For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'থালা'-র ৬ বছরের অবাঞ্ছিত নজির ঢাকলেন 'চিন্নাথালা রিটার্নস', রায়নায় মুগ্ধ ধোনিতে বিদ্ধ ক্রিকেট মহল

'থালা'-র পাঁচ বছরের লজ্জাজনক নজির ঢাকলেন 'চিন্নাথালা রিটার্নস', রায়নায় মুগ্ধ ক্রিকেট মহল

  • |
Google Oneindia Bengali News

২০২০ সালের আইপিএলে শেষবার বাইশ গজে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। ১৬১ দিন পর ফের আইপিএলে খেলতে নেমে কিংবদন্তির ব্যাট থেকে ঝড়ের গতিতে রানের ফুলঝুরি আশা করেছিলেন ক্রিকেট প্রেমীরা। তাঁদের হতাশ তো করলেনই, সঙ্গে এমন এক লজ্জাজনক অধ্যায় রচনা করলেন মাহি, যা তাঁর ছয় বছরের আইপিএল কেরিয়ারে কাঁদা ছেঁটাল। যদিও প্রিয় 'থালা'-র সেই ব্যর্থতা দুর্দান্তভাবে চাপা দিলেন 'চিন্নাথালা' সুরেশ রায়না। প্রত্যাবর্তনে নিজেকে উজাড় করে দিলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান।

৬ বছরে লজ্জাজনক নজির

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলে চেন্নাই সুপার কিংস। মাত্র ২ বল খেলে কোনও রান না করেই সাজঘরে ফিরে যান অধিনায়ক এমএস ধোনি। এর আগে ২০১৫ সালের আইপিএলে শেষবার শূন্য রানে আউট হয়েছিলেন মাহি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কোনও রান না করেই সাজঘরে ফিরে গিয়েছিলেন সিএসকে অধিনায়ক।

ধোনির কাছেই রয়েছে অন্য রেকর্ড

২০২০ সালের আইপিএলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এমএস ধোনি। সে বছরের আইপিএলে কিংবদন্তির ব্যাট থেকে রানের বন্যা আশা করেছিলেন ক্রিকেট প্রেমীরা। তাঁদের হতাশ করে সংযুক্ত আরব আমিরশাহীতে মাত্র ২০০ রান করতে সক্ষম হয়েছিলেন ধোনি। সেই প্রথমবার আইপিএলের প্লে-অফ পৌঁছতে ব্যর্থ হয়েছিল সিএসকে। ধোনির সেই ব্যাডপ্যাচ অব্যাহত রয়েছে ২০২১ সালের আইপিএলেও। প্রথম ম্যাচে কোনও রান না করেই সাজঘরে ফিরে গিয়েছেন মাহি। যদিও আইপিএলে একটানা শূন্য রানে আউট না হওয়ার রেকর্ডও রয়েছে কিংবদন্তির ঝুলিতে। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত আইপিএলে টানা ১০৮টি ইনিংসে শূন্য রানে আউট হননি সিএসকে অধিনায়ক। এই দুর্দান্ত তালিকায় কিংবদন্তি ক্রিস গেইলের পরেই ধোনির স্থান। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত আইপিএলে টানা ১৪৫টি ইনিংসে শূন্য রানে আউট হননি ইউনিভার্স বস।

যোগ্য জবাব রায়নার

যোগ্য জবাব রায়নার

২০১৯ সালে শেষবার আইপিএল খেলেছিলেন সুরেশ রায়না। করোনা ভাইরাসের আবহে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া ২০২০ সালের আইপিএল খেলতে অস্বীকার করেছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান। তার আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনিও। কিন্তু তাতে যে রায়নার ব্যাটে ঘুন ধরে যায়নি, তা মুম্বইতে প্রমাণ করলেন চিন্নাথালা। অগ্রজ ধোনির ব্যর্থতা ঢাকলেন তাঁর চেনা ও সাবলীল মেজাজে। সুরেশ রায়নার স্বপ্নের প্রত্যাবর্তন দেখে মুগ্ধ হয়েছেন ক্রিকেট প্রেমীরা।

৩৬ বলে ৫৪ রান

৩৬ বলে ৫৪ রান

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২১-এর অতি গুরত্বপূর্ণ ম্যাচে ৩৬ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন সুরেশ রায়না। তিনটি চার ও চারটি ছক্কা আসে তাঁর ব্যাট থেকে। আইপিএলে এটি তাঁর ৩৯তম অর্ধশতরান।

English summary
IPL 2021 : Suresh Raina's success make shade on CSK captain MS Dhoni's failure
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X