For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানবিকতার পরিচয় দিয়ে করোনা আবহে আইপিএলের মধ্যেই নজির শ্রীবৎসের

Google Oneindia Bengali News

প্যাট কামিন্স, ব্রেট লি-র পর এবার মানবিকতার পরিচয় দিলেন সানরাইজার্স হায়দরাবাদের উইকেটকিপার-ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী। অক্সিজেনের ঘাটতি মেটাতে এবং অক্সিজেনের সরবরাহ অব্যাহত রাখতে তিনি ৯০ হাজার টাকা দান করলেন।

করোনা আবহে আইপিএলের মধ্যেই নজির শ্রীবৎসের

(ছবি- টুইটার)

এবারের আইপিএলে এখনও একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি শ্রীবৎস। তবে আইপিএলে খেলা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এবার তিনিই প্রথম এমন মানবিক উদ্যোগ নিলেন। একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তিনি ওই অর্থ তুলে দিয়েছেন। শ্রীবৎস জানিয়েছেন, অনেক স্বেচ্ছাসেবী সংস্থা বা সংগঠন করোনা পরিস্থিতিতে নানাভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। সবচেয়ে এখন যেটা জরুরি সেটা হলো অক্সিজেনের জোগান নিশ্চিত করা। একটি স্বেচ্ছাসেবী সংস্থা অক্সিজেন কনসেনট্রেটর কেনার উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমি আমার সাধ্যমতো অর্থ প্রদান করলাম। বাকিরাও যে যেমন পারেন সাধ্যমতো দান করে এমন উদ্যোগের পাশে থাকুন। সকলে সম্মিলিতভাবেই সব প্রতিবন্ধকতাকে আমরা জয় করতে পারব।

ডোনেটকার্ট নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা শ্রীবৎস গোস্বামীর থেকে আর্থিক সহযোগিতা পেয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। শ্রীবৎস হলেন এবারের আইপিএলের দ্বিতীয় ক্রিকেটার যিনি এভাবে করোনা পরিস্থিতি মোকাবিলায় আর্থিক সহযোগিতা করতে এগিয়ে এলেন। ভারতের হাসপাতালে অক্সিজেন সরবরাহ সুনিশ্চিত করার লক্ষ্যে পিএম কেয়ারস ফান্ডে ৫০ হাজার মার্কিন ডলার দান করেছেন কেকেআরের অস্ট্রেলীয় পেসার প্যাট কামিন্স। ধারাভাষ্যকারের ভূমিকায় আইপিএলে এসে অক্সিজেন কেনার জন্য ক্রিপটো রিলিফে এক বিটকয়েন দান করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি।

English summary
Sunrisers Hyderabad Wicketkeeper From Bengal Shreevats Goswami Has Donated Rs. 90,000 To Provide Oxygen Supplies In This Hour Of Need. He Has Also Made A Request, who can afford please reach out and help as much as you can.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X