For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL নিলামের পূর্বাভাস, এই তারকাকে এবার টেক্কা দিতে পারেন শাকিব

  • |
Google Oneindia Bengali News

আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর কার উঠবে তা নিয়ে চলছে জল্পনা। দৌড়ে এগিয়ে দুই তারকা। একজন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। অপরজন বাংলাদেশের শাকিব আল হাসান। নির্বাসন কাটিয়ে ফের এবার আইপিএলের আসরে দেখা যাবে শাকিবকে। সবচেয়ে বেশি দর তিনিই পাবেন বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরা।

জীবন বদলে দেওয়া নিলাম

জীবন বদলে দেওয়া নিলাম

ম্যাক্সওয়েল এক সাক্ষাতকারে জানিয়েছেন, ২০১৩ সালে আইপিএল নিলামে তিনি ১০ লক্ষ মার্কিন ডলার দর পেয়েছেন প্রথম শুনে তা বিশ্বাসই হয়নি। তাঁর কথায়, পারথে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের দিন নিলাম হয়েছিল। আমার মাথায় ছিল না নিলামের কথা। প্রথম বলে শূন্য রানে ড্রেসিংরুমে ফিরে নিজের উপর রাগ হচ্ছিল। তখন সেখানে কয়েকজন আমাকে দেখে হাসছিল। এসব সচরাচর হয়ে থাকে বলে আমি পাত্তা না দিয়ে বসে পড়ি। তখন মিকি আর্থার ও মাইকেল ক্লার্ক এসে আমাকে ভেতরের ঘরে নিয়ে যান। আমি ভেবেছিলাম হয়তো সেদিনের পারফরম্যান্স নিয়ে কিছু বলবেন বলে ডেকেছেন। তাঁরা আমাকে জানান আইপিএল নিলাম চলছে এবং আমি ১০ লক্ষ মার্কিন ডলার দর পেয়েছি। আমার কাছে জীবন বদলে দেওয়ার অঙ্ক ছিল এই পরিমাণ অর্থ পাওয়া। সেদিন আমার পরিবার-পরিজনরা মাঠেই ছিলেন। ম্যাচের পর তাঁদের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটিয়েছিলাম।

নজরে শাকিব

নজরে শাকিব

ম্যাক্সওয়েল কি এবারও সর্বোচ্চ দাম পাবেন ২০১৩ সালের নিলামোর মতো? তা পরিষ্কার হতে আর কিছুক্ষণ। তবে ম্যাক্সিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছেন বাংলাদেশের শাকিব আল হাসান। ম্যাক্সির চেয়ে নিলামে শাকিবকে এগিয়ে রাখছেন আশিস নেহরা। তাঁর কথায়, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক যে কোনও দলের পক্ষেই ভরসা, দলে ভারসাম্য আনতে পারফেক্ট। তিনি এবারের আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর পেতে পারেন।
নিলামে অলরাউন্ডার শাকিবের বেস প্রাইস ম্যাক্সওয়েলের মতোই ২ কোটি টাকা। ২০১১ সালে আইপিএলে অভিষেকের পর থেকে তিনি ৬৩টি ম্যাচে দুটি অর্ধশতরান-সহ ৭৪৬ রান করেছেন, ৫৯টি উইকেট পেয়েছেন। ২০১১ সাল থেকে ২০১৭ অবধি কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। ২০১৮ সালে কেকেআর ছেড়ে দেওয়ার পর তাঁকে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। নির্বাসন কাটিয়ে ফের আইপিএলের আসরে তিনি ফিরতে পারেন চমক দিয়েই।

শাকিব-ম্যাক্সওয়েল টক্কর

শাকিব-ম্যাক্সওয়েল টক্কর

আইপিএল নিলাম হলেই হট ফেভারিটদের তালিকায় প্রথম দিকেই নাম থাকে গ্লেন ম্যাক্সওয়েলের। ঝোড়ো ব্যাটিং নিয়ে কথা নেই, বল হাতেও কামাল দেখাতে পারেন, অনবদ্য ফিল্ডিং। যে কোনও দলের কাছেই সম্পদ ম্যাক্সওয়েল। কিংস পঞ্জাব এবার তাঁকে ছেড়ে দিলেও তাঁর দিকে তাকিয়ে অনেক ফ্র্যাঞ্চাইজিই। এবারও যে তাঁর দল ভালোই উঠবে সে ব্যাপারে নিশ্চিত ক্রিকেট মহল। তবে ম্যাক্সওয়েলকে চ্যালেঞ্জের মুখে ফেলে শাকিব বাজিমাত করবেন বলেই মত নেহরার।

বেস প্রাইস এক, এগিয়ে শাকিব

বেস প্রাইস এক, এগিয়ে শাকিব

নিলামে অলরাউন্ডার শাকিবের বেস প্রাইস ম্যাক্সওয়েলের মতোই ২ কোটি টাকা। ২০১১ সালে আইপিএলে অভিষেকের পর থেকে তিনি ৬৩টি ম্যাচে দুটি অর্ধশতরান-সহ ৭৪৬ রান করেছেন, ৫৯টি উইকেট পেয়েছেন। ২০১১ সাল থেকে ২০১৭ অবধি কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। ২০১৮ সালে কেকেআর ছেড়ে দেওয়ার পর তাঁকে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। নির্বাসন কাটিয়ে ফের আইপিএলের আসরে তিনি ফিরতে পারেন চমক দিয়েই।

English summary
IPL 2021 Mini Auction will be held in Chennai today. Speculation on regarding the costliest pick. According To Ashish Nehra, Shakib is favourite.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X