For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইকনিক ওয়াংখেড়েতে পাঞ্জাবের মুখোমুখি রাজস্থান, মাঠের আইপিএল পরিসংখ্যান কী বলছে

আইকনিক ওয়াংখেড়েতে পাঞ্জাবের মুখোমুখি রাজস্থান, মাঠের আইপিএল পরিসংখ্যান কী বলছে

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস। করোনা ভাইরাসের বাড়বাড়ন্তেও এই ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। যে মাঠে ইতিমধ্যেই চলতি টুর্নামেন্টের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচের রেশ নিয়ে আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে পাঞ্জাব ও রাজস্থানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে বিশ্বাস ক্রিকেট প্রেমীরা। তার আগে মুম্বইয়ের এই মাঠে হওয়া আইপিএলের ম্যাচগুলির পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

আইকনিক ওয়াংখেড়েতে পাঞ্জাবের মুখোমুখি রাজস্থান, মাঠের আইপিএল পরিসংখ্যান কী বলছে

১) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখনও পর্যন্ত আইপিএলের ৭৪টি ম্যাচ খেলা হয়েছে।

২) মুম্বইয়ের এই মাঠে আগে ব্যাট করা দল ৩৬ বার ম্যাচ জিতেছে।

৩) ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলে পরে ব্যাট করা দল ৩৮টি ম্যাচ জিতেছে।

৪) ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে আইপিএলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে ১ উইকেট হারিয়ে ২৩৫ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই স্কোরই ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ।

৫) ২০০৮ সালের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৬৭ রানে অল আউট হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই মাঠে সংশ্লিষ্ট স্কোরই আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন।

৬) ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১৯ সালের আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সর্বাধিক স্কোর তাড়া করে জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে পাঞ্জাব কিংসের (তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব) বিরুদ্ধে এই ১৯৮ রান তাড়া করে জয় হাসিল করেছিল রোহিত শর্মার দল।

৭) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৭।

৮) ২০১৯ সালের আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। রোহিত শর্মাদের বিরুদ্ধে ১৯৭ রান খাড়া করেও ম্যাচ জিততে পারেনি প্রীতি জিন্টার দল। তবে একই আইপিএলে সংশ্লিষ্ট মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে ১৮৮ রান তাড়া করে জিতেছিল রাজস্থান রয়্যালস।

আইপিএলে কাল কলকাতার সামনে মুম্বই, যে কারণে রোহিতরা 'দুঃস্বপ্ন' নাইটদের কাছে আইপিএলে কাল কলকাতার সামনে মুম্বই, যে কারণে রোহিতরা 'দুঃস্বপ্ন' নাইটদের কাছে

English summary
IPL 2021 : Tournaments records in Mumbai's Wankhede Stadium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X