For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা পরিস্থিতিতে আইপিএল থেকে এবার সরলেন দুই আম্পায়ার

Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতিতে ফের ধাক্কা খেল আইপিএল। আইপিএল থেকে সরে দাঁড়ালেন ভারত ও অস্ট্রেলিয়ার দুই প্রথম সারির আম্পায়ার। ভারতের সেরা আম্পায়ার নীতীন মেননের সঙ্গেই আইপিএলে আর ম্যাচ পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার তথা প্রথম সারির আম্পায়ার পল রাইফেল।

করোনা পরিস্থিতিতে আইপিএল থেকে এবার সরলেন দুই আম্পায়ার

(ছবি- বিসিসিআই/আইপিএল)

জানা গিয়েছে, করোনা পরিস্থিতির জেরেই তাঁদের এই সিদ্ধান্ত। মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা নীতীন মেননের মা ও স্ত্রী করোনা পজিটিভ। সেই খবর পেয়েই জৈব সুরক্ষা বলয় ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন তিনি। আইসিসি-র এলিট প্যানেলে থাকা একমাত্র আম্পায়ার নীতীন। সম্প্রতি ভারত-ইংল্যান্ড সিরিজেও তাঁর ম্যাচ পরিচালনা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দক্ষতা প্রশংসিত হয়েছে। বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা জানিয়েছেন, মা ও স্ত্রী করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েই নীতীন সরে দাঁড়িয়েছেন। তিনি এই মুহূর্তে ম্যাচ পরিচালনা করার মানসিক অবস্থায় ছিলেন না। এর আগে, দিল্লি ক্যাপিটালসের রবিচন্দ্রন অশ্বিনও পরিবারের সদস্য করোনা আক্রান্ত খবর পেয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান।

করোনা পরিস্থিতিতে আইপিএল থেকে এবার সরলেন দুই আম্পায়ার

(ছবি- বিসিসিআই/আইপিএল)
অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন, এই তিন অজি ক্রিকেটার করোনা ভীতির কারণেই আইপিএল থেকে সরে দাঁড়ানোর পর আম্পায়ার পল রাইফেলও সেই পথেই হাঁটলেন। ভারতে করোনা পরিস্থিতির জেরে এ দেশ থেকে কাউকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না দেওয়ার পথে হাঁটছে অস্ট্রেলিয়ার সরকার। বিমান চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ট্র্যাভেল ব্যান এড়াতেই তড়িঘড়ি দেশে ফেরার সিদ্ধান্ত নেন রাইফেল।

করোনা পরিস্থিতিতে আইপিএল থেকে এবার সরলেন দুই আম্পায়ার

(ছবি- বিসিসিআই/আইপিএল)

যদিও সমস্ত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ কঠোর জৈব সুরক্ষা বলয়েই রয়েছেন বলে দাবি করেছেন বিসিসিআইয়ের অন্তর্বর্তীকালীন সিইও হেমাঙ্গ আমিন। আম্পায়ারদের যে পুল রয়েছে তার থেকেই মেনন ও রাইফেলের পরিবর্ত ঠিক করছে বিসিসিআই।

English summary
Nitin Menon and Paul Reiffel has pulled out of the IPL due to personal reasons. Menon, a resident of Indore, has left the IPL bio-bubble after his wife and mother tested positive for COVID-19.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X