For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনিকেই হৃদস্পন্দন আখ্যা ফ্লেমিংয়ের, চেন্নাইয়ের থালার ২০০তম ম্যাচে জয়ের পর জমাটি সেলিব্রেশন

Google Oneindia Bengali News

চেন্নাই সুপার কিংসের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নেমে দাপুটে জয়ের স্বাদ পেলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। ধোনিকেই দলের হৃদস্পন্দন বলে আখ্যা দিলেন কোচ স্টিফেন ফ্লেমিং।

ধোনিকেই হৃদস্পন্দন আখ্যা ফ্লেমিংয়ের

(ছবি- বিসিসিআই/আইপিএল)

২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ধোনি। মাঝে দুই বছর সিএসকে আইপিএল থেকে নির্বাসিত থাকাকালীন ধোনি খেলেছিলেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। চেন্নাই সুপার কিংসের হয়ে ২৪টি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলেছেন ধোনি, দুবার এই টুর্নামেন্ট জিতেছে সিএসকে। সিএসকে আইপিএল জিতেছে তিনবার। ধোনি ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছেন ১৯৯টি ম্যাচে। চেন্নাই জার্সিতে ধোনির ২০০তম ম্যাচ তথা এবারের আইপিএলে প্রথম ম্যাচে জয়ের পর সিএসকে ড্রেসিংরুমে হলো জমজমাট সেলিব্রেশন। কেক কাটলেন অধিনায়ক 'থালা'।

আইপিএলে ২০০-র বেশি ম্যাচ খেলার পরও ধোনির আগ্রহ, দায়বদ্ধতা দেখে মুগ্ধ সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং। তিনি সাফ জানিয়ে দিলেন, চেন্নাই সুপার কিংস দলের হৃদস্পন্দন হলেন ধোনিই। ফ্লেমিং বলেন, এত বছর ধরে যেভাবে ধোনি খেলছেন, দল ও ফ্র্যাঞ্চাইজির প্রতি তাঁর যে দায়বদ্ধতা, ক্রিকেটের প্রতি আগ্রহ, ক্রমাগত এখনও ভালো করার ইচ্ছাশক্তি, এ সবকে তারিফ করতেই হয়। এই দলের বেড়ে ওঠায় ধোনির অবদান অনস্বীকার্য। পারফরম্যান্স, গাইডেন্স বা নেতৃত্বদানে ধোনির ভূমিকা বলে শেষ করা যাবে না। তিনিই এই দলের হৃদস্পন্দন।

ধোনিকেই হৃদস্পন্দন আখ্যা ফ্লেমিংয়ের

ছবি- বিসিসিআই/আইপিএল

দলের পারফরম্যান্সে খুশি চেন্নাই সুপার কিংস কোচ প্রশংসা করলেন দীপক চাহারের। ফ্লেমিং বলেন, প্রথম ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি চাহার। তবে যেভাবে পাঞ্জাবের বিরুদ্ধে কামব্যাক করলেন তাতে আমি খুশি। বলের প্রতি নিয়ন্ত্রণ, স্কিলসেট চাহারের এমনিতেই ভালো। স্যুইং ও মুভমেন্ট পাওয়াতেই এমন ভালো পারফরম্যান্স।

ছবি- বিসিসিআই/আইপিএল

ছবি- বিসিসিআই/আইপিএল

ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় এখনও অবধি ব্যর্থ হলেও তাঁকে প্রথম একাদশ থেকে এখনই বাদ দেওয়ার পরিকল্পনা নেই ফ্লেমিংয়ের। তিনি বলেন, ঋতুরাজের দক্ষতার প্রমাণ গতবার আমরা পেয়েছি। আরও সুযোগ তাই দেওয়া হবে। সব সময় ক্রিকেটারদের পাশে থাকার চেষ্টা আমরা করি। এই জয়ের পর প্রশ্ন উঠছে, এটাই সিএসকে-র সেরা একাদশ কিনা। ফ্লেমিং বলেন, এই পারফরম্যান্সের পর এটাকেই সেরা একাদশ মনে হতে পারে। লুঙ্গি এনগিডিও খেলার জন্য তৈরি। নেটে কিছুদিন দেখে নেব। তারপর ঠিক করব কার জায়গায় এনগিডিকে খেলানো যায়।

English summary
Chennai Super Kings Beat Punjab Kings To Register Their First Win Of This IPL In Mumbai. Stephen Fleming has called CSK skipper Mahendra Singh Dhoni the team's heartbeat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X