For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সানরাইজার্সের বিরুদ্ধে খরা চলছেই, হতাশা ও রাগের বহিঃপ্রকাশে সতর্কিত বিরাট

Google Oneindia Bengali News

শুরুটা ভালোই করেছিলেন। তবে ফের বড় ইনিংস খেলতে পারলেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। আজ চেন্নাইয়ে তিনি আউট হলেন ২৯ বলে ৩৩ রান করে।

সানরাইজার্সের বিরুদ্ধে খরা চলছেই, হতাশা ও রাগ বিরাটের

(ছবি- বিসিসিআই/আইপিএল)

পাঁচ বছর হতে চলল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি পাননি বিরাট। ২০১৬ সালে আইপিএল ফাইনালে শেষবার বিরাট অর্ধশতরান করলেও সেই ম্যাচটি জিতে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তারপর থেকে আর হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে বড় রান পাননি ভারত অধিনায়ক। আজকের ইনিংস বাদ দিলে তার আগের ৬টি ম্যাচের পরিসংখ্যান একেবারেই বিরাট-সুলভ নয়। ৬ ইনিংসে তার রান যথাক্রমে ১২, ৩, ১৬, ১৪, ৭ ও ৬। ৬ ম্যাচে ৫৮ রান, গড় ১০-এর কম।

সানরাইজার্সের বিরুদ্ধে খরা চলছেই, হতাশা ও রাগ বিরাটের

(ছবি- বিসিসিআই/আইপিএল)

আজ বিরাট ভালোই শুরু করেছিলেন। ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারে তাঁর মাথার উপর দিয়ে বল পাঠিয়ে বাউন্ডারি পান। ম্যাক্সওয়েলের সঙ্গে মিলে শাহবাজ নাদিমের শেষ ওভারে ২২ রানও তোলেন। যদিও ১৩ ওভারে বল করতে এসেই বিরাটের উইকেটটি তুলে নেন জেসন হোল্ডার। লেগ সাইডে ফ্লিক করতে চাইলেও বলে অতিরিক্ত বাউন্স থাকায় কাঙ্ক্ষিতভাবে শট মারতে পারেননি বিরাট। ডিপ ফাইন লেগে কঠিন ক্যাচ ধরেন বিজয় শঙ্কর।

সানরাইজার্সের বিরুদ্ধে খরা চলছেই, হতাশা ও রাগ বিরাটের

(ছবি- বিসিসিআই/আইপিএল)

এভাবে আউট হয়ে যথেষ্টই হতাশ বিরাট। তিনি শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলেন। কারণ টসের সময়ই তিনি বলেছিলেন, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আমরা জিতলেও সেরাটা এখনও দেওয়া বাকি। ৭৫ শতাংশ দিতে পেরেছি ওই ম্যাচে। আজকের ম্যাচে দীর্ঘক্ষণ ব্যাট করাই লক্ষ্য। যদিও এদিন বিরাট ফেরেন ১২.১ ওভারে দলের ৯১ রানের মাথাতেই। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি। বিরাটের এই আউটের পর দ্রুত এবি ডি ভিলিয়ার্সও আউট হন। ফলে ম্যাক্সওয়েল অর্ধশতরান করলেও দেড়শো পেরোতে পারেনি আরসিবি। আউট হয়ে ফেরার সময় হতাশায় বিরাট প্রথমে বাউন্ডারি লাইনের দড়িতে লাথি কষান। তারপর ডাগ আউটের একটি চেয়ার ব্যাট দিয়ে ঠেলে ফেলে দেন!

আউট হয়ে এমনভাবে অসন্তোষ প্রকাশ করায় আইপিএলের আচরণবিধিও লঙ্ঘন করেন বিরাট। এ জন্য তাঁকে সতর্ক করা হয়। নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন আরসিবি অধিনায়ক। আইপিএলের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, আইপিএলের আচরণবিধির ২.২ ধারায় লেভেল ওয়ান অপরাধ স্বীকার করেছেন বিরাট। ম্যাচ রেফারি ভেঙ্গালিল নারায়ণ কুট্টির সিদ্ধান্তই চূড়ান্ত। অন ফিল্ড আম্পায়ার হিসেবে এই ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন নীতীন মেনন ও উল্লাস গান্ধী।

বিরাট এদিন অর্ধশতরান মাঠে ফেলে এলেও ২০১৬ সালের পর আজ প্রথম আইপিএল অর্ধশতরান করলেন গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলে এটি তাঁর সপ্তম অর্ধশতরান। ৪১ বলে ৫৯ রান করেন ম্যাক্সওয়েল। পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে। তাঁর ব্যাটিংয়েই ১৪৯ অবধি পৌঁছাতে পারে আরসিবি। ৪০টি ইনিংস অপেক্ষা করতে হলো ম্যাক্সওয়েলকে তাঁর সপ্তম আইপিএল অর্ধশতরানের জন্য। এই নিরিখে সবচেয়ে বেশি অপেক্ষা করতে হয়েছিল ইউসুফ পাঠানকে, ৪৯টি ইনিংস। এ ছাড়া দীপক হুডাকে ৪৮টি ও ডোয়েন ব্র্যাভোকে ৪৪টি ইনিংস ধরে অপেক্ষা করতে হয়েছিল আইপিএলে একটি অর্ধশতরানের পর পরবর্তী অর্ধশতরানটি পেতে।

English summary
Sunrisers Hyderabad Playing Against Virat Kohli Led Royal Challengers Bangalore In Chennai. Virat Kohli Not Getting Fifty Against SRH For Five Years As He Slams Chair In Frustration.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X