For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিলামে সিনিয়র, দল পেলে আইপিএলে নয়া নজির গড়তে পারেন নয়ন

নিলামে সিনিয়র, দল পেলে আইপিএলে নয়া নজির গড়তে পারেন নয়ন

  • |
Google Oneindia Bengali News

আইপিএল নিলামের জন্য ১০৯৭ জন ক্রিকেটার তাঁদের নাম নথিভুক্ত করেছেন। বিভিন্ন দলগুলির যা অবস্থা তাতে ৬১ জন ক্রিকেটারের ভাগ্য খুলতে পারে চেন্নাইয়ে আইপিএল নিলামে। প্রাক্তন ভারত অধিনায়ক সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন আইপিএল খেলার সুযোগ পাবেন কিনা কিংবা শ্রীসন্থ কামব্যাক করতে পারেন কিনা সেদিকে তো নজর রয়েইছে। নজর থাকবে ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটারের পুত্রের দিকে।

নিলামে সিনিয়র, দল পেলে আইপিএলে নয়া নজির গড়তে পারেন নয়ন

নয়ন দোশী। পদবি দেখে হয়তো আন্দাজ করতেই পারছেন পাঠকরা। ঠিকই ধরেছেন, ভারতের প্রাক্তন স্পিনার দিলীপ দোশীর পুত্র নয়ন। আইপিএল নিলামে সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার। সৌরাষ্ট্রর পাশাপাশি বাংলার হয়েও দীর্ঘদিন খেলেছেন দিলীপ দোশী। তাই নয়নের দিকে বাংলার ক্রিকেট মহলের নয়ন থাকবে এটাও স্বাভাবিক। নয়নের জন্ম নটিংহ্যামে, বাবার মতো নয়নও একজন বোলার। আইপিএলে নিজের সেরাটা দিতেও প্রস্তুত। তিনি বলেছেন, ক্রিকেট ভালোবাসি। আইপিএলের আসরে নিজেকে প্রমাণ করতে চাই। আমি সব সময় বাবার সামনে বল করতে ভালোবাসি। কেমন পারফর্ম করছি সেটার সেরা বিচারক আমার বাবা বলেই মনে করি। গত জানুয়ারিতেই ঠিক করি আইপিএল খেলার চেষ্টা করব। বাবার তত্ত্বাবধানে বেশ কিছুদিন অনুশীলনও করেছি। কোথাও খামতি থাকলে বাবা শুধু আমাকে বলেন, এটা করার দরকার নেই।

আইপিএলে খেলার সুযোগ এসেছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থান রয়্যালস দলেও ছিলেন। তবে প্রথম একাদশে জায়গা পাননি। এবার আইপিএলে অভিষেক করার বিষয়ে আত্মবিশ্বাসী ৪২ বছরের নয়ন। আইপিএল খেলার সুযোগ পেলে তিনিই হবেন এবারের আইপিএলের সবচেয়ে বেশি বয়সের ক্রিকেটার, প্রবীণ তাম্বের আর আইপিএল খেলার সম্ভাবনা নেই বলে। নয়নের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরাষ্ট্রের হয়েই, ২০০১-০২ মরশুমে। ৭০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, উইকেট পেয়েছেন ১৬৬টি। ঘরোয়া ক্রিকেটে সীমিত ওভারের ম্যাচ খেলেছেন ৭৪টি, উইকেট সংখ্যা ৬৪। কিছুদিন সারের হয়ে খেলে ফের ভারতে এসে সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন। ২০১৩-১৪ মরশুমের পর প্রতিযোগিতামূলক ক্রিকেট না খেললেও নয়ন তাকিয়ে আইপিএলের দিকে। সুযোগ আর নিজেকে প্রমাণের অপেক্ষায়।

আইপিএল নিলামে কার হাতে কত টাকা? কলকাতা নাইট রাইডার্সের নজরে যে সব ক্রিকেটাররাআইপিএল নিলামে কার হাতে কত টাকা? কলকাতা নাইট রাইডার্সের নজরে যে সব ক্রিকেটাররা

English summary
IPL 2021 Son Of Dilip Doshi Nayan Looking For IPL Comeback
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X