For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিতেও স্বস্তি নেই সানরাইজার্সের, ওয়ার্নাররা ঘোর দুশ্চিন্তায় নটরাজনকে নিয়ে

Google Oneindia Bengali News

চোটের কারণে আইপিএলে অনিশ্চিত হয়ে পড়লেন সানরাইজার্স হায়দরাবাদের পেসার টি নটরাজন। তাঁর হাঁটুতে চোট রয়েছে। হাঁটু ফুলে থাকলেও স্ক্যান করাতে এখনও যাননি ভারতীয় পেসার।

ওয়ার্নাররা ঘোর দুশ্চিন্তায় নটরাজনকে নিয়ে

(ছবি- বিসিসিআই/আইপিএল)
পাঞ্জাব কিংসকে হারিয়ে বুধবারই এবারের আইপিএলের প্রথম জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। যদিও টানা দুটি ম্যাচে নটরাজনের মতো প্রথম সারির বোলারকে প্রথম একাদশের বাইরে দেখে অবাক হন অনেকেই। খেলার শেষে অবশ্য অধিনায়ক ডেভিড ওয়ার্নার যা বললেন তাতে জল্পনা থামলেও আশঙ্কা বেড়েই গেল।

ওয়ার্নাররা ঘোর দুশ্চিন্তায় নটরাজনকে নিয়ে

(ছবি- বিসিসিআই/আইপিএল)

ওয়ার্নার বলেন, টি নটরাজনের হাঁটুতে চোট রয়েছে, ফোলাও রয়েছে। কিন্তু তাঁর স্ক্যান করানো যায়নি। জৈব সুরক্ষা বলয়ের যা নিয়ম তাতে স্ক্যান করাতে নিয়ে গেলে ফের সাতদিন বাধ্যতামূলক কোয়ারান্টিনে থাকতে হবে নটরাজনকে। সেই পরিস্থিতি এড়াতে নটরাজনের চোটের দিকে নজর রেখে শুশ্রূষার ব্যবস্থা করা হচ্ছে। ফিজিওরা সাধ্যমতো চেষ্টা চালাচ্ছেন। তবে মনে হচ্ছে, একটা সময় স্ক্যান করাতে নিয়ে যেতেই হবে নটরাজনকে।

ওয়ার্নাররা ঘোর দুশ্চিন্তায় নটরাজনকে নিয়ে

(ছবি- বিসিসিআই/আইপিএল)

নটরাজনের অনুপস্থিতিতে প্রথম একাদশে এসেছেন খলিল আহমেদ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৪ রানের বিনিময়ে ১ উইকেট পেয়েছিলেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২১ রানে তিনি ৩ উইকেট দখল করেন। গত বছরের আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স পাওয়া গিয়েছিল নটরাজনের কাছ থেকে। তাঁর ইয়র্কার বা ডেথ ওভারের বোলিং সমস্যায় ফেলেছিল বিপক্ষ ব্যাটসম্যানদের। এর সুবাদেই অস্ট্রেলিয়া সফরে তিনি নেট বোলার হিসেবে গিয়েছিলেন এবং সেখানে তিন ফরম্যাটেই তাঁর ভারতীয় দলে অভিষেক হয়। ভারতীয় দলের হয়ে একটি টেস্ট, দুটি একদিনের আন্তর্জাতিক ও চারটি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন নটরাজন।

ওয়ার্নাররা ঘোর দুশ্চিন্তায় নটরাজনকে নিয়ে

গত মাসেও হাঁটুর চোটের কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টি ২০ ম্যাচ খেলতে পারেননি নটরাজন। সিরিজের পঞ্চম টি ২০-তে চার ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট পান। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ান ডে ম্যাচে সুযোগ পেয়ে ১০ ওভারে ৭৩ রান দিয়ে ১টি উইকেট পান। ম্যাচের টি ২০ সিরিজএবারের আইপিএলে দুটি ম্যাচ খেলেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৭ রানের বিনিময়ে একটি ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৩২ রানে একটি উইকেট নেন। যদিও হাঁটুর চোটের কারণে এরপর তিনি আর দুটি ম্যাচ খেলতে পারেননি।

English summary
SRH Pacer T Natarajan Doubtful For IPL Due To Sore Knee. He Is Not Leaving Bio Bubble For Scan To Avoid Quarantine Rule, Says Captain David Warner.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X