দিকে নজর রেখেছি। আমাদের যদি স্থান পরিবর্তন করতে হয় তাহলে করতে হবে।'

বোর্ড বিকল্প হিসেবে ভেবে রেখেছে কলকাতা, কোচি এবং মুম্বই। কিন্তু প্রত্যেকটি স্থানেই হু হু করে বাড়ছে করোনা, জারি হয়েছে বিভিন্ন বিধি। স্বাভাবিকভাবে নিলামের জন্য সঠিক জায়গা খুঁজে না পাওয়া গেলে তারিখও পরিবর্তন করতে হতে পারে বলে জানা গিয়েছে।

বিসিসিআই সমস্ত রাজ্য সংস্থা এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাগুলিকে ১৭ জানুয়ারির মধ্যে নিলামের জন্য খেলোয়াড়দের তালিকা পাঠাতে বলেছে। ১৫ জানুয়ারির মধ্যে নিলামের তারিখ, স্থান এবং নিয়মাবলি সরকারিভাবে ঘোষণা করবে বলে খবর।

English summary
ipl auction effected by corona , venue - date may change
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X