For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় আইপিএলের ম্যাচ খেলবে ৬টি দল, অনুশীলনের জন্য বিশেষ ব্যবস্থা

Google Oneindia Bengali News

আইপিএলে কলকাতা পর্বের খেলা শুরু ৯ মে। ইডেনে অনুষ্ঠিত হবে ১০টি ম্যাচ। ছটি দল খেলতে আসবে ক্রিকেটের নন্দনকাননে। রোহিত শর্মা, ঋষভ পন্থদের খেলা তো রয়েছেই সবচেয়ে বড় আকর্ষণ থাকবে শেষদিন। ইডেনে ধোনিদের বিরুদ্ধে বিরাটদের প্রতিশোধের ম্যাচ। সেইসব ম্যাচের আগে বিশেষ ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে ইতিমধ্যেই।

কলকাতায় আইপিএলের ম্যাচ খেলবে ৬টি দল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে অনুশীলন করবে বিভিন্ন দল। সূর্য ডোবার পরও যাতে অনুশীলনে সমস্যা না হয় সেজন্য অস্থায়ী ফ্লাডলাইট বসানো হলো। সেইসঙ্গে এই জায়গাটিকেও বায়ো বাবলের মধ্যে আনা হবে। কাজকর্ম কেমন চলছে তা দেখতে এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে যান সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।

কলকাতায় আইপিএলের ম্যাচ খেলবে ৬টি দল

কলকাতায় হবে আইপিএলের দশটি ম্যাচ। ৯ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ১১ মে দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ হবে ইডেনে। ১৩ মে সানরাইজার্স খেলবে রাজস্থানের বিরুদ্ধে। ১৩ মে আরসিবি ও দিল্লি ক্যাপিটালস পরস্পরের মুখোমুখি হবে। ১৬ মে বিকেল সাড়ে তিনটেয় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবেন বিরাট কোহলিরা। ১৭ মে দিল্লি ও হায়দরাবাদ ম্যাচের ২০ মে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবি-র ম্যাচ রয়েছে ইডেনে। ২১ মে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে দিল্লি ক্যাপিটালস। ২৩ মে ডাবল হেডার রয়েছে ইডেনে। বিকেল সাড়ে তিনটেয় রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচের পরেই শুরু মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির দ্বৈরথ। ধোনিদের বিরুদ্ধে প্রতিশোধের সুযোগ বিরাটরা পাবেন ক্রিকেটের নন্দনকাননেই।

কলকাতায় আইপিএলের ম্যাচ খেলবে ৬টি দল

এদিকে, এদিন সল্টলেক যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে হুগলিকে ৮১ রানে হারিয়ে সিএবি-র আন্তঃ জেলা মহিলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো নদিয়া।

ছবি- সিএবি মিডিয়া

English summary
Temporary Floodlights Being Installed At JU 2nd Campus To Be Used During Practice By Teams. Kolkata Leg Of IPL Will Commence From 9th May.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X