For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে স্বস্তি দিয়েছে ভুবনেশ্বরের ফর্ম, রহস্য ফাঁস লক্ষ্মণের

Google Oneindia Bengali News

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়ে অন্যতম অবদান রয়েছে ভুবনেশ্বর কুমারের। অধিনায়ক বিরাট কোহলি তো প্রকাশ্যে বলেই দিয়েছেন, সরকারিভাবে পুরস্কার না পেলেও তাঁর চোখে একদিনের সিরিজের সেরা ক্রিকেটার ভুবনেশ্বর কুমারই। ব্যাটিং সহায়ক পিচে যেভাবে তিনি কৃপণ বোলিং করে ৬টি উইকেট পেয়েছেন তা কম কথা নয়। টি ২০ সিরিজেও তাঁর ইকনমি ছিল সাতের নীচে। সবমিলিয়ে ভুবির ফর্ম যেমন ভারতকে সিরিজ জয়ে সহায়তা করেছে, তেমনই স্বস্তি দিয়েছে আইপিএলে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদকেও।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টে জোর

ওয়ার্কলোড ম্যানেজমেন্টে জোর

সানরাইজার্স হায়দরাবাদে ভুবনেশ্বর কুমারকে খুব কাছ থেকে দেখেছেন ভিভিএস লক্ষ্মণ। চোট প্রবণতার সমস্যা কাটাতে ভুবি ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে যেভাবে কঠোর পরিশ্রম করেছেন তাতেই তাঁর কামব্যাক এতটা ভালো বলে মনে করছেন সানরাইজার্সের মেন্টর। ভুবি নিজেও বলেছেন, গত দুই বছরে চোটের জন্য তাঁকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে। আর তা হতে দিতে চান না। সামনে ইংল্যান্ড সফর-সহ ভারতের বেশ কয়েকটি টেস্ট ম্যাচও রয়েছে। নিজেকে ফিট রাখতে আইপিএলে তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টে জোর দিতে চান ভুবি।

কামব্যাকে আশার আলো

কামব্যাকে আশার আলো

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে আর টেস্ট খেলেননি ভুবি। লক্ষ্মণ বলেন, সানরাইজার্সে দেখার সুবাদে বলতে পারি ভারতীয় দলে কামব্যাক করা ভুবির জন্য কতটা মূল্যবান। গত দুই বছর কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। তবে যখনই সুযোগ পেয়েছেন তখনই বল হাতে দারুণ পারফর্ম করেছেন। একজন জোরে বোলারের পক্ষে চোটকে এড়ানো কঠিন। ভুবিও কেরিয়ারে বেশ কয়েকবার বড় চোট পেয়েছেন। তবে নিজেকে ফিট করে তুলতে কঠোর পরিশ্রম আর এনসিএ-তে অনেক সময় ব্যয় করেছেন ভুবনেশ্বর। তার সুফলও মিলেছে।

স্যুইংয়ে ক্ষুরধার

স্যুইংয়ে ক্ষুরধার

লক্ষ্মণ বলেন, টি ২০ সিরিজ থেকে দেখা গিয়েছে নতুন সাদা বলেও ভুবি স্যুইং করাতে পারছেন। নতুন বলে উইকেট তুলে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে ভুবি যখন এমন ছন্দে থাকেন তখন দলের কাজটাও অনেক সহজ হয়ে যায়। ভুবনেশ্বরের ফিট হয়ে ফর্মে ফেরা ভারতীয় দলের পক্ষেও খুব ইতিবাচক দিক বলে মনে করেন লক্ষ্মণ। বিশেষ করে ভারতে অনুষ্ঠেয় টি ২০ বিশ্বকাপেও ভুবির কার্যকারিতা ও সাফল্যের বিষয়ে আশাবাদী ভিভিএস।

সানরাইজার্সে ভুবি

সানরাইজার্সে ভুবি

সানরাইজার্স দলের বোলিং বিভাগকেও যে ছন্দে থাকা ভুবনেশ্বর কুমারই নেতৃত্ব দেবেন তা নিঃসন্দেহে বলা যায়। প্রথম ম্যাচে সানরাইজার্সের সামনে কলকাতা নাইট রাইডার্স। একনজরে দেখে নেওয়া যাক কবে কার বিরুদ্ধে খেলবে সানরাইজার্স হায়দরাবাদ।

১১ এপ্রিল- কলকাতা নাইট রাইডার্স, ১৪ এপ্রিল- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১৭ এপ্রিল- মুম্বই ইন্ডিয়ান্স, ২১ এপ্রিল- পঞ্জাব কিংস (বিকেল সাড়ে ৩টে), ২৫ এপ্রিল- দিল্লি ক্যাপিটালস, ২৮ এপ্রিল- চেন্নাই সুপার কিংস, ২ মে- রাজস্থান রয়্যালস (বিকেল সাড়ে ৩টে), ৪ মে- মুম্বই ইন্ডিয়ান্স, ৭ মে- চেন্নাই সুপার কিংস, ৯ মে- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ১৩ মে- রাজস্থান রয়্যালস, ১৭ মে- দিল্লি ক্যাপিটালস, ১৯ মে- পঞ্জাব কিংস, ২১ মে- কলকাতা নাইট রাইডার্স (বিকেল সাড়ে ৩টে)

English summary
IPL 2021 Will Commence From 9th April. Sunrisers Hyderabad Mentor VVS Laxman Happy With Bhuvneshwar Kumar's Comeback During India-England Series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X