For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাঞ্জিওপ্লাস্টির পর ছাড়া পেলেন মুরলীধরন, কাজ শুরুর আগে মানতে হবে এই নিয়ম

Google Oneindia Bengali News

অ্যাঞ্জিওপ্লাস্টির পর আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে মুথাইয়া মুরলীধরনকে। তবে শ্রীলঙ্কার এই কিংবদন্তি এখনই সানরাইজার্স হায়দরাবাদের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবেন না।

অ্যাঞ্জিওপ্লাস্টির পর ছাড়া পেলেন মুরলীধরন, তবে সানরাইজার্সে এখনই যোগ নয়

২০১৫ সাল থেকে সানরাইজার্সের বোলিং কোচ ও মেন্টরের ভূমিকা পালন করেছেন সদ্য ৪৯ বছর পূর্ণ করা মুরলীধরন। গতকালই তিনি অসুস্থতা বোধ করায় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হৃদরোগের কারণে অ্যাঞ্জিওপ্লাস্টির পরামর্শ দেন চিকিৎসকরা। একটি স্টেন্ট বসানো হয়। অপারেশনের পরও সুস্থ থাকায় আজই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো।

অ্যাঞ্জিওপ্লাস্টির পর ছাড়া পেলেন মুরলীধরন

অ্যাপোলো হাসপাতালের তরফে জানানো হয়েছেন, সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. জি সেঙ্গত্তুভেলুর তত্ত্বাবধানে মুরলীধরনের সফল করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। একটি স্টেন্ট বসেছে। তবে তিনি স্বাভাবিক কাজকর্ম শুরু করে দিতে পারবেন। যদিও সানরাইজার্স শিবির সূত্রে খবর, দলের জৈব সুরক্ষা বলয়ে যোগ দেওয়ার আগে আবার সাতদিনের কোয়ারান্টিনে থাকতে হবে মুরলীধরনকে।

অ্যাঞ্জিওপ্লাস্টির পর ছাড়া পেলেন মুরলীধরন

শ্রীলঙ্কার হয়ে ১৩৩টি টেস্ট, ৩৫০টি একদিনের আন্তর্জাতিক ও ১২টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মুরলী। টেস্টে তিনি সর্বাধিক ৮০০ উইকেট নেওয়ার পাশাপাশি একদিনের আন্তর্জাতিকে ৫৩৪টি ও টি ২০ আন্তর্জাতিকে ১৩টি উইকেট পেয়েছেন। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের সদস্যও তিনি। চেন্নাই সুপার কিংস, কোচি টাস্কার্স কেরালা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে আইপিএল খেলার পর ২০১৫ সালে তিনি সানরাইজার্সের বোলিং কোচ তথা মেন্টর হিবে নিযুক্ত হন। কোচিং করিয়েছেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগেও। সিএবি বাংলার ভিশন টি ২০-তেও কোচ করেছে মুরলীকে। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ক্রিকেটমহল থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়।

English summary
SRH Support Staff Muttiah Muralitharan discharged after undergoing a coronary angioplasty In Chennai. He will rejoin Sunrisers Hyderabad after spending seven days In quarantine.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X