For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL Highlights: সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে লিগশীর্ষে বিরাটের আরসিবি

Google Oneindia Bengali News

আইপিএলের ষষ্ঠ ম্যাচে আজ চেন্নাইয়ে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে খেলতে নামবে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। গত দুইবারের চ্যাম্পিয়ন তথা পাঁচবার আইপিএল খেতাবজয়ী রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে রুদ্ধশ্বাস ম্যাচে পরাস্ত করে আইপিএল অভিযান শুরু করেছে শক্তিশালী আরসিবি। বিরাটরা জয়ের সেই ধারা বজায় রাখতেই চাইবেন। আরসিবি-র প্রথম একাদশে আসতে পারেন দেবদত্ত পাড়িক্কাল। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সের কাছে প্রথম ম্যাচে হারার পর জয়ের সরণিতে ফিরতে মরিয়া ডেভিড ওয়ার্নারের দল। পরিসংখ্যানে অবশ্য আরসিবি-র চেয়ে এগিয়েই রয়েছে হায়দরাবাদ।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম সানরাইজার্স হায়দরাবাদ

Newest First Oldest First
11:19 PM, 14 Apr

২ ওভারে ৭ রানের বিনিময়ে ৩ উইকেট নিলেন বাংলার শাহবাজ আহমেদ। মহম্মদ সিরাজ ও হর্ষল প্যাটেলের দুই উইকেট। হর্ষলকে পার্পল ক্যাপ পরালেন শাহবাজ।
11:18 PM, 14 Apr

২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানে সানরাইজার্স হায়দরাবাদকে বেঁধে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৬ রানে জিতে লিগশীর্ষে চলে গেল আরসিবি। আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার প্রথম দুটি ম্যাচ জিতল আরসিবি।
11:07 PM, 14 Apr

শেষ তিন বলে জিততে সানরাইজার্সের দরকার ৮ রান।
11:06 PM, 14 Apr

হর্ষলের নো বলে চার মারলেন রশিদ। ফ্রি হিট। শেষ চার বলে দরকার ৮ রান।
11:05 PM, 14 Apr

শেষ চার বলে জিততে সানরাইজার্সের দরকার ১৩ রান।
11:00 PM, 14 Apr

১৩০ রানে সপ্তম উইকেটের পতন। সিরাজের বলে আউট হলেন জেসন হোল্ডার।
11:00 PM, 14 Apr

সানরাইজার্সের ষষ্ঠ উইকেটের পতন। আউট হলেন বিজয় শঙ্কর। ১৮ ওভারে সানরাইজার্সের স্কোর ১২৩ রান। হর্ষল প্যাটেলের বলে ক্যাচ ধরলেন বিরাট কোহলি।
10:53 PM, 14 Apr

এক ওভারে তিন উইকেট শাহবাজ আহমেদের। তৃতীয় শিকার আব্দুল সামাদ। সানরাইজার্স। ১৭ ওভারে ৫ উইকেটে ১১৬। টার্গেট ১৫০।
10:48 PM, 14 Apr

শাহবাজ আহমেদের পরপর দুই বলে আউট বেয়ারস্টো ও মণীশ পাণ্ডে। সানরাইজার্স হায়দরাবাদ ১৬.২ ওভারে ৪ উইকেটে ১১৫
10:30 PM, 14 Apr

সানরাইজার্সের দ্বিতীয় উইকেটের পতন। কাইল জেমিসনের শিকার ডেভিড ওয়ার্নার। আউট হলেন ৫৪ রানে।
10:29 PM, 14 Apr

১৩ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদ ১ উইকেটে ৯৬। ৩৫ বলে ৫৪ করে অপরাজিত ওয়ার্নার। ৩৩ রানে ক্রিজে মণীশ পাণ্ডে।
10:28 PM, 14 Apr

ডেভিড ওয়ার্নারের অধিনায়কোচিত অর্ধশতরানে ভর করে জয়ের দিকে এগোচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ
10:15 PM, 14 Apr

