For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একাধিক নজিরের হাতছানি দিল্লি ক্যাপিটালস ক্রিকেটারদের সামনে

Google Oneindia Bengali News

ওয়াংখেড়েতে আইপিএলের ম্যাচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনরা যেখানে প্রথম জয়ের অপেক্ষায় সেখানে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নামবে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে দিল্লির বেশ কয়েকজন ক্রিকেটারের সামনে নজিরের হাতছানি।

মাইলস্টোনের সামনে শ-শিখর

মাইলস্টোনের সামনে শ-শিখর

এই ম্যাচে নজিরের সামনে দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার। আইপিএলে ১৭৭টি ম্যাচে ১৭৬ ইনিংসে শিখর ধাওয়ানের মোট রান ৫,২৮২। আর ১১ রান করলেই আইপিএলে তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে যাবেন গব্বর। ৩৯ ইনিংসে ৮৯৮ রান করেছেন পৃথ্বী শ। আর ১০২ রান করলে তিনি আইপিএলে এক হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন।

ছবি- বিসিসিআই/আইপিএল

অশ্বিনের আড়াইশো

অশ্বিনের আড়াইশো

২৪৮টি টি ২০ ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনের উইকেটসংখ্যা ২৪৯। টি ২০-তে আড়াইশো উইকেট ক্লাবের সদস্য হতে দিল্লি ক্যাপিটালস স্পিনারের দরকার মাত্র একটি উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে তাঁর আগে রয়েছেন পীযূষ চাওলা, যাঁর উইকেট সংখ্যা ২৬২। তারপরেই রয়েছেন অমিত মিশ্র, দিল্লি ক্যাপিটালসে অশ্বিনের সতীর্থ ২৫৬টি টি ২০ উইকেটের মালিক। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেটও নিয়েছেন মিশ্র। ১৯টি ম্যাচে রাজস্থানের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে তাঁর উইকেট-সংখ্যা ৩০। ইকনমি ৬.৯০, গড় ১৬.১০।

ছবি- বিসিসিআই/আইপিএল

শতরানে রেকর্ড

শতরানে রেকর্ড

পৃথ্বী-র মতো শতরানের অপেক্ষায় রয়েছেন শিখর ধাওয়ান। আরেকটি শতরান পেলে আইপিএলে সবচেয়ে বেশি শতরানের নিরিখে তিনে চলে আসবেন শিখর। আইপিএলে সর্বাধিক রান সুরেশ রায়নার, চেন্নাই সুপার কিংস দলে থাকা রায়না ১৯৪টি ম্যাচে ১৯০ ইনিংসে ৫,৪২২ রান করেছেন। তাঁর পরেই সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার (১৪৪ ম্যাচে ১৪৪ ইনিংসে ৫,৩১১) এবং মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা (২০২টি ম্যাচে ১৯৭ ইনিংসে ৫,২৯২)। ওয়ার্নারের চারটি শতরান রয়েছে আইপিএলে, শিখরের রয়েছে দুটি। সবচেয়ে বেশি শতরান পাঞ্জাব কিংসের ক্রিস গেইলের (৬টি)। আরসিবি-র এবি ডি ভিলিয়ার্সের আইপিএলে শতরান রয়েছে তিনটি। আইপিএলে অজিঙ্ক রাহানের শতরানের সংখ্যাও দুটি। আর ৬৭ রান করলে আইপিএলে চার হাজার পূর্ণ করবেন রাহানে। ১৪০টি আইপিএল ইনিংসে রাহানের রান ৩,৯৩৩।

ছবি- বিসিসিআই/আইপিএল

পন্থের কামাল

পন্থের কামাল

রাজস্থান ও দিল্লির লড়াইয়ে বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থের, তিনি করেছেন ২২৫ রান। তাঁর পরেই শ্রেয়স আইয়ার (১৯৩), শিখর ধাওয়ান (১৯২) ও সঞ্জু স্যামসন (১৬০)। রাজস্থানের হয়ে ওপেন করবেন জস বাটলার। কমপক্ষে ১ হাজার রান করেছেন আইপিএলে, এমন ওপেনারদের মধ্যে তাঁর ১৫৭.৪১ স্ট্রাইক রেটই সেরা।

ছবি- বিসিসিআই/আইপিএল

রানের হিসেব

রানের হিসেব

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষ পাঁচটি আইপিএল ম্যাচে প্রথম ইনিংসে গড় রান ১৭৫ হলেও শেষ ম্যাচে দুই দলই ২১৫-র বেশি রান করেছে। গত পাঁচটি ম্যাচে রান তাড়া করে কোনও দল জিতেছে তিনবার।

ছবি- বিসিসিআই/আইপিএল

English summary
Rajasthan Royals Set To Face Delhi Capitas In Mumbai On Thursday. Shikhar Dhawan And Ravichandran Ashwin On The Verge Of IPL Milestones.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X