For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল অভিযান শুরুর আগে সতীর্থদের যা বললেন আরসিবি অধিনায়ক বিরাট, দেখুন ভিডিও

Google Oneindia Bengali News

প্রতীক্ষার আর কয়েক ঘণ্টা। তারপরই চেন্নাইয়ে শুরু হয়ে যাবে আইপিএল। প্রথম ম্যাচেই রোহিত-বিরাট দ্বৈরথ। আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে, একবারও আইপিএল জয়ের স্বাদ পায়নি বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে এবারের দল নিয়ে তিনি যে আত্মবিশ্বাসী, সতীর্থদের সেই বার্তা দিয়েই উজ্জীবিত করলেন আরসিবি অধিনায়ক।

বদলেই দিন বদলের আশা

বদলেই দিন বদলের আশা

গত আইপিএলে প্লে অফ অবধি পৌঁছেছিল আরসিবি। তারপর নিলাম থেকে বেশ কিছু ভালো ক্রিকেটারকে নেওয়া হয়েছে। গ্লেন ম্যাক্সওয়েল, ড্যান ক্রিশ্চিয়ান, কাইল জেমিসনের সঙ্গে নেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটে সফল মহম্মদ আজহারউদ্দিন, সচিন বেবি, রজত পাতিদার, সুযশ প্রভুদেশাই, কে এস ভরতকে। আরসিবি-র টুইটার হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে আজ। যেখানে দেখা যাচ্ছে সতীর্থদের বার্তা দিয়ে উজ্জীবিত করছেন অধিনায়ক বিরাট। ভারতীয় দলেও এভাবেই দলকে মোটিভেট করতে দেখা যায় তাঁকে। দলে বেশ কিছু বদল এনেই দিন বদলের অপেক্ষায় বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটি।

সেরা দেওয়ার আহ্বান

সেরা দেওয়ার আহ্বান

নবাগতদের স্বাগত জানিয়ে বিরাট সতীর্থদের উদ্দেশে বলেন, খুব সুন্দর পরিবেশে দারুণ এনার্জি নিয়ে আমাদের দলে সকলে থাকেন। তবে একটা বিষয় সকলের কাছে প্রত্যাশা করব তা হলো খেলার সময় বা অনুশীলনের সময় নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে। দৃঢ়চেতা মানসিকতা, ইচ্ছাশক্তি, সাফল্যের খিদে, এ সব বিষয়ে কোনও খামতি থাকা কাম্য নয়। ক্রিকেটারদের ইনটেনসিটির বিষয়ে ভারতীয় দলের ক্ষেত্রেও বিরাট সব সময় গুরুত্ব দেন। বিরাট তাই এদিনও বলেন, আমরা বরাবর এভাবেই খেলে আসছি। এটা বদলাবে না।

আত্মবিশ্বাসী ভিকে

আত্মবিশ্বাসী ভিকে

গতবারের চেয়েও এবারের দল নিয়ে বেশি আত্মবিশ্বাসী বিরাট। তিনি বলেন, আমাদের দল যে সঠিক দিশায় এগোচ্ছে গতবারের আইপিএলে তা স্পষ্ট হয়ে গিয়েছে। আমার মতে, এবারের দল আরও শক্তিশালী হয়েছে। এবারেও ভালো কিছু হবে বলেই আমার বিশ্বাস। সময়কে কাজে লাগানোর উপর জোর দিয়ে বিরাট বলেন, গতবার আমরা দারুণ অনুশীলনও করেছি। তার মধ্যে নিজেদের মধ্যে মজাও হয়েছে। সময় নষ্ট করা হয়নি, সকলে গত মরশুম দারুণ উপভোগ করেছি। এটা হয়েছে আমরা সকলেই পেশাদার মানসিকতার পরিচয় দিতে পারায়।

পেপ টক

পেপ টক

সতীর্থদের উজ্জীবিত করতে বিরাট কোহলি আরও বলেন, আমি সকলের পাশে রয়েছি। ম্যানেজমেন্ট পাশে রয়েছে। যাঁরা আমাদের দলে রয়েছেন আমার বিশ্বাস সকলেই আরসিবি-র সংস্কৃতির সঙ্গে মানানসই অবদানই রাখবেন দলের জন্য। পরিকল্পনা যাতে মাঠে যথাযথভাবে প্রয়োগ করা সম্ভব হয় সে জন্য সকলকেই সতর্ক থাকতে হবে। আমরা সকলে নিজেদের প্রতি বিশ্বাস রাখতে পারলেই এই মরশুমে স্পেশ্যাল কিছু হতে পারে। আমি সেদিকে তাকিয়ে আছি, আমরা সকলে তাকিয়ে আছি। সকলে মিলে শুরু করা যাক।

English summary
Virat Kohli-led Royal Challengers Bangalore Will Face Defending Champion Mumbai Indians Tomorrow In IPL Opener. Virat Addressed Teammates As RCB Captain Looking For Special Things.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X