টার্গেট ১৫০। ১০ ওভারে ১ উইকেটে ৭৭ সানরাইজার্স হায়দরাবাদ।
9:56 PM, 14 Apr

পাওয়ারপ্লে-তে সানরাইজার্স ৬ ওভারে ১ উইকেটে ৫১।
9:38 PM, 14 Apr

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ব্যাট হাতে ফের ব্যর্থ ঋদ্ধিমান সাহা। আউট হলেন ১ রানে। ৩ ওভারের শেষ ১ উইকেটে সানরাইজার্স ১৫।
9:08 PM, 14 Apr

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান তুলল আরসিবি। শেষ বলে ৫৯ রান করে আউট ম্যাক্সওয়েল। জেসন হোল্ডারের তিন উইকেট।
9:05 PM, 14 Apr

শেষ ওভারে আইপিএলে সপ্তম শতরান হাঁকালেন গ্লেন ম্যাক্সওয়েল।
9:02 PM, 14 Apr

৯ বলে ১২ রান করে হোল্ডারের দ্বিতীয় শিকার কাইল জেমিসন। আরসিবি ১৯.১ ওভারে ৭ উইকেটে ১৩৬
8:50 PM, 14 Apr

টি নটরাজনের বলে আউট ড্যান ক্রিশ্চিয়ান। ১ রান করলেন। আরসিবি ৬ উইকেটে ১০৯।
8:42 PM, 14 Apr

১৫.৫ ওভারে আরসিবি-র পঞ্চম উইকেটের পতন। ৮ রান করে আউট ওয়াশিংটন সুন্দর। রশিদ খানের দ্বিতীয় উইকেট।
8:34 PM, 14 Apr

রশিদ খানের বলে ১ রান করে আউট এবি ডি ভিলিয়ার্স আউট। ১৪ ওভারে আরসিবি ৪ উইকেটে ৯৬
8:29 PM, 14 Apr

দলের ৯১ রানের মাথায় ৩৩ রান করে আউট হলেন বিরাট কোহলি। তাঁর উইকেট নিলেন এবারের আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা জেসন হোল্ডার।
8:19 PM, 14 Apr

ম্যাচের একাদশ তথা নিজের শেষ ওভারে ২২ রান দিলেন শাহবাজ নাদিম। প্রথম ৩ ওভারে মাত্র ১৪ রান খরচ করেছিলেন তিনি।
8:15 PM, 14 Apr

১০ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ২ উইকেটে ৬৩। বিরাট কোহলি ২৪ ও ম্যাক্সওয়েল ৯ রানে ক্রিজে।
8:10 PM, 14 Apr

প্রথম স্ট্র্যাটেজিক টাইম আউটে আরসিবি ৯ ওভারে ২ উইকেটে ৫৮। ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট শাহবাজ নাদিমের।
8:00 PM, 14 Apr

আরসিবি-র দ্বিতীয় উইকেটের পতন। ১০ বলে ১৪ করে শাহবাজ নাদিমের শিকার বাংলার শাহবাজ আহমেদ। ৬.১ ওভারে স্কোর ৪৭/১
7:44 PM, 14 Apr

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথম উইকেটের পতন। ভুবনেশ্বর কুমারের বলে শাহবাজ নাদিমের হাতে ক্যাচ দিয়ে আউট দেবদত্ত পাড়িক্কাল। ১৩ বলে ১১ রান করলেন। আরসিবি ৩ ওভারের শেষে ১ উইকেটে ২০ রান।
7:21 PM, 14 Apr

সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদিম ও টি নটরাজন।
*
*
7:13 PM, 14 Apr

সানরাইজার্স হায়দরাবাদ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), মণীশ পাণ্ডে, জনি বেয়ারস্টো, বিজয় শঙ্কর, জেসন হোল্ডার, আব্দুল সামাদ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, শাহবাজ নাদিম ও টি নটরাজন।
*
*
7:08 PM, 14 Apr

সানরাইজার্স হায়দরাবাদ দলে দুটি পরিবর্তন। সন্দীপ শর্মার জায়গায় শাহবাজ নাদিম। মহম্মদ নবির পরিবর্তে খেলবেন জেসন হোল্ডার।
READ MORE

English summary
Royal Challengers Bangalore Will Face Sunrisers Hyderabad In Chennai. Devdutt Padikkal confident of replicating his stupendous domestic form in the IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X