For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সফল অস্ত্রোপচার শ্রেয়সের, আইপিএলের মধ্যেই টেস্ট নিয়েও বিশেষ ভাবনা বিসিসিআইয়ের

Google Oneindia Bengali News

ভারত-ইংল্যান্ড প্রথম একদিনের আন্তর্জাতিকে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তারপর আজ মুম্বইয়ে তাঁর কাঁধে অস্ত্রোপচার হলো। সফল অস্ত্রোপচারের পর তাঁর মাঠে ফেরার পরিকল্পনা জানিয়ে টুইট করেছেন ভারতীয় মিডল অর্ডারের এই অন্যতম বড় ভরসা।

সফল অস্ত্রোপচার শ্রেয়সের, আইপিএলের মধ্যেই টেস্ট নিয়েও ভাবনা

(ছবি- টুইটার)
গত ২৩ মার্চ পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে শার্দুল ঠাকুরের বলে জনি বেয়ারস্টোর একটি শট বাঁচাতে ডাইভ দেন শ্রেয়স। তখনই তাঁর কাঁধে চোট লাগে। প্রবল যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

সফল অস্ত্রোপচার শ্রেয়সের, আইপিএলের মধ্যেই টেস্ট নিয়েও ভাবনা

পরে স্ক্য়ান করে দেখা যায় কাঁধের হাড় আংশিক সরেছে। এর ফলে আইপিএল থেকে ছিটকে যান। কাউন্টিতে জুলাই মাসে ল্যাঙ্কাশায়ারের হয়ে কয়েকটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেই ম্যাচগুলি তো বটেই, ভারতের ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষজ্ঞরা মনে করছেন শ্রেয়সের যা চোট তাতে মাস চারেকের জন্য তাঁকে মাঠের বাইরে থাকতে হবে।

এদিন অস্ত্রোপচারের পর শ্রেয়স টুইটারে নিজের ছবি পোস্ট করে লিখেছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। সিংহহৃদয়ের প্রত্যয় নিয়ে যত দ্রুত সম্ভব মাঠে ফেরাই আমার লক্ষ্য। তাঁর জন্য আরোগ্য কামনা ও প্রার্থনা করার জন্য সকলকে ধন্যবাদও জানিয়েছেন শ্রেয়স। তাঁর অধিনায়কত্বেই গত বছর আইপিএল ফাইনাল খেলেছিল দিল্লি ক্যাপিটালস। এবার তিনি ছিটকে যাওয়ায় দিল্লিকে নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ। পন্থকে অধিনায়ক করে দিল্লি সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আগেই মন্তব্য করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন শ্রেয়স।

এদিকে, শ্রেয়স আইয়ারের কাউন্টি খেলা প্রশ্নের মুখে পড়লেও হনুমা বিহারী আগামী সপ্তাহেই ওয়ারউইকশায়ারের হয়ে মাঠে নেমে পড়বেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল-সহ ইংল্যান্ডে পাঁচটি টেস্টের প্রস্তুতি নিতে কাউন্টি খেলার সিদ্ধান্ত নেন হনুমা। আইপিএলে দল পাননি। আজ বিকেলেই তিনি ইংল্যান্ড পৌঁছে ছয় দিনের কোয়ারান্টিনে থাকবেন। ওয়ারউইকশায়ারের তরফে জানানো হয়েছে, ট্রেন্টব্রিজে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ম্যাচেই খেলতে পারবেন অন্ধ্রের এই ব্যাটসম্যান। ভিসা পেতে জটিলতার কারণে ওয়ারউইকশায়ারের পিটার মালান দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ডে পৌঁছাতে পারেননি। তাঁরই কভার হিসেবে হনুমার সঙ্গে সই করেছে ওয়ারউইকশায়ার।

সফল অস্ত্রোপচার শ্রেয়সের, আইপিএলের মধ্যেই টেস্ট নিয়েও ভাবনা

ভারতীয় টেস্ট দলের ক্রিকেটাররা আইপিএলের সময়ও নেটে যদি ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নিতে চান সেজন্য বিশেষ ব্যবস্থাও করার পথে হাঁটছে বিসিসিআই। বোর্ডসূত্রে খবর, আইপিএল দলে নিয়মিত বা নিয়মিত নন এমন টেস্ট ক্রিকেটার চাইলে লাল ডিউক বলে নেটে অনুশীলন করতে পারবেন। ভারতীয় দলের কোচেদের সহযোগিতাও পাবেন। চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, মহম্মদ শামি বা ভুবনেশ্বর কুমাররা নেটে ডিউক বলে অনুশীলন করে নিজেদের টেস্টের প্রস্তুতিও ইচ্ছা হলে সেরে রাখতে পারেন। কারণ, আইপিএল শেষ হলেই ভারতকে টানা ৬টি টেস্ট খেলতে হবে ইংল্যান্ডের মাটিতে

English summary
Shreyas Iyer on Thursday said he has undergone a successful surgery for a shoulder injury. He Also vowed to return to action at the earliest.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X