For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২১-এর মধ্যেই হাঁটুতে সফল অস্ত্রোপচার, কবে মাঠে ফিরবেন নটরাজন?

আইপিএল ২০২১-এর মধ্যেই হাঁটুতে সফল অস্ত্রোপচার, কবে মাঠে ফিরবেন নটরাজন?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের ভীতির মধ্যেই ধীরে ধীরে আকর্ষণীয় হয়ে উঠছে ২০২১ সালের আইপিএল মোকাবিলা। ঠিক তখন টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া বাঁ-হাতি ফাস্ট বোলার টি নটরাজনের হাঁটুতে সফল অস্ত্রোপচারের খবর পাওয়া গিয়েছে। এই অবস্থায় তো দূর, আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে চলা টি২০ বিশ্বকাপে তামিলনাড়ুর তারকা ভারতীয় দলের হয়ে অংশ নিতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

নটরাজনের টুইট ভাইরাল

একদিকে সানরাইজার্স হায়দরাবাদ যখন চলতি আইপিএলের প্রথম চার দলের এক দল হওয়ার জন্য কড়া সংগ্রাম করছে, তখন সেই দলেরই অন্যতম সদস্য তথা ইয়র্কার কিং টি নটরাজনকে হাসপাতালের বেড়ে শুয়ে থাকা অবস্থায় দেখে বুক ভেঙে যাচ্ছে ক্রিকেট প্রেমীদের। হাঁটুর সফল অস্ত্রোপচারের পর ক্রিকেটার নিজেই নিজের ছবি পোস্ট করেছেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য বিসিসিআই ও স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ভারতের বাঁ-হাতি ফাস্ট বোলার।

নটরাজনের চোট

নটরাজনের চোট

চলতি আইপিএলে দুটি ম্যাচ খেলে ২ উইকেট নিয়েছেন টি নটরাজন। দ্বিতীয় ম্যাচ খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন ৩০ বছরের ফাস্ট বোলার। যে কারণে চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বাকি ম্যাচগুলিতে আর মাঠে নামতে পারবেন না নটরাজন। পরিবর্তে দলের প্রথম একাদশে সুযোগ পান খলিল আহমেদ।

কবে মাঠে ফিরবেন নটরাজন

কবে মাঠে ফিরবেন নটরাজন

যা পরিস্থিতি তাতে আগামী চার থেকে পাঁচ মাস টি নটরাজনকে ২২ গজের বাইরে থাকতে হবে বলে মনে করা হচ্ছে। রিহ্যাবিলিটেশনের জন্য বাঁ-হাতি ফাস্ট বোলারকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে পাঠানো হতে পারে বলে খবর।

এর আগেও চোট

এর আগেও চোট

কাঁধে চোটের কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম পর্বে ভারতীয় দলে অনুপস্থিত ছিলেন নটরাজন। আরও একবার চোটের কারণে থমকে গেল বাঁ-হাতি ফাস্ট বোলারের যাত্রা।

English summary
IPL 2021 : T Natarajan thanks BCCI and medical staffs after successful knee surgery
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X